নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি ভালো লাগে তবে ইচ্ছে একটু কম করে।

হুদাই পাগলামি

আমি হুদাই পাগলামি করি

হুদাই পাগলামি › বিস্তারিত পোস্টঃ

প্রিয়............

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৪




তুমি যে এতো সুন্দর ভাবিনি
যতটা সুন্দর তুমি দেখতে।

টানা টানা চোখ দুটো
পাগল করবে আমাকে ভাবিনি
এতনা মায়া তোমার ওই মায়াবি চোখে।

এতটা সুন্দর তোমার হাসি
মূক্ত হাসে হাসির মাঝে।
এতদিন পর হঠাৎ
আসবে তুমি ভাবিনি।

তোমার কন্ঠ মধুর ভারী ভুলা বড় দায়
বার বার করিয়ে দিচ্ছে স্বরণ তোমাকে।

এত ভাল আমি বাসিনি কাউকে
যত টা ভাল আমি বেসেছি তোমাকে।
সত্যি বলছি তুমি অনেক সুন্দরী
তুমি তোমার সৌন্দর্যের চেয়েও মায়াবি।

তোমার লাল দুটো ঠোট
কাজল কালো দুটি আখি।
মেঘ বরন কেশ, মেঘেরাও লজ্জা
পায় কেশ দেখে তোমারই ।
তোমার রুপে চাঁদের আলো পড়ছে ঝরে
এক পলক দেখেই আমি বিমুগ্ধ্য।

যানো,!!

তোমার ঘুমন্ত কন্ঠ মধুর লেগেছিল
ঘুমের মাঝে প্রথম বলেছিলে ভালবাসি তোমায়।

কান্না এসেছিল ভালবাসি শুনে কাঁদিনি
তবে গুছিয়ে রাখতে পারিনি আমাকে!
মনপ্রান উজাড় করে কেঁদেছিলাম
বলেছিলাম ভালবাসি তোমাকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৯ ভোর ৪:০৫

মেঘ প্রিয় বালক বলেছেন: এতো কষ্ট কেন ভালবাসায়? তবে কি সুখের ছায়া মিলেনি? ছবিতে কে?

২৮ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৪

হুদাই পাগলামি বলেছেন: তিনটি প্রশ্ন আপনার প্রিয়,
প্রথম প্রশ্নঃ এতো কষ্ট কেন ভালবাসায়?
আমার ঠিক এই প্রশ্নের উওর জানা নেই।
দ্বিতীয় প্রশ্নঃ তবে কি সুখের ছায়া মিলেনি?
হ্যাঁ মিলেছে জনাব।
তৃতীয় প্রশ্নঃ ছবিতে কে?
যার জন্য লিখা তিনি।

ধন্যবাদ জনাব আপনার মুল্যবান প্রশ্ন গুলির জন্য।
আমার ব্লগে স্বাগতম প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.