নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
আমি অনির্বাণ হবো
হৃদয়ের ভালবাসা সবুজ যখন
পতাকার রং আর হৃদয়ের রক্তিমতায় মিশে যায়।
আমি অনির্বাণ হবো
কমল ভালবাসা আকুল তখন
নারীর হৃদয়ে রাতের আধারে চলে রক্তের ক্ষরণ ।
আমি অনির্বাণ হবো
অহংকারী নর নারীর দর্পচূর্ণ এখন
টেলিফোনের ক্রিং ক্রিং আতঙ্কে রাতের প্রহর গুনে ।
আমি অনির্বাণ হবো
পুষ্পিত নীলাচলে পবিত্র চাহন
চন্দ্র সূর্য স্বাক্ষী থেকো, হৃদয়ের মাঝে অঙ্কিত রবে একটি চুন্বন।
### আমি অনির্বাণ হবো ### হৃদয়ের ভালবাসা সবুজ যখন
২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতা টি বাস্তব ঘটনা কে সামনে নিয়ে
লেখা.........................................
সে আবার এক অহংকারী নারী
কবিতার ফাঁকে ফাঁকে যৌবনের পুরুষ কে
ক্ষত বিক্ষত করে ফেলে , ক্ষুরধার লেখনী দিয়ে।................................................
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
উম্মে সায়মা বলেছেন: বাহ সুন্দর লিখেছেন তো! শুভ কামনা।