নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

রমজান মাসের শুকরিয়া

১৪ ই মে, ২০১৯ ভোর ৫:০২




অনেক অনেক শুকরিয়া,রমজান মাসের শুকরিয়া
আমার প্রিয় ব্লগে আজ প্রবেশ করতে পারলাম ।
প্রায় প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছিলাম কিন্ত ব্রাউজ করতে পারছিলাম না ।
সামু কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকল, ব্লগ মুক্ত চিন্তার ক্ষেত্র থাকলে ও
কারও প্রতি ব্যক্তি গত আক্রমন বা কোন রাজনৈতিক আক্রমন, অশ্লীল বার্তা থেকে যেন
দূরে থাকে ।
আবার যেন পুরাতন কোন অভিযোগ করার সুযোগ না থাকে ।
সবাইকে আবার ব্লগে দেখতে পাব জেনে খুব ভালো লাগছে ।

ভাবলাম সোনার পাথর বাটি পেয়েছি তাই আনন্দে অনেক কথা লিখলাম
কিন্তু ২ দিন পর আর ঢুকতে পারছি না। মনটা খারাপ আরকি ,
এখন আবার ভিন্ন পথে আসলাম, জনিনা কতদিন এটাও থাকবে ।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৯ ভোর ৫:৪৫

বলেছেন: Welcome back!!! স্বাগতম!!
রমজান মোবারক।।

১৪ ই মে, ২০১৯ ভোর ৫:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনদের কেউ কেউ কি ভাবে ব্লগে আসলেন বা মন্তব্য করলেন
জানি না, আমার কাছে কেউ শেয়ার করেনি, ফেস বুকেও চেষ্টা করলাম জানতে
কিন্ত সঠিক পথটা জানতে পারিনি ।
ধন্যবাদ, আগাম ঈদের শুভেচ্ছা ।
.............................................................................................................

২| ১৪ ই মে, ২০১৯ ভোর ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ প্রত্যাবর্তন। সবাই যদি রুচিশীল লেখা পোস্ট করতো তাহলে হয়তো আজ এই পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারতো।

১৪ ই মে, ২০১৯ ভোর ৬:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই সারাদিন পরিশ্রম শেষে, একটু ব্লগে আসতাম
কিছু লেখালেখি, কিছু মন্তব্য করে , মানসিক চিন্তা
ও চেতনার র্চচা করতাম। যখন তা বন্ধ হয়ে গেল তখন
বুঝলাম, ব্লগে আমার ভালবাসার টানটা কেমন ছিল ।
............................................................................................................

৩| ১৪ ই মে, ২০১৯ সকাল ৮:১৩

ভুয়া মফিজ বলেছেন: আপনি সামুতে ডাইরেক্টলি ঢুকতে পারলেন, নাকি ইনডাইরেক্টলি? আজকাল দেখি কেউ কেউ ডাইরেক্টলি ঢুকতে পারছে! :)

কর্তৃপক্ষের দিক থেকে কোন আপডেটও পাচ্ছি না। :(

১৫ ই মে, ২০১৯ রাত ২:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই আমি নিজেও শংকিত বুজতে পারছি না
তবে লিংকটা যেন নষ্ট না হয় তাই ল্যাপটপ বন্ধ করি না ।

........................................................................................
আপনাকে ধন্যবাদ , শেয়ার করার জন্য ।
তবে আমি মোবাইলে এখনও ঢুকতে পারছি না


৪| ১৪ ই মে, ২০১৯ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:


সরকার ও প্রশাসনের লোকজন চাহে না যে, বাংগালীরা ব্লগিং করুক; ওরা চায়, মানুষ ফেইসবুকে ছবি লোড করুক, নিজ পরিবারের ছবি বিশ্বের সবাইকে দেখাক।

১৫ ই মে, ২০১৯ রাত ২:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারের মধ্যে ও সরকার থাকে
এটা আমাদের দেশের ঐতিহ্য
....................................................................................
আশা করি এ অবস্হার উত্তরণ ঘটবে

৫| ১৪ ই মে, ২০১৯ সকাল ৯:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: ক্রান্তি জনিত সমস্যার কারণে দীর্ঘ অবরোধের পর সু-স্বাগতম ব্লগে।
রমজান মাসের শুভেচ্ছা নিবেন।

১৫ ই মে, ২০১৯ রাত ২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই আমি নিজেও শংকিত বুজতে পারছি না
তবে লিংকটা যেন নষ্ট না হয় তাই ল্যাপটপ বন্ধ করি না ।

........................................................................................
আপনাকে ধন্যবাদ , শেয়ার করার জন্য ।
তবে আমি মোবাইলে এখনও ঢুকতে পারছি না

৬| ১৪ ই মে, ২০১৯ সকাল ৯:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ওয়েলকাম ব্যাক :)

১৫ ই মে, ২০১৯ রাত ৩:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে ধন্যবাদ , শেয়ার করার জন্য ।
তবে আমি মোবাইলে এখনও ঢুকতে পারছি না
.....................................................................................................

৭| ১৪ ই মে, ২০১৯ সকাল ৯:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ব্লগিং স্বাগতম আপনাকে

১৫ ই মে, ২০১৯ রাত ২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে দেখে মনে হচ্ছে অনেক দিনপর
পরিচিত কাউকে দেখলাম ।
....................................................................................

