![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাদা জলে ভরা সারা গাঁ,
হাটতে গেলেই পিছলে যায় পা।
বন্দী ঘরে কাগজ কেটে
চোর পুলিশ খেলা,
যায় না কিছু বোঝা
কখন যে যায় বেলা।
মেঘের আড়ে সূর্য্য হাসে
দিয়ে এক ঝলক,
ঝনঝনায়ে বৃষ্টি পরে
ফিরার আগে পলক।
টিনের চালে মরিচ শুকায়
বৃষ্টির ফাকে ফাকে,
হঠাৎ বৃষ্টি এসে নিয়ে যায়
কুমার নদের বাকে।
মেঘ বৃষ্টির লুকোচুরি
চলে সারা বেলা,
সাত রঙে রাঙায় রংধনু
প্রকৃতির আজব খেলা।
হঠাৎ আসে কান ফাঠানো
বজ্রপাতের ডাক,
সবার কানে লাগে তালা
ক্ষণিক নির্বাক।
পুর্ব পাড়া ডাঁক পরেছে
চিৎকার আসে কানে,
হুরমুরিয়ে ছুটছে মানুষ
পুর্ব পাড়ার পানে।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১
প্রামানিক বলেছেন: সুন্দর ছড়া। ভাল লাগল।