নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
তোমার সেই ভালবাসা
জীবনের শ্রেষ্ঠ নষ্টালজিয়া দিনগুলি
ভালবাসার সব রঙ চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে ।
প্রিয়ার ভালবাসা এভাবেই প্রতিদিন নীল হয়ে যায়
আকাশটা আমার এভাবেই ধুসর হয়
তোমার বুকের কষ্টের ভালোবাসা গুলি
আমি আর ছুঁতে পারলাম না !
আমার আকাশটা একলা হয়ে গেছে
প্রতিরাত তোমাকে খুঁজে ফিরি
ফুলেল শুভ্রতায় দাগ রেখে যায়
ভারী হয়ে যায় বুকের খাঁচায় !!
জানি, তবুও তুমি আসবে না ফিরে
প্রতিদিন ছুঁয়ে যাওয়া ভালবাসার নীড়ে
আকাশটা আমার একলাই থাকল
তৃষিত আকাঙ্খায় !!!
০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রথম প্রথম আসা
প্রথম ভালবাসার অনুভূতির মতো
.................................................................................
অশেষ ধন্যবাদ
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
রাকু হাসান বলেছেন:
ভালো হয়েছে । এই গানটি শুনেন ।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গানটা খুবই সুন্দর,
আসলে ভালবাসার মানুষটা হারায়ে গেলে
বা অবহেলায় দূরে চলে গেলে মনে হয়
সবার মাঝে একই রকম অনুভুতি জাগ্রত হয়
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য
৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯
হাবিব বলেছেন:
তোমায় পাবার তরে-
কত রাত যে করিয়াছি ভোর
তোমার দেখা আমি পাইনি।
রাত শেষে মনে হয়েছিলো
বোধহয় ঘুমালেও ভালো করতাম;
স্বপ্ন আমার সাথে অভিমান করতো না-
হয়তো তোমাকে স্বপ্নে পেতাম।
আপনার কবিতা পড়তে পড়তে একটু লেখার চেষ্টা ছিল। আপনার ভাষা শৈলী অসাধারন। ভালবাসা নিবেন।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চমৎকার আপনার বলার ভঙ্গী এবং কবিতার ঘ্রান....
ভালবাসা থাকল অপরিসীম
...................................................................
৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মন্তব্যে আমি অনুপ্রানিত
৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫
মূর্খ বন মানুষ বলেছেন: আকাশদের আকাশটা একলা পরেই থাকে আর নীলাঞ্জনারা অন্যের আকাশে ঘুড়ি ওড়ায়।
কবিতা ভাল হয়েছে।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আকাশদের আকাশটা একলা পরেই থাকে আর নীলাঞ্জনারা অন্যের আকাশে ঘুড়ি ওড়ায়।
বনমানুষের ভালবাসা আরও তীব্র হয়
মূর্খবনমানুষের ভালবাসায় কিছুটা জংলীপনা থাকে
...........................................................................
মন্তব্যে ভাললাগা
৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন্তব্যে ভাললাগা++
৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! খুব কষ্ট হচ্ছে।
তবে চমৎকার হয়েছে।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আহা!! খুব কষ্ট হচ্ছে
...............................................................................................
কষ্টটা কার জন্য হচ্ছে ?
প্রিয়ার ভালবাসা হারায়ে গেল তাই ?
নাকি আকাশটা একলা হয়ে গেছে..সেজন্য??
৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২২
ওমেরা বলেছেন: আপনার প্রপিকের সাথে কবিতার মিলে লাগল। ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরেকটু খোলাসা করে বল্লে পরিস্কার বুঝতে পারতাম
........................................................................................
বুঝতে পারছি কবিতা ভালো হয়নি বা আপনার পসন্দ মতো না
৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩
ওমেরা বলেছেন: লাইক তো দিয়েছি। কবিতায় হতাশা আপনার প্রপিকের ছবিটাও হতাশাগ্রস্ত।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুবই ইন্টারেষ্টিং
প্রপিকটা যখন নেই তখন মাথায় কিছু ছিলনা
তবে এটার একটা মজার অর্থ আছে ।
......................................................................................................
কবিতায় সার্থকতা সেখানেই যখন সবাই ভাববে,
আহা্ কবির কি দশা !!
......................................................................................................
চুপি চুপি বলি , এটার অন্ত:স্হল একজন নারীর হৃদয় থেকে উৎসারিত
আবার ফিরে দেখার জন্য ভালবাসা থাকল অপরিসীম
১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭
সুদীপ কুমার বলেছেন: ওয়াও।এতো ভালোবাসা।
সতত ভালোলাগা।
দুবার ও তিনবার আশ্চর্যবোধক চিহ্নের অর্থ বুঝতে পারছি না।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসার হৃদয়
চকিত চয়নে
ফিরে ফিরে চায়
................................................................................
আহা্ প্রেমিকের কি দশা হায় !!
