![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
জাহিদুল ইসলাম সুমন
যে জন ছুটিছে নারীর তরে,হারিয়েছে সে জন নিজেকে,
ছলনাতে গা ভাসিয়ে পরেছে মায়ার জালে।।
নারীতে আছে আসক্তি,আছে প্রবল মায়া,,,
নারীতে আছে কাম যাতনা,নারীতে নিভৃত কায়া।।,
নারীতে যে করে বাস,কাম যাতনা করে গ্রাস,,
অনিমেষ চলে নারীর ছলনা,প্রতি ক্ষণে দেয় প্ররুচনা
পুরুষকে করে পথ হারা,কামের তরে করে মাতোয়ারা।।
পুরুষ হারায় কামের তরে,ভুলে সব যাতনা,,
বিধাতা কহে কাম কায়া,লোভি আমার নহে
পুরুষ কেবলি ছুটিল কাম যাতনার মোহে,,,
কি তোমার মহিমা,,কে বা জানে তা ?
পুরুষকে দিলে তুমি নারীর যাতনা,,
কত তরুন নব প্রাণ,মজেছে তার সুভাসে?
সুভাস পেতে দীপ্ত প্রাণের অবসান ঘটিয়ে,,,
তুমি সবুজ, তুমি অবুজ, তুমি কল্পনা!!!
হাজার তরুন তোমায় নিয়ে লিখে আলপনা,,,,,
কত পথিক পথ হারিয়ে দেখেছে প্রেমের মুখ?
হাজার সাধু তোমার কায়ায় হারিয়েছে প্রভু সুখ।।
©somewhere in net ltd.