নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!!!

০৫ ই জুন, ২০১৯ রাত ৩:৫৮

ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!!!



Eid Mubarrak

সবাইকে ঈদের শুভেচ্ছা, যদি ও ১০টার দিকে , তারাবী নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম,
কিন্তু হঠাৎ রাত ১১টার পর টি ভি স্ক্রিনে আসতে লাগল পূর্বের সিদ্বান্ত বাতিল
করে বলা হচ্ছে যে আগামী কাল ঈদ হবে এবং কিছু পরেই রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, জনগনের জন্য আসতে শুরু করেছে ।

জনগনের মাঝে অদ্ভুদ প্রতিক্রিয়া দেখা দিল !!! তাহলে চাঁদ দেখা কমিটি সন্ধ্যা থেকে কি করল ?
চাঁদ কি আকাশে দুবার উঠে ???

এবারের ঈদের চাঁদ নিয়ে জনগনের ভাবনা কি : দেখুন তাহলে
..............................................................................................
* ২০১৮-১৯ ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন :
--কোন দেশের ঈদের চাঁদ রাত ১১ টায় দেখা গেছে?
* সাধারণ জনগণঃ চাঁদডা এত দেরিতে দেহা গেল ক্যা?
রাজনৈতিক গোষ্ঠীঃ নিশ্চয়ই এটা বিরোধী দলের চক্রান্ত ছিলো
* শয়তান ২৯ দিন পর ছাড়া পাইছে তাই প্রথম হামলা করছে চাঁদ দেখা কমিটির উপর।
* পরবর্তী BCS প্রশ্ন :
- কোন দেশের ইতিহাসে ২৯ রোজায় ৩০ তারাবী পালন হইছে?
* চাঁদও লুকোচুরি খেলে
-আর তুমি তো পুরুষ !!!
* ভদ্র মহাদয়/মহাদয়াগন আমি স্যাটেলাইট কন্ট্রোলার রুম থেকে বলছি
আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে চাঁদটা আগে দেখতে পাইনি,
আমরা আন্তরিকভাবে দুঃখিত....
* আজ গরীব বলে বাসার ছাদে দাড়িয়ে চাঁদ দেখতেছি,
বড়লোক হলে চাঁদে গিয়ে বাসার ছাদ দেখতাম।

আমরা সবাই ঈদের আনন্দে কাল অনেক কিছু করব, আর দেখুন সিয়ারা লিওনে আমাদের মুসলিম পরিবার কি কস্ট নিয়ে
ঈদের কথা ভাবছে । ভিডিওটি ১০ এমবির বেশী বলে কিছুতেই লোড হচ্ছে না তাই লিংক দিলাম
https://scontent-syd2-1.xx.fbcdn.net/v/t15.3394-10/60345289_2356180461267153_554956963448881152_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-syd2-1.xx&oh=8b25e6d019abc4532afc26500597b987&oe=5D86C352

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৭:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদ না দেখেই ঈদ! কেমনে কি?

০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই, আপনি কি আপনার জন্ম দেখেছেন ? কিন্ত ঠিকই জন্মদিন পালন করেন ।
কি ভাবে ? অবশ্যই তথ্যভিত্তক ডাটা, দাদা-দাদী, মা-বাবা বা আত্নীয় স্বজন আপনার
মাথায় তা সুন্দরভাবে বসিয়ে দিয়েছে ।
............................................................................................................
ছোট বেলায় এই চাঁদ দেখেই ঈদ করার মজাই ছিল প্রথম আনন্দ ।পাকিস্তান আমলে এমন একটি
ঘটনা ঘটেছিল, আগের দিন সৌদিতে ঈদ হয়েছে, তো স্বাভাবিক ভাবে সকল মুসলিমরা পরদিন
ঈদের প্রস্তুতি নিচ্ছে, এমন সময় সন্ধ্যায় পাকিস্তান সরকার ঘোষনা দিল চাঁদ দেখা যায় নাই , তাই ঈদ হবে না,
তখন তুমুল সমালোচনা, অনেকে প্রকাশ্যে বলতে শুরু করল আমরা মানি না , আগামী কালই ঈদ করব,
অবস্হা বেগতিক দেখে রাত ৯টার দিকে আবার ঘোষনা আসল, চাঁদ দেখা গেছে আগামী কাল ঈদ!!!
তাহলে এবার চাঁদ দেখা গেল কি ভাবে ? কোন এক বৈমানিক ফাইটার চালায়ে মেঘের উপর গিয়ে চাঁদ দেখে এসেছে ।

প্রশ্ন হ'লো এ কাজটি আগে করলনা কেন??? তাহলে কি চাঁদ দুবার আকাশে ঊঠে !?

২| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৭:৩২

বলেছেন: ঈদের শুভেচ্ছা...

আসসালামু আলাইকুম

০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাঁদ দেখা গেছে আগামী কাল ঈদ!!!
........................................................................
ঈদের শুভেচ্ছা... আপনাকে ও

৩| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৭:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদ কিভাবে উঠাইলেন?

০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই, আপনি কি আপনার জন্ম দেখেছেন ? কিন্ত ঠিকই জন্মদিন পালন করেন ।
ঠিক তেমনি ঈদের আনন্দ উদযাপন করুন!

৪| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত উটের পিঠৈ চলছে স্ব-দেশ

৯৬র আমলে একই ভাবে আোয়ামীলীগ রাত ১১:৩০ এ ঘোষনা দিয়ে ।ঈদ করিয়েছিল!!!
কি অবিমৃষ্যকারীতা পুরো জাতির সাথে!
কত লোক তারাবীহ পড়ে ফেলছে নিশ্চিত বৃঞষ্পতিবারের ঘোষনা শুনে!
এ পাপের দায় তাদেরই বহন করতে হবে।

যাক। সব শেষে

আমরা চলুন ঈদের আনন্দেই আপাতত মেতে উঠি :)

ঈদ মোবারক

০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছোট বেলায় এই চাঁদ দেখেই ঈদ করার মজাই ছিল প্রথম আনন্দ ।পাকিস্তান আমলে এমন একটি
ঘটনা ঘটেছিল, আগের দিন সৌদিতে ঈদ হয়েছে, তো স্বাভাবিক ভাবে সকল মুসলিমরা পরদিন
ঈদের প্রস্তুতি নিচ্ছে, এমন সময় সন্ধ্যায় পাকিস্তান সরকার ঘোষনা দিল চাঁদ দেখা যায় নাই , তাই ঈদ হবে না,
তখন তুমুল সমালোচনা, অনেকে প্রকাশ্যে বলতে শুরু করল আমরা মানি না , আগামী কালই ঈদ করব,
অবস্হা বেগতিক দেখে রাত ৯টার দিকে আবার ঘোষনা আসল, চাঁদ দেখা গেছে আগামী কাল ঈদ!!!
তাহলে এবার চাঁদ দেখা গেল কি ভাবে ? কোন এক বৈমানিক ফাইটার চালায়ে মেঘের উপর গিয়ে চাঁদ দেখে এসেছে ।
.........................................................................................................................................................
প্রশ্ন হ'লো এ কাজটি আগে করলনা কেন??? তাহলে কি চাঁদ দুবার আকাশে ঊঠে !?

৫| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ১০টার দিকে তারাবীর প্রস্তুতি নিয়ে
১১টা পর্যন্ত অপেক্ষা করলেন চাঁদ দেখার খবরের জন্য!
ধৈর্য্য আছে বলতে হবে ! কি বলেন?
আমরা ৯.৫৪ তারাবীর নামাজ আরম্ভ করে ১০.৩০ মিঃ শেষ করেছিলাম।
পরে শুনলাম কিশোরগঞ্জে শাওালের চাঁদ দেখা গেছে! ব্যাটারা তোরা এত সময়
কি করলি? চাঁদ কি ১১টায় ওঠে? যখন দেখলি তখন আগে বলিসনাই কেন?

