![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
বিভিন্ন ভাষার মুভি নিয়ে আমার আজকের এই আয়োজন। প্রতিটি মুভিই বৈশিষ্ট্যে বিভিন্ন।
প্রথমেই আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্রান্সের মুভি Days of Glory/Indigènes"। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলিমদের অবদান নিয়ে নির্মিত এই প্রথম একটি সিনেমা আমি দেখলাম। সিনেমাটি এক কথায় অসাধারন। সিনেমার শেষে আমিও মোনাজাত ধরেছিলাম সেই যোদ্ধার সাথে যিনি একমাত্র জীবিত সদস্য হয়ে কবর জিয়ারত করতে গিয়েছিলেন সেইসব সহযোদ্ধাদের, কিছুটা চোখে পানি আসার মত দৃশ্য।
ফ্রেঞ্চ আলজেরিয়ার মুসলিমরা মাদার কান্ট্রি ফ্রান্স কে মুক্ত করার উদ্দেশ্যে একীভূত হয় ফ্রেঞ্চ সৈন্যদের সাথে, একের পড় এক যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়ে এগিয়ে যেতে থাকে। মুভিতে যুদ্ধ যেমন আছে, তেমনি ভালোবাসার গল্প ও বিদ্যমান, যদিও তা খুব ই সংক্ষেপিত আকারে। আছে মুসলিমদের প্রতি ফ্রেঞ্চ সৈন্য দের ডিস্ক্রিমিনেশন, তারপরেও তারা মাতৃভুমির জন্য যুদ্ধ করে যায়। মুভিটির বেশ কিছু দৃশ্য আপনাকে খুব সহজেই আপ্লুত করবে। এখানে আরো আছে এক মুসলিম ভাইয়ের প্রতি আরেক মুসলিম ভায়েদের অসীম ভালোবাসা।
মুভির আইএমডিবি রেটিং 7.1, আমি দিয়েছি ৯।
ডাউনলোড লিঙ্ক
Click This Link
মুভির ভাষা অধিকাংশ সময় আরবী, কিছু সময় ফ্রেঞ্চ। এবং জাতি হিসিবে ফ্রান্স কতকখানি বেঈমান তাও আপনি মুভিশেষে উপলব্ধি করতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুভি ভক্তদের জন্য বেশ উপভোগ্য একটি মুভি।
এবার আসা যাক চিলিতে, স্যান্টিয়াগোর এক সেলফ স্পিরিটেড, জীবন কে উপভোগকারী এক বৃদ্ধা মহিলার গল্প, তার নাম সিনেমার নামানুসারে গ্লোরিয়া।
তিনি ভালোবাসেন জীবন কে নিজের মত উপভোগ করতে। বয়স তার কাছে হার মেনে গিয়েছে, তার উৎফুল্ল মানসিকতা তাকে সন্ধ্যায় ডিস্কোতে নিয়ে যায়, ঘটনাক্রমে সেখানে পরিচয় হয় আরেক বৃদ্ধ রুডলফের সাথে, রুডলফ জানায় সেও ডীভোর্সড, গ্লোরিয়ার মতন ই! সিনেমার গতিনুযায়ী ঘনিষ্ঠতা বাড়তে থাকে দুজনার, রুডলফ তাকে নিয়ে ছেলেবেলার মত প্রেমিক হয়ে যায়, রুডলফে আসক্ত হয়ে গ্লোরিয়াও তার সাথে উদযাপন করতে থাকে বার্ধক্য!
সময়ের সাথে এগিয়ে যায় গল্প, গ্লোরিয়া তার ছেলের জন্মদিনে আমন্ত্রণ জানায় রুডলফ কে, সেখান থেকে হঠাত করে উধাও হয়ে যায় রুডলফ, অপমানিত বোধ করে গ্লোরিয়া, তার পরে আবার তার মান ভাঙ্গানোর জন্য উদ্যমী হয় রুডলফ, তারা ঘুরতে যায় সমুদ্রপাড়ে, বিছানায় একীভুত হয়, এরি মাঝে আবারো অন্তর্ধান ঘটে রুডলফের! বৃদ্ধ বয়সে প্রেমের আখ্যান নিয়ে বেশ চমৎকার একটি মুভি, বাকিটা স্পয়লার এলার্টের জন্য নাহয় নাই বললাম।
ড্রামা এবং মিস্ট্রি দুইয়ের চমৎকার সম্মিলন ঘটেছে এই মুভিতে!
আই এম ডিবি Ratings: 7.0/10, আমিও ৭ ই দিয়েছি!
