![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২ বছর ৯ মাস ১৩ দিন ১২ ঘন্টা ৫ মিনিট ২৩ সেকেন্ড....তুহিন এবং মিহিকার রিলেশনের বয়স!
হিসেবটা মিহিকাই রাখে.... তুহিন তো রিলেশন যে কোনদিন হয়ে ছিলো এটাই ভুলে গেছে....
তার মানে এই নয় যে সে মিহিকাকে ভালোবাসে নাহ। সে ভাবে এসকল হিসেব রাখা মেয়েদেরই বেশি মানায়...
অার ভুলে যাওয়ার ফলে মিহিকা থেকে যে বকা গুলো শুনে সেগুলো তার ভাল লাগে।
.
মিহিকাঃ-এই কি করো?
তুহিনঃ-তোমার সাথে চ্যাট করি...
--অাচ্ছা তুমি কখনো জানতে চাও নাহ কেনো অামি কেমন বর চাই?
--জানতে চাওয়ার কি অাছে!? অামি যখন তোমার বিএফ,তো তুমি অামার মতো বর ই চাইবা...
--জ্বী! নাহ... অামি তোমার মতো বর চাই নাহ
-- তো???? কার মতো চাও? :O
--সিকান্দার বক্স এর মতো! ^_^
--কি?????????
--হ্যাঁ! অার তোমাকে ওর মতো হতে হবে.... নাহ হলে তোমাকে বিয়ে করবো নাহ!
--অামি কি করলে ওর মতো হব? :O
--তোমাকে বেশি বেশি অাবেগপ্রবণ হতে হবে...মাঝে মাঝে অামাকে সন্দেহ করতে হবে,অাবার বেশি নাহ। বিয়ের পর অামাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে,অামাকে প্রতিবছর ঘুরতে নিয়ে যেতে হবে। সবসময় অামাকে নিয়ে ভাবতো হবে.....অামার জন্য গান গাইতে হবে।
এগুলো করলেই তুমি সিকান্দার বক্স হবা... :-D
-- :'( :'(
--কি হয়েছে তোমার?
--অাবেগে কেঁদে পেলেছি...
--এই! এটা কেমন ভাষা.... শুদ্ধ ভাষায় কথা বলো...
-- >_<
-এই তোমার অাইডির পাস দেও....(রাগান্বিত ইমোতে মিহিকা)
-কেন....বাবুটা? কি হয়েছে? (মোটামুটি ভয়ে এবং টেনশনে তুহিন)
-কি হয়েছে পরে বলবো... অাগে পাস দেও।
-পাস দিচ্ছি... বাট বলবা তো হঠাৎ হলোটা কি?
-ঐ! এতো প্রশ্ন কর কেনো? পাস দিবা কিনা সেটা বলো....
-অাচ্ছা! ঠিক অাছে...এই নেও.... [email protected]
-এখন বলো কেনো পাস নিলা?
-পরে বলবো... বাই...
-কি?
-....
-
.
কি মনে হচ্ছে? মিহিকা,তুহিনের ফ্রেন্ডলিস্ট এবং ইনবক্স চেক করার জন্য পাস চেয়েছে?
.
নাহ....তেমন কিছুই নয়।
তুহিন নিজের নামে অার একটি অাইডি খুলে সেখানে নানা পোস্ট করে থাকে তুহিন.....এবং তার মধ্যে বেশি পোস্ট মিহিকাকে অনুভব করে লিখা। সে অাইডি থেকে মিহিকাকে ব্লক করা....এবং সে তার এক অাইডি থেকে অপর অাইডির ইনবক্সে তার অনুভূতি গুলো জমা রাখে।
.
মিহিকা এসবই জানে....কিন্তু সে তুহিনকে কিছু বলেনি....। কারণ সে জানে তুহিন শো অফ করা পছন্দ করে নাহ এবং বেশিরভাগ ক্ষেত্রেই নিজের অনুভুতিগুলো লুকাতে চেষ্টা করে। এটা মিহিকার ভাল নাহ লাগলেও সে তুহিনকে কিছু বলে নাহ.....
মাঝে মাঝে তুহিনকে ভয় লাগিয়ে পাস নিতে এবং লিখা গুলো পড়তে মিহিকার ভাল লাগে....
তাই এমনটা করে সে তুহিনের সাথে।
.
.
To be continues,,,,
(আংশিক সত্য ঘটনা অবলম্বনে গল্পটি রচিত।গল্পের পটভূমি যদি কারো ব্যক্তিগত জীবনের সাথে মিলে যায় এবং গল্পের ভুলত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো,ধন্যবাদ)
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২২
আরণ্যক রাখাল বলেছেন: তুহিন নিজের নামে আরেকটা আইডি খুলে....নানা পোস্ট করে থাকে তুহিন| এখানে এক বাক্যে দুবার তুহিন এসেছে|
লুতুপুতু গল্প পড়তে ভালোই লাগে
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রথম ভালো লাগা। +++