![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
অনেকদিন ব্লগে পোষ্ট দিই না। আজকে আপনাদের জন্য মুভি রিভিউ দিই, লেখা গুলো জমা থাকুক এটলিস্ট! মুভি গুলো অপরিচিত ভাষার! আমার অপরিচিত ভাষার মুভি দেখতে বেশ চমতকার লাগে! রিভিউ গুলোর শেষে ডাউনলোড লিঙ্ক দেয়া আছে। তো শুরু হয়ে যাক!
প্রথম মুভিঃ
Irréversible (France 2002)
আমি এই মুভি সত্যিকার অর্থে বুঝি নাই। মনে হইসে কিছু লোক ড্রাগস নিয়ে হাই হয়ে কিছু সীন ভিডিও করে মুভি হিসেবে চালিয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য ক্রেজীনেস আর ক্রীপিনেস, প্রতিটা দৃশ্যে! ওভাররেটিং হইসে খুব সম্ভব মনিকা বেলুচ্চির একটা সডোমাইজেশন আর নির্যাতনের দৃশ্য আসে, একারনে। মুভি ভর্তি এলকোহল, ড্রাগস, ইন্সেস্ট এর গল্প। আমার বাজে লাগসে, পার্ভার্ট টাইপ।
এধরনের মুভিকে আমি যদ্দুর জানি নন লীনিয়ার ন্যারেটিভ মুভি বলে, যারা জানেন না, তারা গুগল করে জেনে নিন।
IMDb rating: 7.4
mine:4 outta 10
দ্বিতীয় মুভিঃ
Das Leben der Anderen (Germany 2006)
আমার একটা অভ্যাস আছে, কোন সিনেমার কোন ডায়ালগ আমার মনে ধরলে আমি সেটা লিখে রাখি, এই মুভির কিছু ডায়ালগ এরকম-
''Actors are never, who they are!"
আবার ধরেন, সিনেমার নায়ক যখন পিয়ানো বাজাচ্ছিলেন তখন তিনি লেনিন এর একটা কোট করেন, এরকম
''Do you know what Lenin said to Beethoven's Appassionata? he said, if I did keep listening to it, I wont finish the revoulition!
যাইহোক, জার্মানী একত্রীকরন এর আগের গল্প নিয়ে মুভি। একজন স্টাসি বা সিক্রেট পুলিশ, সমাজতান্ত্রিক পূর্ব জার্মানীর, তার পাথর থেকে মানুষ হওয়ার গল্প। গল্পের মূল নায়ক একজন নাট্যকার, যার বন্ধু গ্রেফতার হয়ে আত্মহত্যা করে জেল এ। চরম আঘাত পাওয়া নায়ক যে কিনা আগে থেকেই সরকার বিরোধী, পশ্চিমে জানিয়ে দেয় পুলিশি নির্যাতনের কথা। এই লেখক নায়ক কে ২৪ ঘন্টা নজরদারিতে রাখার সময় সেই স্টাসি অফিসার মানবিকতা, শিল্প, প্রেম ইত্যাদির সঙ্গস্পর্শে এসে বদলে যান, একের পর এক ভুল গুলো ভাংতে থাকে তার। আর বলা ঠিক হবে না, প্রায় স্পয়লার হয়ে গেসে। এটা খুবি বিখ্যাত একটা মুভি!
