নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

হাসিনা- অ্যা ডটার’স টেল

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫২


হাসিনা- অ্যা ডটার’স টেল এর প্রিমিয়ার শো হয়ে গেছে

আসুন ঐতিহাসিক এই ছবিটি দেখি
এর্ং আপনাদের গুরুত্ব পূর্ণ মন্তব্য আশা করি ।

Hasina - A Daughter's Tale




মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


উনার অনেক সাফল্য আছে, কিন্তু উনাকে সফল করতে যাঁরা অনেক অনেক কষ্ট করেছেন, তারা অসফল হয়েছেন, সেটা উনি বুঝেন না।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ,
আপনার দেখা অনেক মহুর্ত আবার দেখুন,
আমাদের ইতিহাস কে আমরা অস্বীকার করতে পারিনা ।
.............................................................................................................
উনার অনেক সাফল্য আছে, কিন্তু উনাকে সফল করতে যাঁরা অনেক অনেক কষ্ট করেছেন,
তারা অসফল হয়েছেন, সেটা উনি বুঝেন না।
..............................................................................................................
আপনার সাথে ৫০% সহমত, আমি কাছে থেকে দেখেছি, পারিবারিক , সামাজিক ও আর্ন্তজাতিক চাপ
সহ্য করে কঠিন কঠিন সিদ্বান্ত নেয়া যে পর্বত ঠেলে অগ্রসয়মান, অত্যন্ত অচিন্তনীয় ।
তবে একটা সংকেত দিতে পারি, এবার ক্ষমতায় এলে আরও অচিন্তনীয় সিদ্বান্ত ও ঘটনা দেখতে পাবেন ।
...............................................................................................................
http://s3.amazonaws.com/somewherein/pictures/swapnersankhachill/swapnersankhachill-1543004300-8bd4156_xlarge.jpg

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৩

আমিনভাই বলেছেন: আমি কাছে থেকে দেখেছি, পারিবারিক , সামাজিক ও আর্ন্তজাতিক চাপ
সহ্য করে কঠিন কঠিন সিদ্বান্ত নেয়া যে পর্বত ঠেলে অগ্রসয়মান, অত্যন্ত অচিন্তনীয় ।
ঠিক বলেছেন দেশ বেচে দেওয়ার সাহসও অরজন করতাছেন তিনি।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কথায় কথায় দেশ বেঁচে দেয়া , এটা রাজনৈতিক ভাষা,
রাষ্ট্র পরিচালনা দূর থেকে অনেক সহজ মনে হয়,
অনেক এমপি, মেয়র এধরনের কথা বলত , কিন্ত
ক্ষমতায় বসে ৩০% কাজও ঠিকমত করতে পারে না ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
দেশটা উনাদের পৈত্রিক ও দেনমোহর সূত্রে পাএয়া সম্পত্তি। এটা আমার কথা না, এটা পরিবারতন্ত্রের কথা।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরিবারতন্ত্রের বিষয়টা দেশে দেশে বিভিন্ন রুপে আছে ।
কংগ্রেস দেশ স্বাধীনের পর একচেটিয়া দেশ শাসন করেছে , তাই বলে কি
ভোট হয় নাই ? সচেতন ভোটার কি সবসময় কংগ্রেসকে ভােট দিয়েছে ?
রাশিয়ায় এক নাগাড়ে "পুতিন " ক্ষমতা প্রয়োগ করে , লোক দেখানো ভোট করে
ক্ষমতা ধরে আছে, সেটা কি পরিবারতন্ত্রের ফসল ?
........................................................................................................
জনগন সচেতন এবং প্রকৃত শিক্ষিত না হলে , একটা শব্দ দিয়ে দায় এড়ানো যায় না ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২

নজসু বলেছেন:



সুযোগ পেলে দেখবো ভাই।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার অদেখা অনেক অজানা মহুর্ত আবার দেখুন,
আমাদের ইতিহাস কে আমরা অস্বীকার করতে পারিনা ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখমু নাকি B-))

অ.টঃ আপনার প্রত্যেক কমেন্টেই ছবি থাকে। তা গুগল হতে না হার্ডডিক্স হতে??

