নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দর এর পক্ষে তেলবাজির বিপক্ষে.।.।.।.।

সুশীল

সুশীল › বিস্তারিত পোস্টঃ

স্বাস্থ্যখাতে সরকারের নিয়ন্ত্রণ নেই

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:২৬

১। স্বাস্থ্যখাতে সরকারের নিয়ন্ত্রণ নেই তা আজ স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসকদের সেবা দেয়ার অনুরোধ এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবে প্রকাশ হলো। ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে, আর তার অবধারিত প্রভাব সাধারণ জনগণের উপর পডছে। তাই মানুষ আজ করোনার মত ভয়াবহ ব্যাধিতে মারা যাচ্ছেনা। দেশের মানুষ আজ সাধারণ জর, সর্দি, কাশি নিয়ে এ হাসপাতাল থেকে সে হাসপাতাল ঘুরে ঘুরে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে।

২। পত্রিকায় এবং টিভিতে রিপোর্ট আসছে সরকার ঘোষিত নির্ধারিত হাসপাতল পর্যন্ত করোনা সন্দেহে রোগী নিচ্ছেনা। তাহলে কোন হাসপাতালে এদেশের মানুষ চিকিৎসা পাবে??? এ সকল রিপোর্ট কি পদে আসীন লোকেদের চোখে পডে নাকি পডেনা???? নাকি পদ্মা সেতু আর মেট্রো রেলের উন্নয়ন এর চাপায় চিকিৎসা পাওয়ার মৌলিক চাহিদাটুকু ও হারিয়ে গেছে!!!

৩। যে মানুষটি মাসে ১৮-২০ হাজার টাকা আয় করলে রাষ্ট্র তার উপর কর আরোপ করছে, ভালো একটা দোকানে খেতে গেলে ভ্যাট দিতে হচ্ছে, জামেলামুক্ত সুপারশপে বাজার করলে ভ্যাট দিতে হচ্ছে। তার আজ চিকিৎসা পাওয়ার অধিকার হারিয়ে গেছে???? এগুলার জবাব কি? এবং কে দিবে এর জবাব??? মধ্যবিত্ত বেচারাম লোকগুলা শুধু দিয়েই যাবে, আর পদ এবং পদবী ওয়ালা শুধু নিয়েই যাবেন????

৪। যারা জীবনবাজি রেখে দেশ স্বাধীন করলো সে মুক্তিযোদ্ধাও হাসপাতাল টু হাসপাতাল ঘন্টার পর ঘন্টা ঘুরে চিকিৎসা পায়না???? চেতনা ব্যবসায়ীদের এখন চেতনাও কোয়ারেন্টিনে চলে গেছে। সুশীলরা যারা মুক্তিযুদ্ধের চতনা বিকিতে থাকেন তারাও এখন চোখে হলুদ গ্লাস দিয়ে বসে আছে। এর জবাব সবাইকে একদিন দিতে হবে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:০১

মেটালক্সাইড বলেছেন: ক্ষুদ্রকারে যে সমস্যরগুলোর কথা উল্লেখ করলেন, একদিনেই সমস্যগুলোর মূল কিন্তু শুরু হয়নি।
আমরা জাতি হিসেবে বোকা,অদূরদর্শী,জাতিসত্ত্বাবোধহীন।
যার ফলশ্রূতিতে ক্ষতিক্ষারক মানষরুপী কীটগুলো মুক্তিযুদ্ধ পরবর্তী কালের পর কাল ধরে যখন আমাদের উপর চেপে বসছিল আমরা জাতি হয়ে তখন অন্ন গিলে দিবানিদ্রায়। এমনকি শেখ মুজিবও এই কীটগুলোকে প্রশয় আশ্রয় দিয়ে এই জাতির কতবড় ক্ষতি করেছিলেন হয়ত শেষ নিঃশ্বাস ত্যাগের আগে বুঝতে পেরেছিলেন। তাকে ফিদেল ক্যাস্ট্রো পর্যন্ত সতর্ক করেছিলেন।
এখন ফিলিস্তিনিদের মত যতই কিছু করি না কেন কিছু অর্জন সম্ভব নয়। আর তাই-
স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন-এই ধ্রূবসত্য বাস্তবায়নে ফিদেল ক্যাস্ট্রো সম্পূর্ণ পাশ আর শেখ মুজিব সম্পূর্ণ ফেল।
২৫শে মার্চ আমরা যে তীব্র আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, তার থেকেও বিশাল বা অন্যকিছু মারাত্নক আঘাতের তীব্রতা এখন আমাদের জাতির দরকার পরিবার,সমাজ,জাতি,দেশ এইসবকিছু সঠিক পথে ফিরে আসার।
আপনার লেখা পছন্দ হয়েছে প্রিয়তে নিলাম।

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: কোনো খাতেই সরকারের নিয়ন্ত্রন নাই। নিয়ন্ত্রন থাকলে এত দূর্নীতি হতো না।

৩| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:৫১

নেওয়াজ আলি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.