নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

কবিতায় : ফিরে দেখা

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৭

হে নারী
তুমি সখা-জায়া, জননী অতপর কবি
তোমার তৃষিত চাহনীর মুগ্ধতায় !!
উষ্ণতায়,ছলাকলায় রচিত কাব্য
অবগাহন করি অতি নীরবতায়।
তোমার হৃদয়ের একটি সবুজ বিন্দুর
গভীর আলিঙ্গন র্স্পশ করে যায় সারা রাত
আমি মুগ্ধ, আমি হতবাক
তোমার নির্বিকার নির্জ্জলতায় !!!

(*কোন এক নারী কবির কবিতায় ক্ষুদ্ধ হয়ে এই রচনা )

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


নারীর ভালোবাসার অনেক রূপ

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি ফিরে এসে আমার লেখা পড়লেন,
........................................................
আপনার জন্য আমরা অবশ্যই চিন্তিত ছিলাম,
এই লেখাটি কোন এক নারীর লেখায় ক্ষুব্ধ হয়ে লিখেছিলাম,
বেশ কিছু আগে, কিন্ত আর খুঁজে পাচ্ছিলাম না,
................................................................................
আজ সকালে ফেসবুক তা ফিরিয়ে দিল ।
যেমন আপনি শতাব্দী রায়ের সংবাদ পেয়ে আনন্দিত ।
আমি ও আনন্দিত কবিতা এবং আপনাকে ফিরে পেয়ে ।


২| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

নীল আকাশ বলেছেন: @ চাঁদগাজী ভাই? কি খবর আপনার? কেমন আছেন? অসুস্থ ছিলেন নাকি কয়েকদিন ? এখন কি অবস্থা?

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উনি এখন অনেকটা ভালো,
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮
থেকে সামুতে পোষ্ট দিচ্ছেন ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সহজ সরল সুন্দর।
................................................................
মাঝে আছে এক নারীর না পাওয়া ক্ষোভ এবং যন্ত্রনার
তীব্র বিলাস ।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

নীল আকাশ বলেছেন: সু প্রভাত!
কোন নারীকবি? এড্রেস দিন!
আপনি ঝাড়তে না পারলে আমাকে দিন! এই ঝড়া ঝাড়ির ব্যাপারে আমি এক্সপার্ট বলতে পারেন। ৩ পর্ব হয়ে গেছে। দরকার পড়লে ৪ নাম্বার লিখে ফেলব!
আমার শবনমকে নিয়ে একটা লেখা থেকে তুলে দিলামঃ
এই পৃথিবীতে প্রতিটি মেয়েই জন্মগত ভাবে নিষ্ঠুর হবার অপরিসীম ক্ষমতা নিয়ে আসে। আশার বিষয় হলো সবমেয়ে এই ক্ষমতা ব্যবহার করতে জানে না। যারা জানে তাদের মধ্যেও অনেকেই সেটা ইচ্ছে করে ব্যবহার করে না। তবে যারা জানে এবং ব্যবহার করে তাদের মধ্যে.।.।.।।।
তবে যে কারও কপালই যে কোন সময় খারাপ হতে পারে!

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নারীকবি ! সে এখনও বিচরন করে
আমাদের মাঝে,

............................................................................
তাকে ব্যক্তিগত আক্রমন করাটা আমার ইচ্ছে নেই ,
তার বুকের মাঝে লুকানো ক্ষতটি আমি র্স্পশ করতে পেরেছি
ক্ষনিকের জন্য;
পুরুষ মানুষের বন্চনা, প্রতারনা তাকে ক্ষিপ্ত করে তুলে
সে এখন,
এক সন্তান নিয়ে বিধবার মতো বাস করে ।
তার কষ্টটুকু আমাকে এখনও তীব্রভাবে র্স্পশ করে !!!
.....................................................................................
তাই বলে সমস্ত পুরুষকে হেয় করে লিখবে, এটাও গ্রহনযোগ্য নয় ।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

