নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি করেছ বিপ্লবী মোরেবিদ্রোহী করেছ জনমের তরে।প্রেমের দোয়ারে করেছ আগাত,প্রেমের সাথে মোর চির সংঘাত।।

জাহিদুল ইসলাম সুমন

তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।

জাহিদুল ইসলাম সুমন › বিস্তারিত পোস্টঃ

অমিমাংসিত আমি,

০১ লা জুন, ২০১৭ রাত ১১:৫৩


জাহিদুল ইসলাম সুমন

তোমার মত করে তুমি ঘূটিয়েছ তোমাকে,
অমিমাংসিত খেলা ঘরে ফেলেছ আমাকে।।
সময়ের সাথে সাথে নিজেকে করেছ বিলাসী
সুখ নামের কারাগারে নিজেকে করেছ বন্ধি।।

তুমি করেছ বিপ্লবী মোরে,,
বিদ্রোহী করেছ জনমের তরে।।
প্রেমের দোয়ারে করেছ আগাত
তাই,
প্রেমের সাথে মোর চির সংঘাত।।

অবুজ ঐ হাসিতে সবুজ হয়না মন
আবেগে হয় না মুখর স্বপ্ন-শয়ন।।
নিশ্বাসে আসে না প্রমিতা নামটি আর
তোমার সাথে ঘটে চলে অজানা মোর সংঘাত।।

একরাশ সবুজ হাসি ঝড়া পাতার শব্দ হয়ে
আমার কানে বাজিছে সদা প্রাণহীণ সুরে।
শত সুখ করিছে ভীর অনুর্ভর তোমার মনে
সুখ দুঃখ অমিমাংশিত সংকটাপন্ন জীবনে।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ধন্যবাদ,,,,

২| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৭

অধীর হাওয়া বলেছেন: লেখা দেখিয়া আমি মুগ্ধ!!!!!!!!!!!!!
কি রেসিপি চাও ভাইয়ু!!!!!!!!!!!!!! :)
ঝাল ঝাল, নাকি মিষ্টি মিষ্টি? টকটক নাকি টকমিষ্টি, নোনতা নোনতা নাকি টক মিষ্টি ঝাল????
বলো বলো বলো এখুনি হাজির করছি সেই রেসিপিই!!!!!!
প্রিয় ভাইয়ুমণিতা!!!!
বলো বলো বলো ভাইয়ু সোনামনি!!!!!!!!!!!

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.