১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪
শুভবাদী রোদ বলেছেন: ভালো লাগল।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন্তব্যে ভাললাগা++
১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৩
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতায় সার্থকতা সেখানেই যখন সবাই ভাববে,
আহা্ কবির কি দশা !!
......................................................................................
মন্তব্যে ভাললাগা++
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৬
নতুন নকিব বলেছেন:
আপনি ভাল লিখে থাকেন। শুভকামনা।
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মন্তব্যে আমি অনুপ্রানিত , আনন্দিত
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি কাকে মিস করেন ?
কাব্য ভাল হয়েছে।
০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রহস্য অনাবৃত হলে, মহাপ্রলয় ঘটে
তাই , অনুচ্চারিত ভাষা কবির মনেই থাক ।
........................................................................................
মন্তব্যে ভাললাগা++
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮
স্বপ্নডানা১২৩ বলেছেন: ভালোবাসার আবেগের শুদ্ধ প্রকাশ ।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মন্তব্যে আমি অনুপ্রানিত , আনন্দিত
..........................................................................................
১৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৩
ল বলেছেন: বিষাদমাখা কাব্য।
অসাধারন
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিন্ত এখানেও
ভালবাসার টান আছে,
মজার ব্যাপার হলো যে, একজন নারীর আকুতি থেকে
তার মাঝে ঢুকে লেখার অনুপ্রেরনা ।
১৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২
জুন বলেছেন: কি যে বলেন শংখচিল আকাশটা একলা পরে আছে
আকাশ ভরা কত চাঁদ তারা গ্রহ নক্ষত্র
এত কিছু নিয়ে কি একলা থাকে কেউ !
কবিতাটি বড়ই মনকাড়া ।
+
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা ,
আদিগন্ত সীমাহীন আকাশ
শংখচিল প্রতিদিন ঘুরে বেড়ায় একলা নীলাকাশে
আর মাঝে মাঝে হারায়ে যায়, অচেনা সমুদ্দুরে
.................................................................................................
১৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭
নজসু বলেছেন: কবি, তবুও বলবো-
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে.।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একদম ঠিক কথা
..........................................................................................
১৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার আকাশটি আমাদের সাথে ভাগ করুন।
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা ,
ভুলতে পারিনি সেই অভিমান
আবার ফিরে আসা তোমার কাছে
ঘুমিয়ে পড়ি নক্ষত্রের বুকে
এখনো ভালোবাসি ,ভালোবাসি সেই
অচেনা সমুদ্দুর
.............................................................................................
২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! কবি সাহেব তো দেখি খুব ভারী সুন্দর কবিতা কইতে পারেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার প্রিয় ফারিহা
তোমাকে চাই আকাশ জুড়িয়া
সাত সকালের নির্মল প্রভা
ভালবাসার মিলছে আভা
..................................................................................
.......................................................................................
এবার খুশীতো, তাৎক্ষনিক কবিতা আর ছবি !
২১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাকহীন হইয়া গেলাম!!!
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
একই দিনে অনেক
সারপ্রাইজ
.....................................................................................
২২| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩
টুটুল বলেছেন: জানি, তবুও তুমি আসবেনা ফিরে
আপনার এই প্রত্যয় ভুল প্রমাণিত হোক- আকাশটা আপনারা দুজনে ভাগ করে নিন; একলাই না থাকুক।
অনেক সুন্দর হয়েছে কবিতা।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই আকুতি শ্বাশত প্রেমিক বা প্রেমিকার
মানুষের মন জেনে বা না জেনে ভালবাসার
শ্পর্শ পেতে চায়, আর তখনই ঘটে
জীবনের নানাহ ঘটনা।
আর তা দিয়ে আমরা রচনা করি কবিতা
কাব্য বা গল্প ।
..................................................................................................
২৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
......................................................................................................................
নারীর সৌন্দর্যের কোন সীমা নেই আর কবি তা হয়ে উঠে প্রস্ফুটিত , মনোহরিণী ।
২৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯
এ.এস বাশার বলেছেন: কবিতায় ভালো লাগা,,,,,,,
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মন্তব্যে আমি অনুপ্রানিত , আনন্দিত
২৫| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩
বিজন রয় বলেছেন: শ্রেষ্ঠ বানানটি ঠিক করে দিন।
ছবি পোস্টের প্রথমে থাকলে ভাল হয়।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, ঠিক করে দিয়েছি
আসলে বাংলা টাইপ খুবই সমস্যা,
ত্রুটি থেকেই যায়, এবং ফ্রন্ট উলট পালট হয়।
...................................................................................................
২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাললাগার সাথে ভালবাসা আছে তো ?
শুভ নববর্ষের ভালবাসা
...............................................................................
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
স্রাঞ্জি সে বলেছেন:
দারুণ লিখেছেন।
খাঁচায় হবে...