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
..............................................................................................................
জীবনটা অবিরত ভালবাসায় ফুটন্ত ফুল

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা গ্রেট।
কিন্তু উনার আশে পাশের বেশির ভাগ লোকজনই দুষ্ট।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার অদেখা অনেক অজানা মহুর্ত আবার দেখুন,
আমাদের ইতিহাস কে আমরা অস্বীকার করতে পারিনা ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২২

পদাতিক চৌধুরি বলেছেন: 19 মিনিট কুড়ি সেকেন্ড শুনলাম ,ভালো লাগলো ।পরে সময় করে আবার আসছি ।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি পুর: সময়টা শুনেছি
আপনার অদেখা অনেক অজানা মহুর্ত আবার দেখুন,
আমাদের ইতিহাস কে আমরা অস্বীকার করতে পারিনা ।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

তারেক ফাহিম বলেছেন: সুযোগ করে শুনবো আশা করি।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার অদেখা অনেক অজানা মহুর্ত আবার দেখুন,
আমাদের ইতিহাস কে আমরা অস্বীকার করতে পারিনা ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

হাবিব বলেছেন: দেখবো............

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার দেখা অনেক মহুর্ত আবার দেখুন,
আমাদের ইতিহাস কে আমরা অস্বীকার করতে পারিনা ।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভকামনা ও ভালোবাসা রইলো।
.............................................................

১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপাতত মন্তব্য নেই

আগে দেখে নেই

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

১২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মুভি রিভিউ কি দেওয়া যাবে? হলে গিয়ে সিনেমা দেখা অসম্ভব। :((

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানে সব ঐতিহাসিক ঘটনার বর্ননা, আমার লিন্কটা দেখুন ।
এর কোন রিভিউ চলে না ।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমুদ্র বিজয়ী
মানবতার
মহীরুহ
মানসকন্যা
প্রধানমন্ত্রীর
জন্য শুভকামানা।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের ইতিহাসকে আমরা অস্বীকার না করে
সামনে চলার ভাবনাগুলি হবে সঠিক ও নিরপেক্ষ,
তবেই আমাদের জীবন হবে আনন্দময় ।
............................................................
শুভকামনা ও ভালোবাসা রইলো।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্টার দেইখা মন ভইরা গেছে।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাসটাও দেখুন ।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩১

মাহের ইসলাম বলেছেন: আমার ভালো লেগেছে।
সত্যি বলতে কি, ইমশোনাল হয়ে গিয়েছিলাম, কয়েকটা ঘটনার প্রেক্ষিতে।

শুভ কামনা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের ইতিহাসকে যেমন অস্বীকার করা যায় না
সামনে চলার ভাবনাগুলি হবে সঠিক ও নিরপেক্ষ,
আবেগ নিয়ন্ত্রন করে , দেশ ও জাতির জন্য কাজ করতে হবে
তবেই আমাদের জীবন আনন্দময় ও অর্থবহ হয়ে উঠবে ।
..............................................................................................

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

নীল আকাশ বলেছেন: শুভ সকাল, ভাই,
আমি চরম লজ্জিত। আপনার পোষ্ট হবার পরও এটা আমার দেখা সম্ভব না। উনার নাম শুনলেই গত ১০ বছরে গুম হয়ে যাওয়া প্রতিটা মানুষের কথা মনে পড়ে যায়.............। মনে পড়ে যায় সব ভয়ংকর ভাবে ছোট ছোট ছেলেমেয়েদের কে চোখের সামনে মার ধর করা আর মেয়েদের........
দু:খিত।
শুভ কামনা রইল!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতিতে ভাল মন্দ অনেক কিছু ঘটে,
কি ছু সত্য কি ছুর কারন থাকে আমাদের অজানা ।
সবার চোখে সরকার কি করে, বা কি ঘটে তার সবটা দ্বায় দ্বায়িত্ব
সরকারকে নিতে হয়।
.............................................................................................
যে আমেরিকা গনতন্ত্র গনতন্ত্র বলে সারা বিশ্ব মাত করে রাখছে
তারও কারাগারে মানবতা মাথা ঠুঁকে মরে ।
..............................................................................................
সরকারের মাঝে ও সরকার থাকে , আমলাদের চরিত্র হয় বিচিত্র
এসব অভিজ্ঞতা আপনার যেদিন হবে, তখন বুঝবেন
আনেক কিছু সরকার প্রধানের সম্মতির অপক্ষো করে না ।
..............................................................................................
তবে একটা সংকেত দিতে পারি, এ সরকার ৩য় বারের মত সরকার গঠন
করলে অভাবনীয় কিছু জনকল্যান মূলক পদক্ষেপ দেখতে পাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.