নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt
খুব ইচ্ছা ছিল প্রজন্ম চত্বরে আমার ব্যাক্তিগত সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের ৩০০ টি ছবি নিয়ে ১ টা প্রদর্শনীর আয়োজন করবো। বিভিন্ন কারনে সাহস পাচ্ছিলাম না। ২০ তারিখ রাতে মনে হল আর দেড়ি করা যায় না। কাল একুশে ফেব্রুয়ারীতে কিছু একটা করতেই হবে। যেই ভাব সেই কাজ। ফোন দিলাম ব্লগার ঘুড্ডির পাইলট ভাইরে। উনি সাহস দিলেন কিন্তুক ওনার সাথী ভাইয়েরা আমারে সর্বাত্তক অসহযোগিতা না করলেও খুব ১ টা বেশী সহজগীতাও করল না। ডিসিশান তো নিলম কিন্তু পকেটে মোর তখন ১৬০ টাকা। বন্ধুবর ডেন্টিস্ট তুহিন আমারে ২০০০ টাকা ধার দিল এতার জন্য। ভ্যান ১ টা ভাড়া করে আমি আর আমার ছোট মামাতো ভাই ৩০০ টা ছবি নিয়ে চলে গেলাম শাহবাগ এ। শুরু হল কাজ। কিন্তু ২ জন মানুষ খুব অসহায় লাগতে ছিল। কি আর করা ভাঙ্গা মন নিয়ে কাজ শুরু করলাম। তার টানানো, ক্লিপ কেনা, ছবি গোছান সব ই করতে হল ২ জন কে। কিছুক্ষন অবশ্য বাংলার হাসান ভাই সাহায্য করল। যায় হোক প্রদর্শনী শুরু হল...। তারপর সেটা সফল ও হল... নিচে কিছু ছবি আপনাদের জন্য দিলাম যাতে আপনারা বুঝতে পারেন সেটা কেমন সফল হয়েছে
প্রথমেই দিলাম আমার আজকের প্রদর্শনীর একজন মুগ্ধ দর্শক কার্টুনষ্ট আহসান হাবিব এর ছবি
আমার কাজিন আর আহসান হাবীব
মন্তব্য খাতায় মন্তব্য করছেন আহসান হাবীব
পেলাম একজন অস্ট্রেলিয়ান কেও
তয় প্রথমে কিন্তুক আমার অবস্থা ছিল এইরকম
দূর থেকে আমার প্রদর্শনীটা দেখতে যেমন লাগতেছিল
অনেক সুন্দুরী আফারাও আইছিল একটা ছোট্ট স্যাম্পল দিলাম এখানে
আমার এই প্রদর্শণী যাদের জন্য খুব ই দরকার তারাও এসেছিল
আর দর্শকদের আগ্রহ ছিল দেখার মত।। তাদের মদ্ধে কেও কেও ছবি দেখে কেদেছে পর্যন্ত
শেষের দিকে অতিরিক্ত পরিমানে ভীড় ছিল
শেষে দিলাম ২টি শহীদ মিনারের ছবি যার ১ম টি থেকে আমার দূরে আমার প্রদর্শনী দেখা যাচ্ছে আর পরের টি আমার মহল্লায় ( বাসার বারান্দা থেকে তোলা)
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৩৮
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান সাব। পরেরবার কিন্তুক আইবেন
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
তারছেড়া লিমন বলেছেন: মন্তব্য কি বলব ভেবে পাচ্ছি না.......................
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৩৮
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ ভাই। পরেরবার দেখতে আসবেন আশা করি
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
ঘুড্ডির-পাইলট বলেছেন:
খুব সুন্দর হইছে ! অসাধারন একটা কাজ করছেন ভাই ! আপ্নার এই দুর্লভ ছবি গুলো বর্তমান প্রজন্মের জন্য খুব দরকার , আর যুদ্ধাপরাধী দের বিরুদ্ধে নতুন যুক্তি তৈরিতে কাজে দেবে । আপ্নাদের দুইজনকে স্যালুট ।
পোষ্ট টি নির্বাচিত পাতায় নেয়ার জন্য আবেদন করছি ।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৪০
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ ভাই!!! কিন্তুক পোষ্ট টা নির্বাচিত তে নেই নাই মডুরা
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
পাগলা সেতু বলেছেন: খুব ভালো লাগলো। এই বার এই মহৎ উদ্যগে না থাকতে পারার দুঃখ অনেক তবে আনন্দও অনেক। মানুষকে যা দেখাতে চাচ্ছিলেন সেটা তো ফুলফিল হল তাই বা কম কি !শুভ কামনা সবসময় ।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৪২
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: সেটাই খুশীর কথা । পরের বার মিস করবেন না যেন
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ। চমৎকার, ভেরী ওয়েল ডান।
* সুন্দরী আফার স্যাম্পল পছন্দ হয়নাই, আর ২-৩টা দ্যান তো দিকি ||
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৪৪
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: আরও অনেক আসছিল কিন্তুক ফটো তুলতে পারি নাই। পরের বার নিজে আইসা লাইভ দেখতে আমন্ত্রন রইল
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭
আশিক মাসুম বলেছেন: ভাল লাগা যানিয়ে গেলাম
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৪৫
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ। মন্তব্য কি বলব ভেবে পাচ্ছি না.......................
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৪৫
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ আপু
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১১
রাফা বলেছেন: সাবাশ আপনি ১টা বাঘের বাচ্চা।অভিনন্দন সফল প্রদর্শনীর জন্য।এখন বই-এর আকারে একটা এ্যালবাম বের করে ফেলেন।আমরা সবাই যাতে দেখতে পারি এবং সংগ্রহে রাখতে পারি।
ধন্যবাদ।
জয় বাংলা।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৪৭
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: করার ইচ্ছা আছে কিন্তু কিভাবে কি করতে হয় সেটা তো আমি জানিনা। কোন সাহায্য করতে পারবেন ??
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
আল ইফরান বলেছেন: ভালো হইছে
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫০
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ ভাই
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
ল্যাটিচুড বলেছেন: ছবি গুলো কয়েক পর্বে আপনার ব্লগে দিলে আমরা সবাই যারা দেশে ও দেশের বাইরে তারা সবই দেখতে পেতাম।
প্রদর্শনীর জন্য অভিনন্দন।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৪৯
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: েষ্টা করব ভাই সময় করে। ইচ্ছা আছে আরও গুছিয়ে কিছু একটা করার। বাংলাদেশের প্রতিটা কোনায় এই প্রদর্শনী করার ইচ্ছা আছে। সাহায্য চাই আপনাদের সবার কাছে এ জন্য
১১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫
কাকপাখী বলেছেন: অসাধারন কাজ করেছেন ।
জানেন তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে ।
জয় বাংলা ।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫০
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: + সুন্দর