নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt
তসলিমা নাসরিন কে বিদেশে থাকা কালীন এক জন জিজ্ঞাসা করেছিল
- তোমাদের দেশের প্রধানমন্ত্রী কে???
বলেছিল শেখ হাসিনা ।
আর বিরোধী দলীয় নেতা??
খালেদা জিয়া।
তখন সেই বিদেশী মহিলা খুব খুশী হয়ে বলেছিল বাহ বাহ ২ জন ই মহিলা!!! তোমার দেশের মেয়েরা তো অনেক এগিয়ে গিয়েছে।
তসলিমা বলেছিল নাহ এগোই নি। একজন বাপের যোগ্যতায় নেত্রী আর একজন নিজের স্বামীর যোগ্যতায় নেত্রী। এদের নিজস্ব কোন যোগ্যতায় নেই নেত্রী হবার জন্য।
খুব সত্য কথা বলেছিলেন উনি।। আজ বিভিন্য লেখা পড়ে যখন বুঝতে পারি এই ২ জনের পিছনে চামচামী করার লোকের কোন অভাব নাই আবার চামচাগুলা তারা যারা নিজেদের শিক্ষিত/বিবেচক বলে দাবী করে, দেখে দুঃখ হয়।
ওরে আবাল পারলে প্রমান কর আল্লাহর দেয়া ঐ মাথা যেটা আল্লাহ তোকে দিয়েছিল স্বাধীন ভাবে চিন্তা করার জন্য।।
কারো জন্য মাথা বর্গা দেবার জন্য না।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৪৮
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:১৯
রিওমারে বলেছেন: ওরে আবাল পারলে প্রমান কর আল্লাহর দেয়া ঐ মাথা যেটা আল্লাহ তোকে দিয়েছিল স্বাধীন ভাবে চিন্তা করার জন্য।।
কারো জন্য মাথা বর্গা দেবার জন্য না।