![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বইয়ে নতুন ক্লাসে
বয়ছে খুশির জোয়াড়,
খোকা-খুকুর লেখা-পড়ায়
চলছে আনন্দ ফোয়ার।
নতুন নতুন গল্প কবিতা
মজার মজার ছড়া,
নিত্য নতুন পদ্য-গদ্যে
বইয়ের পাতা ভরা।
লম্বা চুলে রাজ কুমারী
আর রাজা-রানী,
রাজ কুমার কবুতরের পায়ে
বেঁধে পাঠায় বার্তা-বাণী।
নন্দলালের গল্প ছাড়া
মিছেই যেন সব,
বুড়ি মায়ের ঝুলি নিয়ে
পরছে সাঁড়া-রব।
বাঘ মামার গল্প শুনে
হেসেই যেন খুন,
চতুর শিয়াল হুড়কো এঁটে
দেখায় তার গুন।
সোনা মনির পড়ায় পড়ায়
কাটে সারা বেলা,
নতুন বইয়ের নতুন পড়া
এই যেন তার খেলা।
১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