নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
কবিতা তোমায় দিয়েছিলাম ছুটি.........
সমুদ্র পাড়ের ডাক শুনে
যুগ যুগান্তরের প্রান্ত ছুয়েঁ অসীম ঠিকানায়;
অজানায় রয়ে যায় ভালবাসার বীজ টুকু
সযত্নে জীবনের আঙিনায়।।
বসন্তের প্রথম প্রহরে
হৃদয়ের আঙিনায় ঘাসফুল হাসে
স্মৃতি জাগানিয়া মুখগুলি অকারনে ফিরে ফিরে আসে
ট্রেনের তীব্র হুইসেল যেমন বাজে,
মেঠো পথের সবুজ প্রান্ত জুড়ে।।
কবিতার বুকখানি বিশাল , সবুজ- আদিগন্ত প্রান্তর
ভালোবাসা বাসির......কথকতা, প্রেম ভালোবাসার ঘৃনার বন্দর
তবুও ডাক দিয়ে যায় মগ্নচৈতন্যে শিশ্
নীলকন্ঠির হিমালয়সম কম্পমান
গভীর প্রতীক্ষার চুম্বনের বিষ ।।।
২| ২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ !
না বুঝাটা আমার ব্যর্থতা
বা ব্যস্ত লেখিকার অনাগ্রহ ....? বুঝলাম না।...................................................
.....
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
সোহানী বলেছেন: ভালো লাগলো সত্যিই..........
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদয়ের আঙিনায় কারো
ভালো লাগলো শুনে মনটা আনন্দে ভরে উঠে।
.............................অসংখ্য ধন্যবাদ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
http://s3.amazonaws.com/somewherein/pictures/swapnersankhachill/swapnersankhachill-1513975193-ed45d3b_xlarge.jpg
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদয়ের আঙিনায় কারো
ভালো লাগলো শুনে মনটা আনন্দে ভরে উঠে।
.............................অসংখ্য ধন্যবাদ।
৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৩
চঞ্চল হরিণী বলেছেন: ভালো লাগলো কবিতা। +
০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবুও ডাক দিয়ে যায় মগ্নচৈতন্যে শিশ্
নীলকন্ঠির হিমালয়সম কম্পমান
বাস্তবের এক নারীকে নিয়ে লেখা
সে এখন ও বসে আছে ,
এক যুবকের অসীম ভালো বাসার ,
আকন্ঠ তৃষনায়............................................................................................................................................
ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৮
ল বলেছেন: অজানায় রয়ে যায় ভালোবাসার বীজ
কবে তবে তা হবে অংকুরিদগম
পৌষ মাসের শীতের রাতে
নাকি চৈতালী দুপুরে?
ভাবটা ভালো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসার বীজ
অন্তরের উম ঊম উষ্নতায় অংকুরিদগম হবে
বা হতে পারে যে কোন সময়,
ভালোবাসার মানুষটি শুধু বলতে পারে
সেই গভীরতম ভাষা ............!!!
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪২
রোদেলা বলেছেন: কি লেখা আর কি ছবি ।কিছুই বুঝলাম না।এইটা আবার দাওয়াত দিয়া পড়াইতে হয় !!