ডাউনলোড লিঙ্কঃ
Click This Link
এবার আসা যাক হংকং এর মুভিতে
পাশাপাশি দুটি ফ্ল্যাট, সদ্য উঠেছেন দু দম্পতি, দিন যায়, একজনের স্বামীর আসতে দেরী হয়, আরেকজনের বউয়ের অফিস থেকে আসতে লেইট হয়, দিন যায়, পারস্পারিক আলোচনায় প্রথম জনের ওয়াইফ এবং দ্বিতীয় জনের হাবি বুঝতে পারেন তাদের স্পজেরা পরস্পর এক্সট্রাম্যারিটাল এফেয়ারে জড়িয়ে পড়েছেন।
দিন যাওয়ার সাথে সাথে তারাও ঘনিষ্ঠ হতে শুরু করেন, এগিয়ে যায় কাহিনী...স্পয়লার দিচ্ছি না। পরকীয়া প্রেমের মুভিতে ইউজুয়ালী মেক আউট সীন দিয়ে মুভি হিট করানো হয়, এই মুভি সম্পূর্ণ ব্যতিক্রম, হঠাত মনে হয় এটাই ভালোবাসা! আইএমডিবি রেটিং ৮.১, আমার ৯।মুভিটাকে সম্পূর্ণতা দিয়েছে মিউজিক, বেহালার সুর, অসাধারন এক ক্লাসিক!!! না দেখলে মিস!!!এই সিনেমা পুরো এক কবিতা যেন!
"Fa yeung nin wa" (original title)/In the Mood for Love
ডাউনলোড লিঙ্কঃ
Click This Link
এবার, আমার সবচাইতে প্রিয় পরিচালক কিম কি দুকের মুভি, মুভির নাম Pieta। মুভির কাহিনী বড্ড ভয়াবহ, পিতৃমাতৃহীন এক যুবক ৩০ গুন সুদে সমাজের প্রান্তিক লোকদের টাকা ধার দেয়, তার ধার দেয়ার নিয়ম হল যদি নির্দিষ্ট সময়ে তুমি টাকা শোধ করতে না পার, যুবক তোমার অঙ্গহানি করবে, এই ইন্স্যিউরেন্সে তুমি টাকা ধার করতে পারবে।
অভাবী লোকজন তার কাছে টাকা ধার নেয়, এবং অনুমিতভাবেই এত বিশাল অঙ্কের সুদ শোধ করতে না পারায় একের পর এক লোকের অঙ্গহানি ঘটাতে থাকে নায়ক।
ঘটনাচক্রে হঠাত এক মহিলা এসে নায়কের মাতৃত্ব দাবী করে, প্রথমে নির্মম্ভাবে তাকে দূরে সরালেও পরবর্তীতে মায়ের ভালোবাসা সে উপেক্ষা করতে পারে না, এভাবেই এগিয়ে যায় কাহিনী।
সিনেমার শেষটুকু বড় মর্মান্তিক! কিম কি দুক আসলে সিনেমা বানান না, তিনি অনুভূতির চিত্রায়ন করেন! এই সিনেমা আমার দেখা অন্যতম সেরা কোরিয়ান সিনেমা হিসেবে দাগ কেটে থাকবে সারাজীবন!
আইএমডিবি রেটিং 7.2 হলেও, এই মুভিকে ৯ না দিলে মুভির অপমান হয়!
ডাউনলোড লিঙ্কঃ Click This Link
এবার চলুন জার্মান মুভির দিকে যাই,
মুভির নাম The Silence (2010) /
"Das letzte Schweigen"
২৩ বছর আগে এক ধানক্ষেতে রেপের পড় মার্ডার এর স্বীকার হয় এক কিশোরী, ঘটনাক্রমে ঠিক একি জায়গায় ২৩ বছর পর ১৩ বছরের আরেক কিশোরী নিখোঁজ হয়, তোল্পাড় হয়ে যায় জার্মানীর ছোট্ট শহরতলীতে, কিছুতেই তদন্তে অগ্রসর হতে পারেনা পুলিশ। পর্যাপ্ত ক্লু এর অভাবে প্রকৃত খুনি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। হঠাত ই ফিরে আসে তেইশ বছর আগের কিশোরীর মার্ডারের সময়, খুনির সাথে থাকা বন্ধু, যে ব্যাপারটাকে কোনভাবেই মেনে নিতে পারেনি।
একসময় সুইসাইড করে সেই বন্ধু, আস্তে ধীরে ঘটপ্না মোড় নেয় অন্য দিকে! স্পয়লার দিতে চাই না!
ডাউনলোড লিঙ্কঃ
http://kickassunblock.info/usearch/Das letzte Schweigen/
আইএমডিবি রেটিং 6.9, আমার ৭।
প্রিয় পাঠক, হিন্দি ছাড়া অন্য যেকোন ভাষার আপনার ভালোলাগার মুভি সাজেস্ট করে গেলে চীরকৃতজ্ঞ থাকব!
ধন্যবাদ!
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৬
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ আদ্রে! সব গুলো দেখার ইচ্ছে রইল!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
তুমি এত অল্পদিন কেন ব্লগে? আমিতো ভেবেছিলাম তুমি অনেক পুরনো ব্লগার!
ভাল থাক ভাই, এক্সাম দিতে যাই!!
