![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
জাহিদুল ইসলাম সুমন
তোমার চোখে প্রেম দেখিনি কিশোরী
দেখেছি ছলনার রাজ্যে খেয়ালী মন ।।
সদ্য কৈশোর পার হওয়া যুবকের অার্তনাদ
কখনো শুনতে পায়নি পাশান তোমার মন।
৫টি বছর ধরে লালন করা বুকের মাঝে যে ছবি
একেঁছে অবুজ মন, সেতো তোমার প্রতিচ্ছবি।
কিশোরী তুমি বুঝলেনা অামার মনের প্রকৃতি
তোমাকে পাবার অাশায় অামি যে বন্ধন গড়িনি।
বসায়নি কাউকে অন্তরালে অামার হৃদয় রাজ্যে।।।
তুমি বসেছ সযতনে বিরহ-মূুধুর লাজে।।।
কিশোরী তোমার চোখে প্রেম দেখেছি ছলনার ছলে
অন্য কোন হৃদয়ের কোঠরে তোমার অবস্থানে।
অামাকে বুঝতে পারনি কিশোরী!
অামি যে তোমায় দেখি ২২ বছরের অাবেগে!
কোন নারীর পরশ অামাকে উদ্ধেলিত করেনি
তুমি বুকে অাছ তাই কেউ অাসতে পারেনি।।।
তবুও তোমার কাছে অাসতে পারিনি কিশোরী
২২ বছরের ভালবাসা বলতে পারিনি।
অতৃপ্ত হৃদয়ে অপেক্ষার প্রহর গুনেছে এই মন
তোমার ছবি হৃদয়কে তৃপ্ত করেছে মুহুর্তেই।
ভেসেছি সুখের রাজ্যে অপেক্ষার প্রহর দূর করে
সুন্দর তোমার মুখ স্থান করেছে হৃদয়ে।।
২২টি বছর নিজেকে তৈরী করেছি ডাকিনি প্রেমকে
তোমার দর্শনে ঘুছিয়েছে প্রহর,প্রেম এসেছে দোয়ারে।
কিশোরী অামাকে বুঝতে পারনি !
তোমাকে দেখার ছলে হাজার মিনিট পার করেছি।।
সময়কে করেছি খেয়ালি তোমাকে পাব বলে।।
সময় অামাকে হেলা করে ছিনিয়েছে তোমাকে।
কিশোরী তোমার সদ্য প্রেমের প্রবক্তা অামি
নিজেকে নিঃশ্ব করে তোমাকে করেছি রাণী।
সময়ের স্রোতে অামি নিঃস্ব,হয়েছি দিশেহারা
প্রেমের রাজ্যে ভাসে তোমার হাজার সুখের তারা।
©somewhere in net ltd.