![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
তোমার চলে যাওয়ার সময় বুঝি হয়ে এল!
তুমি হয়ে আসা অকস্মাৎ ঘূর্ণিঝড়ের ছিল না
কোন বিশেষ বুলেটিন, ছিল না পূর্বাভাস!
অকস্মাৎ মেঘ ডাকা গুরুগম্ভীর আকাশ
তারপর বিরতিহীন অঝোর ধারার বর্ষন!
কোন বিশেষ দূর্যোগ প্রস্তুতি নেয়নি এই নাবিক
মনের বন্দরে তাই নোঙ্গর তুলেছিল জাহাজ
ভালোবাসার তীব্র বাতাসে ভেসে যাওয়া পালে
পূর্ণ উদ্যমে, অজানা সমুদ্রে হারিয়ে যাবে সে!
অথচ, তোমার যাবার বুঝি সময় হয়ে এল!
অন্য আবেগের নৌকোগুলো বাধা ছিল বন্দরে
মনের উপকূল ছিল বড্ড শান্ত! নিস্তরংগ!
আর ফোঁটা ফোঁটা ইলশে গুড়ির বৃষ্টির মত
আমরা ভিজেছিলাম, আর ঠিক তখন ই
তোমার চলে যাওয়ার সময় বুঝি হয়ে এল!
ঘূর্ণি বাতাসে সরে যাওয়া দূরের মেঘের মত
সরে যেতে চাইছ, হয়ত অন্য আকাশের সীমানায়!
সেখানে হয়ত অঝোর ধারায় বর্ষণ হবে-ভালোবাসার!
এখানে পুরনো নাবিক আমি উত্তপ্ত দুপুরে গল্প শোনাব,
সেই ঘূর্ণিঝড়ের ধ্বংসের কথা, ক্ষমতার কথা!
অথবা? কেমন ছিল সেই ঝড়, মিথ্যে প্রতিশ্রুতির!
মিথ্যে ভালোবাসার!
২| ১২ ই মে, ২০১৫ ভোর ৪:২১
মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন: একটানা বেশ কয়েকবার পড়লাম।ভালো লাগার মতই একটা কবিতা লিখে ফেলেছেন
৩| ২২ শে মে, ২০১৫ রাত ৮:৪২
ইমরান আশফাক বলেছেন: আমি আরব্য রজনীর পরবর্তী পর্বের জন্য এখনও অপেক্ষা করছি। নাকি ব্যাপারটার ইতি ঘটে গেছে?
২৪ শে মে, ২০১৫ রাত ১০:০৯
সানড্যান্স বলেছেন: নাহ ভাই, দিব, সরি, মনে ছিল না!
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ রাত ২:৫৬
অপ্রতীয়মান বলেছেন: শেষ প্রশ্ন গুলি মারাত্মক
তবে আবেগ দিয়ে সেই আবেগটাকেই দুমড়ে মুচড়ে ছিন্ন করে যে অন্য কোন আবেগের দিকে ছুটে যায়, মনের অজান্তেই তার কাছে প্রশ্ন গুলি ছুটে যাবে।