![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীরব যায় নীরবে,
ম্যানহোল থাকে না ঢাকা,
নীরবে নিথর দেহ
আমার প্রাণের ঢাকা।
খাম খেয়ালের বশে
হারাই মোরা কড়ি ফুল,
নির্বাক নির্বিকার সব
বার বার করি মোরা ভুল।
স্বপ্ন আঁকি, স্বপ্ন গড়ি,
বাঁধি মোরা বুক,
নিমিষেই সব চুরমার
চির অমানিশা দুখ।
বিকেলে খেলতে যায় শিশু
সন্ধ্যায় নিথর দেহ,
মোড়ে মোড়ে মৃত্যুকূপ
মোরা দেখছি প্রত্যহ।
জিহাদ নীরব ত্বকি
আরো কত শত অগণন,
অকালে প্রাণ ঝরে
নির্বিকার উদাসী প্রশাসন।
প্রতিবাদের ঝড় বহে
উত্তাল দু দিন,
সবকিছু ঠিক ঠাক
নিত্য চলে পরদিন।
আবার বাতাসে লাশে গন্ধ
কঠোর প্রতিবাদে সরব,
আবার প্রতিবাদে কবর হয়
সেই সাথে সেই শব।
প্রতিবাদ করি হাহাকার করি
শূন্যে যায় মিলে,
দুদিনের তরে করি সব
আবার যাই ভুলে।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, প্রামানিক ভাই।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভল লিখেছ
১২ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কাজল ভাই।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২
তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। তুষার ভাই।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৯
কিরমানী লিটন বলেছেন: বিকেলে খেলতে যায় শিশু
সন্ধ্যাই নিথর দেহ,
মোড়ে মোড়ে মৃত্যুকূপ -চমৎকার সময়ের দাবি,দারুন দ্রহ,নান্দনিক ভালোলাগা আর শুভকামনা জানবেন প্রিয়সুহৃদ শুভ্র বিকেল ...
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ মন্তব্য করেছেন। আমার ব্লগবাড়িতে আপনার উপস্থিতি আমাকে বেশ আনন্দ দেয়। শুভকামনা।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। কিছু বানান ভুল আছে, ঠিক করে নিয়েন।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। যদি ভুলগুলো ধরিয়ে দিতেন কৃতজ্ঞ থাকতাম।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হারায় < হারাই,
সন্ধ্যাই < সন্ধ্যায়
প্রত্যেহ < প্রত্যহ
ঝর < ঝড়
আহাকার < হাহাকার
শুন্যে< শূণ্যে
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
শুভ্র বিকেল বলেছেন: কমন মিস্টেক, অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
প্রামানিক বলেছেন: আবার বাতাসে লাশে গন্ধ
কঠোর প্রতিবাদে সরব,
আবার প্রতিবাদে কবর হয়
সেই সাথে সেই শব।
খুব ভাল লাগল। ধন্যবাদ