হাবিব বলেছেন: নির্লজ্জতায় মুগ্ধ?? কেমন ব্যাপার

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্লজ্জতায় মুগ্ধ?? কেমন ব্যাপার
.........................................................................
নারীর আকাঙ্খার মাঝে কখনও কখনও নির্লজ্জতা প্রকাশ পায়
যা তার প্রিয়তমকে দুরন্ত আকর্ষন করে,
বা একান্ত ভালবাসায় বেগবান করে,
কিন্ত কোন কারনে নারী যদি ,আকাঙ্খিত জনকে
কাছে না পায়, তখন তীব্র ভাষায় বা অন্য উপায়ে আঘাত করে
..............................................................................
কবিতায় তার প্রমান জেজ্বল্যমান ।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হ্যাঁ, বিষয়টি কিন্ত,
চলমান ঘটনা প্রবাহ থেকে নেয়া

..............................................................
বাস্তবে সেই নারীকবি এখনও কবিতা , গল্প, উপন্যাস
লিখছেন,

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

নজসু বলেছেন:




ভালো লাগা।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
তবে কোন বিষয়টি ভালো লাগল
প্রকাশ করলে , আরও আনন্দিত হতাম ।
..........................................................................
শুভ ব্লগিং

৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

বাকপ্রবাস বলেছেন: কবিতাপ্রেম ভাল লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার কবিতায় আপনার আগমন
সুস্বাগতম !

.................................................
কোন এক নারীর না পাওয়া ক্ষোভ এবং যন্ত্রনার মাঝেও
আপনি কবির প্রেম খুঁজে পান,
অত্যন্ত আনন্দের বিষয় ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সহজ সরল সুন্দর।
................................................................
মাঝে আছে এক নারীর না পাওয়া ক্ষোভ এবং যন্ত্রনার
তীব্র বিলাস ।

নারীরা এরকমই।
যুগে যুগে পুরুষরাই তাদের মহৎ করে তুলেছে।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠিক! ঠিক!! ঠিক!!!
...............................................................................
পৃথিবীতে মহৎ যা কিছু অর্জন তা পুরুষরাই করে, নারী সেখানে
সহকারীর ভূমিকা পালন করে কখনও বা ।
এই মাত্র বীচ থেকে আসলাম , দেখলাম হরেক রকমের আধুনিকা নারী
কিন্ত সকলেই একজন পুরুষ সঙ্গীর হাত ধরে হাটঁছে ।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা খুব ভালো লাগলো।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আপনাকে
......................................................
একটু গভীরে যেতে পারলে দেখতে পাবেন
আমাদের চলমান চালচিত্র ।

১১| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নারী কি আর আপনার কবিতা চেখে দেখার সৌভাগ্য পেয়েছিলেন?

কবিতা ভাল হয়েছে।
প্লাস+++

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাকে পাঠাতে পারি তবে
......................................................
কুরুক্ষেত্র সৃষ্টি হয়ে যাবে !!!

১২| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

খোলা মনের কথা বলেছেন: আমি মুগ্ধ, আমি হতবাকতোমার নির্বিকার নির্জ্জলতায় !!!

নারীদের নির্জ্জলতা বেড়েই চলেছে। তবে সর্ব্বোস্তরে না। নারীর প্রেম, মোহ আমাদের গভীরভাবে প্রভাবিত করে। এনে দেয় স্বর্গীয় ভালবাসা। সেটা হতে পারে মা, বোন, জীবনসঙ্গিনী। নারীর প্রতি মুগ্ধতার শেষ নেই... সুন্দর লেখা...

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নারীদের নির্জ্জলতা বেড়েই চলেছে।
....................................................................
তারপরও আমরা মুগ্ধ থাকব ???
হাবিব স্যার বলেছেন: নির্লজ্জতায় মুগ্ধ?? কেমন ব্যাপার ???

