![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় জন্মভূমি, রক্ত স্নাত বাংলাদেশ,
সবুজ কমল এই ভূমিতে রক্ত পিপাসুদের আড্ডাদেশ।
প্রিয় দেশের প্রিয় মাটি আজি রক্ত গঙ্গা বহে,
চাপাতির খেলা চলছে বল কিসের মোহে।
নিরিহ মানুষ কুপিয়ে করে ধর্মবাজী,
ভণ্ড প্রতারক করে সর্বদা চাপাবাজী।
বিশ্ব যখন উঠছে জেগে আমরা যাচ্ছি পিছে,
তারার আলোয় আলোকিত পৃথিবী আমরা মিছে।
কসাই খানার চাপাতি আজি ভণ্ড পীরের হাতে,
নিরিহ শত বুদ্ধিজীবি লেখকের রক্ত রাঙে তাতে।
মুক্ত আকাশে মুক্ত বাতাসে কথা হয় না মুক্ত,
রক্ত পিপাসু ভণ্ড পীরের ভয়ের কারায় যুক্ত।
দিন দুপুরে ঘরে বাইরে কুপিয়ে যায় বীর দর্পে,
মিথ্যে, ভূল পথে ধর্মের নামে অলিক কল্পে।
সোনার বাংলা আজি শ্মশান ভূমি,
এ যেন এক মৃত্যুপুরী! আমার জন্মভূমি।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ভালো লাগলো ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
শুভ্র বিকেল বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
মাকড়সাঁ বলেছেন: Kichu koitam na
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
শুভ্র বিকেল বলেছেন: কওনের দরকার কি। পড়লেই খুশি প্রিয়।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০
প্রামানিক বলেছেন: কবিতা খুব ভাল লাগল। ধন্যবাদ
০৭ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল লিখেছেন