![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
জাহিদুল ইসলাম সুমন
পৃথিবীর সমস্ত প্রেম উজার করিব তোমায়
তোমাকে নিয়ে স্বপ্নপুরীর দেশে ঘর বাধিব।
অামার ভিতরের না বলা ভাষা গুলো
কবিতার ছন্দে তোমার নামে লিখে দেব।।
সহস্র জনম চেয়ে থাকব মায়াবি তোমার মুখ পানে
চোখে চোখ রেখে হারিয়ে যাব অজানা কোন সুখে।।
তুমি অবাক হবে ক্ষণে ক্ষণে হাসিতে লুটাবে ঠুট
লজ্জাবতি মুখটি তোমার এনে দেবে মনে সুখ।।
তোমার টানে ছুটে আসব মায়াবি কোল ঘেষে
অনুভুবে হারাবো দুজন ভালবাসার দেশে।।
দিন নয় রাত নয় সারা জমন ধরে
ভালবাসায় মিশে রব কিশোরী তোর বাহুডোরে।।
©somewhere in net ltd.