নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পীচ থেরাপিষ্ট সুমন

আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক।

স্পীচ থেরাপিষ্ট সুমন

পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt

স্পীচ থেরাপিষ্ট সুমন › বিস্তারিত পোস্টঃ

জন্ম আমার ধন্য হলো মাগো

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪

আজকের তারিখটা অনেকে খেয়াল করে থাকবেন ২৬+০৩+১৩=৪২, অর্থাৎ আজকের তারিখের সংখ্যাগুলো যোগ করলে যোগফলটা আমাদের ৪২ তম স্বাধীনতা দিবস টা প্রকাশ করে দিচ্ছে...।। বেশ খুশী আর অবাক হয়েছিলাম এটি দেখে...। কিন্তু আমার অবাক হওয়া আরও বাকি ছিল যখন আমি দেখলাম এর পরের বছর ও একই ঘটনা ঘটবে অর্থাৎ,



২০১৪ সালে এটি হবে ২৬+০৩+১৪=৪৩ তম স্বাধীনতা দিবস,



২০১৫ সালে এটি হবে ২৬+০৩+১৫=৪৪ তম স্বাধীনতা দিবস,



২০১৬ সালে এটি হবে ২৬+০৩+১৬=৪৫ তম স্বাধীনতা দিবস



এভাবে চলতে থাকবে ২০৯৯ সাল পর্যন্ত,



২০৯৯ সালে এটি হবে ২৬+০৩+৯৯=১২৮ তম স্বাধীনতা দিবস!!!!!!!



২১০০ সালে এটি হবে ২১০০ সালে এটি হবে ২৬+০৩+১০০=১২৯ তম স্বাধীনতা দিবস.....................। এভাবে চলতেই থাকবে.................................।



যেমন আজ হতে ২৯৯৯ সালে হবে ২৬+০৩+৯৯৯= ১০২৮ তম স্বাধীনতা দিবস



ভাবছি আর অবাক হচ্ছি...।!!!!!!!! ভাবছি আর অবাক হচ্ছি...।!!!!!!!!



কত বড় ভাগ্য নিয়ে আমি এই দেশে জন্মেছি... সাড়া বিশ্ব দেখে যাও...।কিভাবে তোমাদের সবার ক্যালেন্ডারগুলো আজকের দিনে আমাদের স্বাধীনতার জয়গান গেয়ে চলেছে...............।।আর ও অনন্ত কাল সেগুলো আমাদের জয়গান গেয়েই যাবে......



ভাবছি আর অবাক হচ্ছি



সত্যই মা তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হয়েছি



জন্ম আমার ধন্য হলো মাগো

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো।।

তোমার কথায় হাসতে পারি

তোমার কথায় কাঁদতে পারি

মরতে পারি তোমার বুকে

বুকে যদি রাখো মাগো।।

তোমার কথায় কথা বলি

পাখির গানের মতো

তোমার দেখায় বিশ্ব দেখি

বর্ণ কত শত।

তুমি আমার—খেলার পুতুল

আমার পাশে থাক মাগো।।

তোমার প্রেমে তোমার গন্ধে

পরান ভরে রাখি

এইতো আমার জীবন-মরণ

এমনি যেন থাকি।

বুকে তোমার—ঘুমিয়ে গেলে

জাগিয়ে দিও নাকো মাগো।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

বোকামন বলেছেন:






তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:০০

রেজওয়ান তানিম বলেছেন: সত্যিই জটিল ব্যাপার

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:১২

বাংলার হাসান বলেছেন: জটিল ব্যাপার

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৫

নিয়েল ( হিমু ) বলেছেন: দারুন

৫| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১১

বাংলাদেশী দালাল বলেছেন: চমৎকার

৬| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

শায়মা বলেছেন: মজার!!!:)

৭| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

আমি ইহতিব বলেছেন: দারুন লাগলো, এমন তথ্যতো আগে জানা ছিলোনা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: দেশ যেমতে চলতাছে , তাতে আবার নতুন কইরা শুরু করতে হইতারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.