নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

ভাষা ও জাত

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

স্নান করে হিন্দুরা
গোসল করে মুসলমানে,
পহেলা বৈশাখ হিন্দুয়ানী
যাসনে তোরা ধর্মের অপমানে।
দাদা-দিদি, মাসি-পিসি,
বৌদি, বাবু আর জেঠা মশাই,
কখনও বলিসনে তোরা
থাকবে কি আর মোদের বড়াই!
জল-খাবারে নয়
পানিতেই পাক্কা মুসলমান,
যত ধর্ম তত্ত্বেই
মোদের মান-সম্মান।
সাহেবে মুসলমান
বাঙ্গালি বাবুতে হিন্দুয়ানী,
চলছে আজি
মোল্লা-ঠাকুরের টানাটানি।
নিজের ভাষাতেও আছে
জাত-পাতে ভরা,
গোড়ামী আর মৌলবাদে
নাড়ছে কড়া।
নিজের ভাষা, নিজের কৃষ্টি,
বিলিয়ে গেছে ধর্মের মাঝে,
নিজের সত্ত্বা বিলিয়ে
আজি লেবাস সাজে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর হইছে।কঠিন বাস্তবতার কথা লিখলেন

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। জাহেদ ভাই।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: জল-খাবারে নয়
পানিতেই পাক্কা মুসলমান,
যত ধর্ম তত্ত্বেই
মোদের মান-সম্মান।
সাহেবে মুসলমান
বাঙ্গালি বাবুতে হিন্দুয়ানী,
চলছে আজি
মোল্লা-ঠাকুরের টানাটানি।


এক্কেবারে আসল কথায় খোঁচা মারছেন। দারুণ দারুণ দারুণ লাগল কবিতার কথামালা। ধন্যবাদ

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৮

শুভ্র বিকেল বলেছেন: হ্যা হ্যা তাই! আপনার উৎসাহ জাগানিয়া মন্তব্যে সত্যি আমি আপ্লুত। ভাল থাকুন ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.