৮| ১৪ ই মে, ২০১৯ সকাল ১১:৫১

জুন বলেছেন: ব্লগে ফিরে এসেছেন দেখে খুব ভালোলাগছে স্বপ্নের শংখচিল ।
এখন থেকে নিয়মিত থাকবেন আশা করছি আমার মত হাবিজাবি পোষ্ট দিয়ে হলেও :)

সরকার ও প্রশাসনের লোকজন চাহে না যে, বাংগালীরা ব্লগিং করুক; ওরা চায়, মানুষ ফেইসবুকে ছবি লোড করুক, নিজ পরিবারের ছবি বিশ্বের সবাইকে দেখাক। প্রিয় ব্লগারের এই মন্তব্যে প্লাস না দিলে অন্যায় হবে, কথা সত্য বলছেন /:)

১৫ ই মে, ২০১৯ রাত ২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই আমি নিজেও শংকিত বুজতে পারছি না
তবে লিংকটা যেন নষ্ট না হয় তাই ল্যাপটপ বন্ধ করি না ।

........................................................................................
আপনাকে ধন্যবাদ , শেয়ার করার জন্য ।
তবে আমি মোবাইলে এখনও ঢুকতে পারছি না

৯| ১৪ ই মে, ২০১৯ দুপুর ১:৫০

নীল আকাশ বলেছেন: মাহে রামাদানের শুভেচ্ছা রইল প্রিয় ভাই স্বপ্নের শংখচিল।
অনেক, অনেক দিন পরে আপনার পোস্ট দেখলাম।
ব্লগে আমাদের মাঝে ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!!

১৫ ই মে, ২০১৯ রাত ৩:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনারা কি ভাবে পোষ্টে আসেন জানি না,
তবে "ব্রাউজ করতে না পারার বন্দী জীবনে"
দেখলাম কেউ কেউ সাবলীল পোষ্ট করেছে , তখন মনে হয়েছে কবরে বোধহয় এমনই হবে
অনেক কিছু দেখতে বা বুঝতে পারব কিন্ত, বাক্শক্তি থাকবে না ।
কিছু বলার বা লেখার ।
................................................................................................................

১০| ১৪ ই মে, ২০১৯ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: স্বাগতম।

১৫ ই মে, ২০১৯ রাত ৩:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "ব্রাউজ করতে না পারার বন্দী জীবনে"
দেখলাম কেউ কেউ বা আপনি সাবলীল পোষ্ট করেছেন , তখন মনে হয়েছে কবরে বোধহয় এমনই হবে
অনেক কিছু দেখতে বা বুঝতে পারব কিন্ত, বাক্শক্তি থাকবে না ।কিছু বলার বা লেখার ।
..............................................................................................................
তখন খুব চাইছিলাম আমাদের জন্য কোন টিপস থাকবে, কিন্ত পাইনি ।

১১| ১৪ ই মে, ২০১৯ বিকাল ৪:৩০

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন আপনাকে। অনেকদিন পর দেখা হলো। ভালো আছেন নিশ্চয়ই।

১৫ ই মে, ২০১৯ রাত ৩:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "ব্রাউজ করতে না পারার বন্দী জীবনে"
দেখলাম কেউ কেউ বা আপনি সাবলীল পোষ্ট করেছেন , তখন মনে হয়েছে কবরে বোধহয় এমনই হবে
অনেক কিছু দেখতে বা বুঝতে পারব কিন্ত, বাক্শক্তি থাকবে না ।কিছু বলার বা লেখার ।
.....................................................................................................................................
ব্লগিং সবার জন্য শূভ হোক

১২| ১৪ ই মে, ২০১৯ রাত ৮:০৩

মাহমুদুর রহমান বলেছেন: ফিরে আসত পেরেছেন জেনে ভালো লাগলো।

১৫ ই মে, ২০১৯ রাত ৩:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক অনেক শুকরিয়া,
আপনাকে প্রিয় ব্লগে দেখতে পারলাম ।

১৩| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ব্লগে স্বাগতম লেখক।

২০ শে মে, ২০১৯ ভোর ৫:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাবলাম সোনার পাথর বাটি পেয়েছি তাই আনন্দে অনেক কথা লিখলাম
কিন্তু ২ দিন পর আর ঢুকতে পারছি না। মনটা খারাপ আরকি ,
এখন আবার ভিন্ন পথে আসলাম, জনিনা কতদিন এটাও থাকবে ।

১৪| ১৬ ই মে, ২০১৯ রাত ১২:৪৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনাকে খুঁজছিলাম মনে মনে। বেশ কিছুদিন দেখি না, ভাবলাম লগ ইন করতে পারছেন কিনা ব্লগে...। সুস্বাগতম।

২০ শে মে, ২০১৯ ভোর ৫:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাবলাম সোনার পাথর বাটি পেয়েছি তাই আনন্দে অনেক কথা লিখলাম
কিন্তু ২ দিন পর আর ঢুকতে পারছি না। মনটা খারাপ আরকি ,
এখন আবার ভিন্ন পথে আসলাম, জনিনা কতদিন এটাও থাকবে ।
.......................................................................................................
"ব্রাউজ করতে না পারার বন্দী জীবনে"

১৫| ২০ শে মে, ২০১৯ ভোর ৬:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন :)

২০ শে মে, ২০১৯ ভোর ৬:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ........................................................................................................
এই লেখার সবার আগে মন্তব্য করে ছিলাম ,
কিন্তু র্দুভাগ্য "ব্রাউজ করতে না পারার বন্দী জীবন"
অব্যাহত থাকায় পোষ্টে ঘুরতে ঘুরতে হারায়ে গেল ।
........................................................................................................
আপনার লেখায় সহমত ও সর্মথন থাকল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.