![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভেটেরিনারিয়ান। বর্তমানে ছাত্রাবস্থায় আছি।
দিনাজপুরের পায়ে হেঁটে হজ্জ পালনকারী হাজী মোঃ মহিউদ্দীনের বয়স ১০৩ বছর!
সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় সেটা পরিবেশ কিংবা পরিজন কিন্তু সময়ের সাথে ঘটে যাওয়া ঘটনার রেশ থেকে যায় বহুদিন। আজ থেকে ৪৯ বছর আগে জীবনের সুবর্ণ অতীত আজও মনে রেখেছে দিনাজপুরের রামসাগরে অবস্থিত বায়তুল আকসা মসজিদের ইমাম হাজী মোঃ মহিউদ্দীন । তিনি ১৯৬৮ সালে পায়ে হেঁটে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা দেন, যা বর্তমান সময়ে অকল্পনীয়।
তিনি ১৯১৩ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ১০৩ বছর৷ বাংলদেশ থেকে ভারত, পাকিস্থান, ইরান, কাতার হেঁটে অতঃপর সৌদি আরব পৌঁছেন।
মক্কায় হজ্জ পালন শেষে মদীনা, নীল নদের দেশ মিশরে ফির-আউনের লাশ দেখার উদ্দেশ্যে রওনা দেন৷ মিশর রহস্য দেখার পর দীর্ঘ ১৮ মাস পর হেঁটে হেঁটেই মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন৷
বয়সের ভারে নুইয়ে পড়েননি তিনি এখনও জীবিত ও সুস্থ আছেন৷ স্মৃতির পাতায় অকপটে বার বার সেই সোনালী দিনগুলো ভেসে আছেন বলে জানান তিনি। এই বিষয়ে জানতে চাইলে বলেন ‘আমি সবদিক হতে আল্লাহর উপর সন্তুষ্ট আছি’।
আমার সাথে ফেসবুকে যোগাযোগের লিংক http://www.facebook.com/sunondito
আমাদের দিনাজপুর সম্পর্কে জানতে http://www.facebook.com/BeautifulDINAJPUR
তথ্য: http://www.bdmorning.com/top-news/158905
২| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আগের দিনে পায়ে হেঁটে অনেকেই হজে গিয়েছেন।
৩| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৭
ফকির আবদুল মালেক বলেছেন: আল্লাহ তাকে সুস্থতা দিন। আমিন
আপনাকে ধন্যবাদ।
৪| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৫
হ্যািপ ভুঁইয়া বলেছেন: মাশাআললাহ, আললাহ তাকে উততম পুরষকার দিন, আমিন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৮
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: এই মানুষটি আল্লাহর খাস রহমত প্রাপ্ত।