IMDb rating: 8.5
mine: 8 outta 10
কিছুটা স্লো মুভি, এজন্য ৯ দিই নাই
তৃতীয় মুভিঃ
Daglicht (Netherlands 2013)
আপনাদের যাদের Icendies, Oldboy etc দেখার অভ্যাস আছে, তারা অবশ্যই দেখবেন। গল্পের নায়িকা একজন সিঙ্গেল মাম। সে আবিষ্কার করে তার ছেলে এরন স্বাভাবিক নয়, অটিজম প্রবল তার মাঝে। স্কুলে এক্সপেল্ড হওয়া এরন কে নিয়ে মায়ের কাছে থাকতে আসেন নায়িকা, হঠাত করে মা দেশের বাইরে যাওয়াতে মায়ের ঘরে সে জানতে পারে তার একজন ভাই বর্তমান! কিন্তু তার মা তাকে কখনো বলেনি! এবং সেই ভাই ডাবল মার্ডার কেসের আসামী! লইয়ার নায়িকা অনুসন্ধানে নামে, সত্য কি তাকে জানতেই হবে! আর বলা যাবেনা, স্পয়লার হয়ে যাচ্ছে! শুরুতে নায়িকা যখন টপস খুলে তখন দেইখেন নায়িকার পিঠের এক পাশে গরম পানিতে ঝলসে যাওয়া দাগ আছে, ব্যাপারটা মুভি দেখার সময় মাথায় রাখবেন।
IMDb rating: 7
mine: 8 outta 10
চতূর্থ মুভিঃ
Byeon-ho-in (Korea, South 2013)
চমতকার একটা মুভি, মানুষের বড় হওয়ার গল্প, কিংবা অর্থ উপার্জন করে বড় হওয়ার গল্প আবার হতে পারে সফলতার গল্প! নিজের ফ্যামিলিকে সুখী করার গল্প। সমাজের প্রতি যেই দায়িত্ব এড়িয়ে শুধু নিজের লক্ষ অর্জন কখনো আপনাকে সামগ্রিক সাফল্য দিতে পারবে না, দেশ কিংবা সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা আপনাকে কিছু হলেও ফেরত দিতে হবে! ইমোশনাল অত্যাচার কম হলেও, গল্প আর স্ক্রীণ প্লে ফাটাফাটি, অসাধারন লেগেসে, বিশেষ করে শেষের দিকে আদালতে আসামী ক্রস এক্সামিনেশন এর সময়।
IMDb rating: 7.8
mine: 9 outta 10
Torrent link:
1.Byeon-ho-in (Korea, South 2013):
https://kickass.so/usearch/the attorney/
2.Irréversible (France 2002)
https://kickass.so/usearch/Irreversible (2002)/
3.Daglicht (Netherlands 2013)
https://kickass.so/usearch/Daylight 2013/
4.Das Leben der Anderen (Germany 2006)
https://kickass.so/usearch/the lives of others 2006/
লিঙ্ক কপি করে নিয়ে এড্রেস বারে পেস্ট করলেই চলে আসবে, আপনি সাইজ/ রেজুলেশন অনুযায়ী নামিয়ে নিবেন।
ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৩
সানড্যান্স বলেছেন: বস, অনেক ধন্যবাদ বুঝিয়ে দেয়ার জন্য। আমি এটাই বুঝতে চেয়েছিলাম, রিভার্স ক্রনোলজির মানে বের করে আন্দায করেছিলাম, আপনার সুন্দর ব্যাখ্যা আমাকে বাকিতা বুঝিয়ে দিয়েছে। শুভকামনা, আর মেরী পপিন্স ক্যামন আছে?
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
হুমায়ুন তোরাব বলেছেন: ঐ মিয়া the shawshank redemption কই ?
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
হুমায়ুন তোরাব বলেছেন: মিয়া ভাই the shawshank redemption কই ?
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: ইররিভার্সিবল দেখেছি। আমার খুব প্রিয় একটা মুভি। এখানে মূলত দেখানো হয়েছে সময়ের অপ্রত্যাগামিতা। যে সময় একবার নিষ্ঠুর আঁচড় ফেলে মানুষে বুকে তা রয়েই যায়, অতীতের সুখস্মৃতিতে ফিরে যাওয়া যায় না। আর এজন্যেই রিভার্স ক্রোনোলজিতে শেষ থেকে শুরুতে যাওয়া হয়েছে। শুরুটা ছিলো সুন্দর। কিন্তু সময় সব ধ্বংস করে দেয়।