নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt
চীন থেকে আমদানিকৃত ডেমু ট্রেন চালুর পরই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বাংলাদেশ রেলওয়ে। একবেলা মাত্র চলে এটা বন্ধ হয়ে যায়। পরে মন্ত্রী আর আওয়ামীলীগের স্থানীয় এজেন্টদের চাপে বিকালে আবার চালু করা হলে কিছুক্ষন পরে ১৫ জন যাত্রী প্রয়োজনীয় বাতাসের অভাবে এবং প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পরে। পরে তাদের মারমুখী আচরনের কারনে কর্তীপক্ষ ডেমু ট্রেন বন্ধ রাখতে বাধ্য হয়। ভবিষ্যতে এ ট্রেন চালিয়ে যাত্রীদের মারমুখী আচরনের মোকাবেলা করার কোন ইচ্ছা তাদের নেই।
নারায়ণগঞ্জ ও চাষাঢ়া রেলস্টেশন সরেজমিনে ঘুরে কমিউটার ট্রেনে চড়েছেন এমন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন ট্রেনে যাতায়াতেও সমস্যার অন্ত নেই। এর কারণ হিসেবে বলতে গিয়ে তারা জানান, পুরোনো ট্রেনগুলোর ৭টি বগিতে প্রতি ট্রিপে যেখানে গড়ে ১ হাজার ৫শ’ যাত্রী চড়তে পারেন, সেখানে কমিউটার ট্রেনে মাত্র ৬শ’ যাত্রী যাতায়াত করতে পারবেন। এছাড়া নিচু প্লাটফরম থেকে কমিউটার ট্রেনের উঁচু কম্পার্টমেন্টে উঠতে গিয়েও দুর্ঘটনার আশঙ্কা করেছেন অনেকেই। টেনে ওঠার সিঁড়িগুলোও (পাদানি) ভেতরের দিকে ঢুকানো, হাতলগুলোরও একই অবস্থা। হাইড্রলিক দরজাগুলো বন্ধ ও খুলতে গেলেও যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। পুরোনো ট্রেনগুলো মজবুত ও জানালাগুলো সম্পূর্ণ খোলা গেলেও কমিউটার ট্রেনের জানালাগুলো অর্ধেক খোলা যায়। ফলে বাতাসের প্রবাহ কম। যদিও ডেমুতে পাওয়ার কার, পর্যাপ্ত আলো ও ফ্যান আছে তথাপি গাদাগাদি অবস্থায় মুক্ত বাতাসের অভাব প্রকটভাবে পরিলক্ষিত হয়েছে।
অবশ্য রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন স্বল্প সময়ে যাতায়াত করছে, গরমে একটু তো কষ্ট হবেই।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:২৭
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: হুম। সেটাই ভাই
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
অজানা এক আমি বলেছেন: অবশ্য রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন স্বল্প সময়ে যাতায়াত করছে, গরমে একটু তো কষ্ট হবেই।
রেলমন্ত্রীর মুখে কেউ হাগু করে আসেন ....
২৩ শে জুন, ২০১৩ রাত ১:২৮
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: পেহ লে আপ
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
লেজ কাটা শেয়াল বলেছেন: এখন কেও শ্রমিকদেরকে উস্কানি দিয়ে সরকার বিরোধী পোষ্ট দিবেন্না।
এতে অশিক্ষিত শ্রমিক গুলো রানার গ্রেফতারে সরকারকে বাধ্য করবে।
ফলে একজন দেশপ্রেমিকের অসম্মান হবে।
কয়কদিন চুপ থেকে রানাকে বিদেশ ভ্রমনের সুযোগ দিন।.
২৩ শে জুন, ২০১৩ রাত ১:২৯
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন:
৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
আদনান আমিন বলেছেন: কালো বিড়াল - ১
বাঙ্গালী জাতি - ০
আমরা কি শুধু গোল খেয়েই যাবো?
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৩০
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: এই কাল বিড়াল ধরা পরাই না হয় জানা গেল কিন্তুক বাকি গুলান অথবা আগের গুলান কি ভালা ছিল আদও???
৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬
পথের পাঁচ . .. বলেছেন:
হাস্যজ্জল প্রধানমন্ত্রি , ট্রেন উদ্বোধন করার পর
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৩১
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: আহা কি আনন্দ ডেমু টেরেনে
৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
এই গরমে ট্রেন বন্দ হয় না
এই সামান্য গরমে যারা মারমুখী আচরন করে তাদের পানিতে চুবানো দরকার!
কিছু কুচক্রি গার্মেন্টস কর্মিদের হাঙ্গামার সুযোগে এই ট্রেন ভাংচুর করার প্লান করছিল। খবর পেয়ে বিকেলে ট্রেন বন্ধ করা হয়।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৩৩
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ্যা অ্যা!!! তাই নাকি??? কত্ত বড় সাহস
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
princejohn বলেছেন: ভাই, এটাই তো বাংলাদেশের প্রকৃত অবস্থা