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৫
আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ...........।
+++
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১২
সানড্যান্স বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই
৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪১
ইঞ্জিনিয়ার বেলাল বলেছেন: Omar(2013) Palestinian Movie
Bol(Pakistani Movie)
Versus of Love (Indonesian)
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আশা করি দেখে ফেলব
৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৪
শংখনীল কারাগার বলেছেন: সুন্দর রিভিউ
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই আপনার মুভি রিভিউ গুলো কি আমাদের ব্লগে আপনার নাম দিয়ে প্রকাশ করতে পারি।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬
সানড্যান্স বলেছেন: শিয়োর, কোন সমস্যা নাই ভাই
৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর রিভিউ। কিছু মুভি দেখার আগ্রহ জাগল।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ
৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪
সোহানী বলেছেন: এইসব রিভিউ দিয়েতো মাথা খারাপ করে দেন.... মুভি দেখার জন্য অন্য কোন কাজে মন বসে না।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯
সানড্যান্স বলেছেন: আমি সব দিন দেখিনা, যেদিন দেখি সারারাত দেখে সকালে অফিস যাই! একটানা দেখি!
মুভি দেখা খারাপ না, ফাও ফোনালাপ করার চাইতে রাতে মুভি দেখা ভাল না?
৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম! মাথায় থাকলো
মুভির অভাবে ভুগতেসি ইদানিং
১৪ তে ভালো মনের মত মুভি তেমন একটা দেখতেসিনা , যেগুলা রিলিজ হইসে এরি মধ্যে
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২০
সানড্যান্স বলেছেন: কথা সত্য!
৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখিনি কোনটাই। দেখব।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২১
সানড্যান্স বলেছেন: দেখেন, খারাপ লাগবে না! এটুকু বলতে পারি!
১০| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০
তওসীফ সাদাত বলেছেন: ডাউনলোড করা আছে, দেখা হয় নাই। দেখতে হবে !!!
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩
সানড্যান্স বলেছেন: দেখেন, ভালোই লাগবে!
১১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কিম কি দুকের ‘পিয়েথা’ দেখতে চাই
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪
সানড্যান্স বলেছেন: দেখা উচিত!!
১২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: ছবিগুলো দেখা ৷ আপনার সিলেকসনগুলো ভিন্ন রকম ৷
একথাটি প্রিয় পাঠক, হিন্দি ছাড়া অন্য যেকোন ভাষার আপনার ভালোলাগার মুভি সাজেস্ট করে গেলে চীরকৃতজ্ঞ থাকব! একথাটি ভাল লাগল ৷
এখন তো প্রযুক্তির কারণে অন্য দেশের ছবি প্রায়ই দেখা হয় ৷ তবে কি জেনার বা রকমের ছবি আগ্রহী তা বললে নাম দিতে সুবিধা হত ৷ কিছু ছবির নামঃ
incendies- french/palastine
Le premier homme -french/algerian
After the rain-japaneese
Wadjda-saudia arabia
Violeta Se Fue a los Cielos-spanish/columbian
Twice.Born-spanish/spain
Tokyo.Sonata-japaneese
Three.Monkeys-turkey
The Italian-russian
sulangaenupinisa-srilankan
Lake.Tahoe-spanish/mexico
Jellyfish-hebro/israil
Machuca-spanish/mexico
In.a.Better.World-germany
Imagine-hungary
Ayer No Termina Nunca-spanish/spain
Elena-russian
apres le sud-french
Where Do We Go Now-labaneege
Things We Do For Love-norway
Like Someone in Love-japaneege
The Sea Inside-spanish/spain
The Edge of Heaven-turkey
sister-sweden
City of Life and Death-china
City Of God-portugeege/brazil
Eventyrland-norway
Har Shab Tanhai-iran
Biutiful-spanish/spain
budas sharm for u rick-afganistan/iran
SOPHIE SCHOLL-germany
osama-afganistan
আপতত এগুলোই ৷
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭
ইকরাম বাপ্পী বলেছেন: এত্ত এত্ত মুভি দেখবো কখন? কী ভাবে দেখবো? নিজের এক টেরাবাইট ফুল হয়ে আছে ২০০৯,১০,১১,১২ এর মুভি দিয়ে... সেগুলাই দেখে শেষ দিতে পারলাম নাহ... ...
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৪
ইমু আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট । মুভি নিয়ে আরো পোস্ট চাই ।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১
হাসান মাহবুব বলেছেন: একটাও দেহি নাই। পিয়েতাটা দেখতে হৈবো।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১
এহসান সাবির বলেছেন: দেখতে হবে সবগুলো।
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫
জাহিদ২৬ বলেছেন: ভাল লাগল ++++++
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭
আমি সাদমান সাদিক বলেছেন: ভাল কাজ
১৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ডাউনলোড দিলাম .........
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৯
আদ্রে বলেছেন: ডেইজ অফ গ্লোরি ডাউনলোড করতে দিলাম । পোস্টে ভালো লাগা রইল ।
কিছু সাজেশন >
Jar city, Icelandic___4/5
Izzat, Norwegian___3/5
Klopka, Serbia___5/5
The wall, Austrian-German___4/5
The broken circle breakdown, Belgian___4/5
Train of life, French___4.5/5
Hiss Dokhtarha Faryad Nemizanand, Iran___4/5
The long way home, Turkish___4/5
Ekstra, Filipino___4/5
The clown, Brazilian___4.5/5
Klass, Estonian___4/5
Basu the little stranger, Iran___5/5
Moolaade___4.5/5
Circles, Serbia___4.5/5