নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

আমার ইশতেহারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪


একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমার ইশতেহার :

১। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করার লক্ষ্যে ব্যবস্হা গ্রহন করা হবে,
প্রয়োজনে ভিন্ন ভিন্ন দিনে বিভাগ ভিত্তিক ভোট গ্রহনের ব্যবস্হা থাকবে।

২। প্রধানমন্ত্রী ২ টার্মের বেশী থাকতে পারবে না তবে টানা ৩য় বার একই দল ক্ষমতায় আসলে, তিনি
রাষ্টপতি হবেন এবং সংসদে নূতন একজন প্রধানমন্ত্রী , সংসদ অধিবেশনে ভোটের মাধ্যমে নির্ধারন করা হবে ।

৩। সংসদে ৩০০ আসনের নির্বাচন হবে, তবে ৩০টি অতিরিক্ত আসন বরাদ্দ থাকবে, যেখানে, পেশাজীবি, নারী উদ্যোক্তা
পাহাড়ী জনগনের প্রতিনিধিত্ব থাকবে ।

৪। বিরোধিতার জন্য বিরোধতিা করা হবেনা, যে কোন দলের প্রস্তাব উপযুক্ত ফোরামে আলোচনা হবে, এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে
সর্বসাধারনের স্বার্থে গ্রহন করা হবে ।

৫। শিক্ষা,অন্ন,বস্ত্র, বাসস্হান ও স্বাস্হ্য আরও আধুনীকরন হবে, সব ক্ষেত্রে ডিজিটালাইজ করা হবে ।

৬। দেশে ক্ষুদ্র উপজাতি ও প্রতিবন্ধীর জন্য কোটা থাকবে আর সকলকে মেধা যাচাইর মাধ্যমে সকল ক্ষেত্রে নিয়োগ দেয়া হবে ।

৭। সকল স্তরে গ্যাস, তেল এবং বিদ্যুৎ খাতে অপচয় রোধে প্রিপেইড সিস্টেম চালুকরন এবং বিল সাধারনের সহনীয় মাত্রায় থাকবে ।

৮। কৃষকদের উৎপাদন,বিপনন ও চাষাবাদের জন্য আধুনিক ব্যবস্হা গ্রহন ,বিনা অর্থ ব্যয়ে প্রশিক্ষন, সহজ প্রক্রিয়ায় ঋণ প্রদান
এবং সমবায় ব্যবস্হা গ্রহন করা হবে ।

৯। উন্নত বিশ্বের আদলে যোগাযোগের ক্ষেত্রে মেট্রো রেলপথকে অগ্রাধিকার দেয়া হবে।

১০। আমাদের দেশে বিজ্ঞানীদের আবিস্কৃত দেশীয় প্রযুক্তি বাস্তবায়নে অর্থ বিনিয়োগ করা হবে ।




মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: মাত্র দশটি !!!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বেশী ইশতেহার দিয়ে জনগনকে বিভ্রান্ত করার প্রয়োজন নাই
...............................................................................
ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

নজসু বলেছেন:



♥ ♥ ♥ ♥ ♥ ♥ লাইক ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
[আর্কিওপটেরিক্স এর ভালোবাসা লাল। আমারটা কালো।]

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধলা আর কালা,
উপরে যাহার
ভিতরে সবার
সমান রাঙা

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: আমার ইশতেহার একটাই। কবিতা।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতার লাগি কবিরা আছে
প্রেমিকার আছে প্রেম
ভালবাসি আমার আপামর জনগন
হায়! বাঙাল, তুই তবে মর !!!
...........................................................................................

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

হাবিব বলেছেন: ভলো লাগলো

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালবাসি আমার আপামর জনতা
তাই, ভালো থাকুক
দুধে ভাতে,
এহেন জনগন ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ৭ নম্বরটা সবচেয়ে ভালো :)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এভাবেই আমরা একদিন মানুষের মন জয় করে
সত্যিকারের ক্ষমতা প্রয়োগ করব ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১২

কালীদাস বলেছেন: শিক্ষা আর এনভায়রনমেন্ট রিলেটেড কোন কিছু দেখছি না। শিক্ষা/উচ্চশিক্ষা/দেশের চাহিদা মোতাবেক শিক্ষা তিনটার মধ্যে ক্লিয়ার পার্থক্য দেখান অত্যাবশ্যক ছিল এজন্যই। তেমনি বাদবাকি পয়েন্টগুলোতেও, এত জিপ করে লিখলে কেউই জিস্ট আইডিয়া পাবে না।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৫নং কলামে তা বলা আছে, ইশতেহারে
অতিরিক্ত কিছু বলাটা জনগন সন্দেহর চোখে দেখে ।
..........................................................................
জনগনের আস্হা এভাবে আনতে হবে যে,
দলের ইশতেহার মানে ব্যাপক উন্নয়ন হবে
তার উপর বিশ্বাস আনয়ন ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

বলেছেন: ডিজিটাল ইশতেহার!!



শুভ নববর্ষ।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভবর্ষে ভালবাসা সবার জন্য
........................................................................
Happy New Year'2019

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: পয়েন্টগুলো নিয়ে আরেকটু বিশদ আলোচনা হলে ভাল হতো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার সাথে একমত,
আমি ঐ সময় অত্যন্ত ব্যস্ত ছিলাম এবং
ঢাকার বাহিরে থাকায় লেখা সংক্ষিপ্ত করতে হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.