নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt
আজ পুর্নিমা
গৃহত্যাগী হবার মতোই
জ্যোৎস্না উঠেছে।।
হইতোবা অনুভব করছি
কারো অভাব
ছাদের সিড়িতে
যেখানে বসে
চাদের খুব কাছে চলে যেতাম।।
অথবা সমুদ্রের পাড়ে
ছাদের পাশ দিয়ে পা ঝুলিয়ে বসে থাকা,
সারারাত।।
অথবা লোভ সামলাতে না পেড়ে সমুদ্রের খুব
কাছ থেকে চাঁদ টাকে দেখা।।
সাদা রুপালী মায়াবী আলোয় ভিজে থাকা সমুদ্র
কি মায়ায় না ভিজিয়ে দিত আমাদের।।
আর সবচেয়ে বেশী অনুভব করছি
ক্যাম্পাসের সেই সবুজ মাঠগুলোকে
নচ্ছার সোডিয়াম আলোতে জ্যোৎস্না খুজে ফেরা
খুজে ফিরতে হতো গভীর সবুজে।
সেই সবুজ গুলোকে ইচ্ছা করলেই
সুন্দর বিছানা বানিয়ে নেয়া যেতো।
কখনও কখনও বা সাড়া রাতের জন্য ।
কিন্তু অচল আমি আজ অনুভব ছাড়া আর কিছুই করতে পারি না।
বড্ড অসহায় আমি আজ সময়ের কাছে,
হয়তো বা নিজের কাছেও ।।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো।
+++
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২১
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭
খেয়া ঘাট বলেছেন: মোটামুটি ভালো লেগেছে।