নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পীচ থেরাপিষ্ট সুমন

আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক।

স্পীচ থেরাপিষ্ট সুমন

পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt

স্পীচ থেরাপিষ্ট সুমন › বিস্তারিত পোস্টঃ

দাম্পত্য জীবন নিয়ে মজার একটা কৌতুক :):DB-);):P

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

এক মহিলা আরেক মহিলাকে বলছে “ আমার

গতরাত আমার অনেক ভালো কেটেছে, তোমার

কি খবর?”

ওই মহিলা জবাব দিল “খুব খারাপ! আমার স্বামী অফিস থেকে বাসায় ফিরে ৫ মিনিটের মাঝে ডিনার খেয়ে ২ মিনিটের মাঝে ঘুমিয়ে পড়েছে। আমার কিছু করারইছিল না। তুমি কি কি করলে?”

মহিলা ১: “অসাধারণ! আমার স্বামী অফিস থেকে ফিরে আমাকে বাইরে নিয়ে গেলো ডিনার

করাতে। ডিনারের পর আমরা আধা ঘণ্টা হাঁটলাম, এরপর বাসায় ফিরার পর সে সারা বাসায় মোমবাতি জ্বালাল। পুরো স্বপ্নের মতো!!”

একই সময়ে তাদের ২ স্বামীও গল্প করছে।

স্বামী ১: “গতকাল সন্ধ্যা তোমার কেমন

কাটল?”

স্বামী ২: “খুবই ভালো। আমি অফিস থেকে বাসায় গিয়ে দেখলাম যে ডিনার টেবিলে।

আমি খেয়ে সাথে সাথে আরাম করে একটা ঘুম দিলাম। তোমার কি অবস্থা?”

স্বামী ১: “জঘন্য!! আমি অফিস থেকে বাসায় ফিরে দেখি রান্না হয় নি কারণ গ্যাসের বিল দিতে ভুলে গিয়েছিলাম তাইগ্যাসের লাইন

কাটা। আমি তখন

স্ত্রীকে কে নিয়ে ডিনার করতে গেলাম বাইরে।

ডিনারে এতো টাকা খরচ হল

যে আমার কাছে বাসায় ফিরার ভাড়াও ছিল

না। হেঁটে হেঁটে বাসায় ফিরতে হল। বাসায়

ফিরে দেখলাম কারেন্ট নাই,

কোথায় কোন

বিদ্যুতের কেন্দ্রে ঝামেলা হয়েছে; কারেন্ট

আর আসবে না। তাই মোমবাতি জ্বালানো লাগলো সারা বাসায়!!’

.

কালেক্টেড•••

মন্তব্য ৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মনিরুল হাসান বলেছেন: ভাগ্যিস, স্বামীদের কথা শুধু স্বামীরাই শুনেছে। :)

২| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মাক্স বলেছেন: :P

৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মৃত্যুঞ্জয় বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: =p~

বউরা তো জানে না আসল ঘটনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.