০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা , ভাই আমার উত্তর খুব সোজা,
............................................................................
ছোট বেলায় এই চাঁদ দেখেই ঈদ করার মজাই ছিল প্রথম আনন্দ ।পাকিস্তান আমলে এমন একটি
ঘটনা ঘটেছিল, আগের দিন সৌদিতে ঈদ হয়েছে, তো স্বাভাবিক ভাবে সকল মুসলিমরা পরদিন
ঈদের প্রস্তুতি নিচ্ছে, এমন সময় সন্ধ্যায় পাকিস্তান সরকার ঘোষনা দিল চাঁদ দেখা যায় নাই , তাই ঈদ হবে না,
তখন তুমুল সমালোচনা, অনেকে প্রকাশ্যে বলতে শুরু করল আমরা মানি না , আগামী কালই ঈদ করব,
অবস্হা বেগতিক দেখে রাত ৯টার দিকে আবার ঘোষনা আসল, চাঁদ দেখা গেছে আগামী কাল ঈদ!!!
তাহলে এবার চাঁদ দেখা গেল কি ভাবে ? কোন এক বৈমানিক ফাইটার চালায়ে মেঘের উপর গিয়ে চাঁদ দেখে এসেছে ।

প্রশ্ন হ'লো এ কাজটি আগে করলনা কেন??? তাহলে কি চাঁদ দুবার আকাশে ঊঠে !?

৬| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: দেখলাম অভিজ্ঞতা এবারের ঈদে একেবারে সুখকর নয়।
তবুও সমস্ত ঝড়-ঝাপটা সামলিয়ে অবশেষে ঈদ হল।
ঈদের শুভেচ্ছা নিয়েন।

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৩:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!!!
.............................................................................
পদাতিক ভাইয়ের পদার্পন শুভেচ্ছা স্বাগতম ।
অত্যন্ত খুশী হইলাম ঈদের দিন বেড়াতে এলেন ।

৭| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: বৃষ্টিস্নাত ঈদ মুবারক

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৩:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা...
.................................................................
বৃষ্টিস্নাত ঈদ বাচ্চাদের মোটেই কাম্য নয় ।

৮| ০৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।

রোজা ও ঈদকে শীতের পরে স্হায়ী অবস্হান দেয়া সঠিক হবে, মনে হয়।

০৬ ই জুন, ২০১৯ রাত ১২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাত সোয়া ১০টা দিকে প্রথম চাঁদ দেখার খবর পান বলে জানান শেখ আব্দুল্লাহ।
“নামাজের পর মাওলানা মাহফুজুল হক সাহেব আমাকে জানান যে, আমাদের সংশোধিত খবর আছে। তিনি এবং আরও কয়েকজন প্রধান মুফতি আমাদের জানান যে, আমরা চাঁদ দেখা খবর পেয়েছি এবং খবর পাওয়ার পর শরীয়ত মোতাবেক যেভাবে খোঁজ-খবর নেওয়া দরকার সেভাবে খোঁজ-খবর নিয়েছি।”
কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসক এবং পাটগ্রাম উপজেলার ইউএনও সাতজন ব্যক্তির সরাসরি চাঁদ দেখার কথা তাদের জানিয়েছেন বলে প্রতিমন্ত্রী জানান।তিনি বলেন, “শরীয়ত মোতাবেক দুজন ঈমানদার ব্যক্তি চাঁদ দেখার ঘোষণা দিলে শরীয়ত বলে সে ঘোষণা মেনে নেওয়া দরকার।
“অতএব আমরা আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, শরীয়ত মোতাবেক কোরআন এবং হাদিস অনুযায়ী যেটা কমিটির করা উচিত সেটাই আমরা আগে ঘোষণা দিয়েছিলাম।
“আর বর্তমানে নতুন করে যে ঘোষণাটি দিচ্ছি সেটাও শরীয়ত মোতাবেক।”

..............................................................................................................................................................
বিষয়টি এবার বোধহয় আরও পরিস্কার ভাবে আলোচনা করা যায় যে, আমাদের নবীজীর আমলে বিজ্ঞান উন্নত ছিলনা, তথাপি
তিনি যে নির্দেশ দিয়ে ছিলেন তা সর্বসম্মত বিজ্ঞান ভিত্তিক সিদ্বান্ত দিয়ে ছিলেন ।
কখন সূর্যের আলো চাঁদে পড়বে এবং তা পৃথিবীতে আসবে, সৌরজগতের ঘূর্ণমান নিয়মেই আসবে । সেই চাঁদ দেখা গেলে
আমরা রোজা রাখব এবং ঈদ করব।
আমাদের চাঁদ দেখা কমিটি সেই চেষ্টা করেছে কিন্তু আমার মনে হয় সেখানে , বিজ্ঞান মনস্ক ব্যক্তি এবং প্রযুক্তির সমন্বয়
ছিল না , অতএব আমরা আমাদে র কর্মপদ্ধতি র সংস্কার চাই, তাহলে আগামীতে এধরনে র সমস্যা থাকবে না এবং
আপনার "রোজা ও ঈদকে শীতের" কম্বলে আবৃত করার প্রয়োজন নাই ।




