নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি করেছ বিপ্লবী মোরেবিদ্রোহী করেছ জনমের তরে।প্রেমের দোয়ারে করেছ আগাত,প্রেমের সাথে মোর চির সংঘাত।।

জাহিদুল ইসলাম সুমন

তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।

জাহিদুল ইসলাম সুমন › বিস্তারিত পোস্টঃ

প্রবাস জীবন

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

সূর্য ওঠে ব্যস্ততার টানে রাত আসে নিরবতার টানে

দিন রাত আগের মতই শুধু বিষন্নতার ভার মনে।।

এ যেন জীবনের এক বিরাট প্রহসন

দুঃখ কষ্টে গ্লানিতে ভরা বিষাদ পরবাস জীবন।।

জীবনের টানে এসেছি ছুটে করিতে সুখ বরণ

দুঃখের মাঝেই জীবন চলে নীকটে থাকে মরণ

তবুও চাই হাসিতে পারিনা প্রীয় জনের কষ্টে’

যাহা চেয়েছিল সে পারিনা তা দিতে”

হৃদয়ের মাঝে বেজে ওঠে হাহাকারের ধ্বনি

কখন জানি কেদে ওঠে,কোন সে অভাবি রমণি।।

দু চোখ ভরা স্বপ্ন ছিল সবি হল মিছে!

জীবনের যত আশা পরে রইল পিছে।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্দ লাগেনি।

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ধন্যবাদ ভাই,,,লিখনিতে আমি নতুন এমনকি এই ব্লগ এ ও নতুন অংশগ্রহণ করেছি,,,,,

২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪১

শাব্দিক হিমু বলেছেন: তোমার দোয়ায় ভালো আছি মা' নাটকটি দেখেছিলাম। সেটা দেখে বুঝেছিলাম প্রবাসে থাকা বেশিরভাগ মানুষ কি অবস্থায় থাকে। সমবেদনা ও শুভ কামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ধন্যবাদ ভাই,,,,প্রবাসীরা নিরবে কাদে হয়ত সবাই তা অনুধাবণ করতে পারেনা,,,,,,
কষ্ট লুকিয়ে রাখার মাঝেই প্রবাসীদের চরম আনন্দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.