নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোধূলী

সুমন আরাব

নাই কিছু বলতে

সুমন আরাব › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ৪৭ বছর শেষ হচ্ছে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

৭৪ এর দুর্ভিক্ষে আমার বাবা শৈশব - কৈশর পারি দিয়েছে
আজ আমি শৈশব - কৈশর পারি দিয়ে যৌবন শেষ করে দিচ্ছি।
স্বাধীনতার ৪৭ বছর শেষ হচ্ছে,
সাধারণ মানুষের দুঃখ কষ্ট শেষ হচ্ছে না।
দেশের আজ এত উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন কতটুকু ?
বাংলার আকাশে বাতাসে খুন গুম এর গন্ধ বিচরিত। শেখ সাহেব যে বাকশাল তৈরী করতে চেয়েছিল,সেটা উনার মেয়ে করতেছে।প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমি মানুষের শান্তি চাই মানুষের কল্যাণ চাই। উনি সত্যি কথাই বলছেন উনি তা চান না উনি চান সৈরাচারের শাসন প্রতিষ্ঠিত করতে দলীয় গুন্ডাবাহিনীকে চাংগা করতে।
উনি কল্যাণ চান উনাকে যারা ভালবাসে দলীয় ভাবে প্রভাব দেখিয়ে দশের উপর জুলুম করে সমাজে টিকে থাকার মত লোক যারা শোষণ করতে পারবে সাধারণ জনগণকে।ইভিএম এর পিছনে প্রায় চার হাজার কোটি টাকা খরচ এই টাকা কি উনার পকেটের নাকি উনার দস্যু বাহিনীর কারো নাকি রাজনীতিবিদ দের কারো পকেরের? এই টাকা জনগণের।
উনি শুধু উন্নয়ন নিয়ে পড়ে আছেন। লালমনিরহাটে একটা সেতু উদ্বোধন এর আগের দিনই ধসে গেছে উনার উন্নয়ন এমনই গড়ার আগেই ধ্বসে পড়া।
খুব চিন্তিত মনে হয় আছেন নির্বাচন নিয়ে।
এবার হতে না পারলে বড় যে বিপদ আসবে।কেন বিপদ কেন এত ভয় কেন? উনার যেমনে চাই ভোটে জিততেই হবে।৭৪ এর দুর্ভিক্ষে আমার বাবা শৈশব - কৈশর পারি দিয়েছে
আজ আমি শৈশব - কৈশর পারি দিয়ে যৌবন শেষ করে দিচ্ছি।
স্বাধীনতার ৪৭ বছর শেষ হচ্ছে,
সাধারণ মানুষের দুঃখ কষ্ট শেষ হচ্ছে না।
কয়েক কোটি যুবক
তাদের রক্ত কথা বলে...
একটু শান্তির দীর্ঘশ্বাস ছাড়বো
দেশের আজ এত উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন কতটুকু ?
বাংলার আকাশে বাতাসে খুন গুম এর গন্ধ বিচরিত। শেখ সাহেব যে বাকশাল তৈরী করতে চেয়েছিল,সেটা উনার মেয়ে করতেছে।প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমি মানুষের শান্তি চাই মানুষের কল্যাণ চাই। উনি সত্যি কথাই বলছেন উনি তা চান না উনি চান সৈরাচারের শাসন প্রতিষ্ঠিত করতে দলীয় গুন্ডাবাহিনীকে চাংগা করতে।
উনি কল্যাণ চান উনাকে যারা ভালবাসে দলীয় ভাবে প্রভাব দেখিয়ে দশের উপর জুলুম করে সমাজে টিকে থাকার মত লোক যারা শোষণ করতে পারবে সাধারণ জনগণকে।ইভিএম এর পিছনে প্রায় চার হাজার কোটি টাকা খরচ এই টাকা কি উনার পকেটের নাকি উনার দস্যু বাহিনীর কারো নাকি রাজনীতিবিদ দের কারো পকেরের? এই টাকা জনগণের।
উনি শুধু উন্নয়ন নিয়ে পড়ে আছেন। লালমনিরহাটে একটা সেতু উদ্বোধন এর আগের দিনই ধসে গেছে উনার উন্নয়ন এমনই গড়ার আগেই ধ্বসে পড়া।
খুব চিন্তিত মনে হয় আছেন নির্বাচন নিয়ে।
এবার হতে না পারলে বড় যে বিপদ আসবে।কেন বিপদ কেন এত ভয় কেন? উনার যেমনে চাই ভোটে জিততেই হবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

অভিশপ্ত জাহাজী বলেছেন: +++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

সুমন আরাব বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

সনেট কবি বলেছেন: বেশ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

সুমন আরাব বলেছেন: আশা করি ভাল আছেন সনেট কবি আপনাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ☺

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

সাইন বোর্ড বলেছেন: শাসকেরা জানে এসব কথা বলতে বলতে সাধারন মানুষ এক সময় ক্লান্ত হয়ে পড়বে, তাদের শেষ শক্তিটুকুও নিঃশেষ হয়ে যাবে...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

সুমন আরাব বলেছেন: আসলেই তাই, আল্লাহ ভরসা। দোআ করবেন দেশ ও দেশের মানুষের জন্য ☺

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: সাইন বোর্ড বলেছেন: শাসকেরা জানে এসব কথা বলতে বলতে সাধারন মানুষ এক সময় ক্লান্ত হয়ে পড়বে, তাদের শেষ শক্তিটুকুও নিঃশেষ হয়ে যাবে...


সহমত।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

সুমন আরাব বলেছেন: রাজীব নুর কেমন আছেন☺
ব্লগে আসি তবে নিয়মিত না সবার লেখাই পড়ি তবে দেশনিয়ে যারা ভাবেন তাদের লেখা মিস হয় না।। দোআ করবেন.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.