![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মোদী’র বাংলাদেশে সফর নিয়ে আমাদের নিউজ সাইটে অনেক নিউজ দেয়া হলেও তার বেশি কোনোটাতেই আমি মনোযোগ দিইনি। এমনকি কি কি চুক্তি হয়েছে তা নিয়েও।
আজ ক্লাসে সুবর্ণা ম্যাডামের কাছ থেকে জানতে পারলাম, সীমান্ত চুক্তির সুরাহা হওয়ায় বাংলাদেশের ক্যাবিনেট নাকি মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।
ম্যাডাম বিস্মিত, এতো বছর ঝুলিয়ে রাখার পর যে দায়িত্ব তারা পালন করলে তাতে ভারতকে ধন্যবাদ দেয়ার কি আছে?
আর আমার মনে হচ্ছিলো, সীমান্ত চুক্তি সই করার সে বহু বছর আগে এই ছিট মহলগুলোকে জারজ সন্তান বলে ফেলে রাখা হয়েছিলো। বাছা তোরা এখন নিজেদের মতো থাক। বড়ো হ। কিছুদিন পর মনে পড়লে তোদের নাম দিবো। অধিকার দিবো। আশ্রয় দিবো।
সে ভোলা মন আজ এতো বছর পর তার স্মৃতি ফিরে পেয়েছে। শুধুমাত্র নিজেদের খামখেয়ালিপনায় স্বাধীনতার পর আজ এতো বছর পর এ দায়িত্ব শেস করে আবার আরো কিছু অধিকারের পসরা নিয়ে এসেছে ভারত সরকার। হা হা হা.........
২| ১৩ ই জুন, ২০১৫ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
চট্টগ্রাম বিশ্ব বিদয়ালয় তো মাদ্রাসার সমান; ওখানে পড়ে পৃথিবী বুঝা কঠিন হবে।
৩| ১৩ ই জুন, ২০১৫ রাত ১০:৪১
সেফালন বলেছেন: গঞ্জিকার ঝাঁঝে তো পড়ালেখার গন্ধ না পাওয়ারই কথা ! তা, গাজী বাবাজি কি বিজাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট ? কমেন্টসে তো তাই ঠাহর হচ্ছে !
৪| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:১৩
ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: @ চাদ্গাজি, ডাক্তার দেখান, নইলে পাগলাগাজি হিসাবে চিহ্নিত হবেন।
৫| ২৪ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭
অন্তহীন ছুটে চলা বলেছেন: সাংবাদকিতা পড়ছি ভাই। আমাদের রাজনীতি সম্পর্কেও পড়ানো হয়।
আর এমন বিষয় কি ম্যাডামরা পড়াতে পারেন না! @চাঁদগাজী সাহেব।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
ম্যাডাম আর ডামরা মিলে কি করছেন ওখানে? পরালেখার গন্ধও তো পাচ্ছি না।