৯| ০৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ঈদের শুভেচ্ছা :)

০৬ ই জুন, ২০১৯ রাত ১২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই আপনার চেহারা বলে , আপনি একজন জবরদস্ত কমপিউটারবিদ,
.........................................................................................
আপনার কম্পিউটার কি পারেনা , সঠিক গণণা করে চাঁদে র এই লুকোচুরি খেলার অবসান করতে ???
তাহলে তো আমাদের কুড়িগ্রাম ও লালমনিরহাটের যেতে হয় না ।

আমাদের চাঁদ দেখা কমিটি সেই চেষ্টা করেছে কিন্তু আমার মনে হয় সেখানে , বিজ্ঞান মনস্ক ব্যক্তি এবং প্রযুক্তির সমন্বয়
ছিল না , অতএব আমরা আমাদের কর্মপদ্ধতির সংস্কার চাই, তাহলে আগামীতে এধরনের সমস্যা থাকবে না এবং
গাজী সাহেবের "রোজা ও ঈদকে শীতের" কম্বলে আবৃত করার তত্বের প্রয়োজন পড়েনা ।
..................................................................................................................................
আপনাকে ও ঈদের শুভেচ্ছা,

১০| ০৫ ই জুন, ২০১৯ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নের শঙ্খচিল,




ঈদের শুভেচ্ছা, আপনাকে ও সিয়েরা লিয়ন প্রবাসীদের।

০৬ ই জুন, ২০১৯ রাত ১২:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে ও ঈদের শুভেচ্ছা,
..................................................................................................
সিয়েরা লিয়ন বাসীদের ভিডিও আপলোড হয়না বিধায় আমি আমার মর্ম বদেনা
বুঝাতে পারিনি, ভাবছি কথা গুলো কপি করে আপনাদের শুনাব ।

১১| ০৫ ই জুন, ২০১৯ রাত ৯:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমি গ্রামের বাড়ি এলাম সকালে। সন্ধ্যার পর যখন হেলাল কমিটি চাঁদ প্রকাশ নিয়ে গড়িমসি খাচ্ছিল, তখন অপেক্ষা করতে করতে ৯টা বেজে যাওয়ায় আমার প্রিয়জনেরা আমায় সামনে দিয়ে তারাবি পড়ালো। রাত এগারোটায় এসে দেখি সবই পল্টোর কারবার।


বড্ড অসুস্থ আমাদের কমিটির...


আপনাকে ঈদের শুভেচ্ছা

০৬ ই জুন, ২০১৯ ভোর ৫:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিমধ্যেই বিরোধী দল থেকে এধরনের মন্তব্য করেছে,
রাজনৈতিক বক্তব্য বিধায় তা তুলে ধরছি না ।
.............................................................................................
এ বিভ্রান্তি আর যেন না হয় সে চেষ্টা করতে হবে ; তাহলে আমরা আলোর পথে
চলতে পারবো ।
...................................................
আপনাকে ও ঈদের শুভেচ্ছা,

সামু কর্তৃপক্ষ একদিন পর ঈদের শুভেচ্ছা জানালো
ইহার বা কারন কি ???

১২| ০৯ ই জুন, ২০১৯ রাত ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: চাদ দেখা কমিটি অলস ।

০৯ ই জুন, ২০১৯ রাত ১:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের চাঁদ দেখা কমিটি সেই চেষ্টা করেছে কিন্তু আমার মনে হয় সেখানে , বিজ্ঞান মনস্ক ব্যক্তি এবং প্রযুক্তির সমন্বয়
ছিল না , অতএব আমরা আমাদের কর্মপদ্ধতির সংস্কার চাই, তাহলে আগামীতে এধরনের সমস্যা থাকবে না এবং
গাজী সাহেবের "রোজা ও ঈদকে শীতের" কম্বলে আবৃত করার তত্বের প্রয়োজন পড়বেনা ।

..................................................................................................................................
আপনাকে ও ঈদের শুভেচ্ছা,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.