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জুল ভার্ন বলেছেন: চমৎকার!
..................................................................
এখানে কিন্ত কবির কল্পনায় কবিতা রচিত হয় নাই,
যে নারী কবির কবিতার প্রেক্ষিতে রচনা সে টের পেলে
কুরুক্ষেত্র ঘটাতে পারে ।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

জাহিদ হাসান বলেছেন: কবিতাটি খুব একটা ভালো লাগেনি। :|

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জাহিদ হাসান বলেছেন: কবিতাটি খুব একটা ভালো লাগেনি।
..........................................................................................
এতে রোমান্টিকতার চেয়ে তথ্যগত বিষয়ের প্রধান্য আছে,
অতএব, ভালো নাও লাগতে পারে।
তবে গভীরে বিচরন করলে ভালো লাগত।
....................................................
মন্তব্যর জন্য ধন্যবাদ

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: নারী ভালবাসার নানান সুরে করেন বসবাস
পেয়ে গেলে আপনমনে করেন জমু চাষ!

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নারী ভালবাসার নানান সুরে করেন বসবাস
পেয়ে গেলে আপনমনে করেন জমু চাষ!

..............................................................
হা হা হা
ভালবাসার নানহ রঙে
আমার বসবাস,
দিতে পারি হৃদয় জুড়ে
প্রেমের পূর্ভাবাস

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩১

এস সুলতানা বলেছেন: চমৎকার, ভালো লাগা রেখে গেলাম ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আনন্দিত হলাম,
আপনার ভালো লাগার জন্য ।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লেগেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
পূণরায় আসার জন্য

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমার ব্লগবাড়ীতে :
জন্মদিনে আসিও বন্ধু,আমার আকাশ ছোঁয়া অভিমান ।
পড়তে পারেন , ভালো লাগবে ।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৭

মিরোরডডল বলেছেন:





কবিতা নিয়ে কিছু বলবো না, কিন্তু মন্তব্য নিয়ে একটি কথা।


নীল আকাশ বলেছেন: @ চাঁদগাজী ভাই? কি খবর আপনার? কেমন আছেন? অসুস্থ ছিলেন নাকি কয়েকদিন ? এখন কি অবস্থা?


আজ থেকে চার বছর আগেও খেলাঘরের প্রতি নীলের কি সুহৃদ মন্তব্য।
ভালো লাগলো দেখে।

আর এখন সাপে নেউলে।

সময়ের সাথে কেনো যে সম্পর্কের এমন অবনতি হয়!!!

সবাই ভালো থাকুক যার যার মতো করে।


১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব অবাক হলাম এই লেখায় ৪বৎসর পর কে আবার নক করল ।
.............................................................................................
কবিতা সংক্রান্ত মন্তব্য হলে খুব ভালো হতো
কারন কবিতাটি আমার কাছে এখনও জলন্ত সক্রিয় ।
আর অষ্ট্রেলিয়ায় বসে , ছায়াহীন এক কায়ার সাথে কথা বলছি ।
এবং সামু ব্লগের জন্য বিষয়টি আরও প্রানবন্ত হতে পারে আমার সকল কবিতার
মতামত / আলোচনা হাতে পাই ।
....................................................................................................
একটা প্রশ্ন থেকেই যাচ্ছে , খেলাঘর নামটি কোন প্রেক্ষিতে চলমান ।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

মিরোরডডল বলেছেন:




ছায়াহীন এক কায়ার সাথে কথা বলছি

নিজেকে কেমন জানি ভুত ভুত মনে হচ্ছে, খারাপ না :)

একটা প্রশ্ন থেকেই যাচ্ছে , খেলাঘর নামটি কোন প্রেক্ষিতে চলমান

খেলাঘর নিকটি আমার অনেক ভালো লাগার, তাই আমি খেলাঘর বলেই ডাকতে পছন্দ করি।
প্রিয় মানুষকে প্রিয় নামে ডাকা, এই আর কি।


২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা প্রিয় তালিকায় নেই জানি
..................................................................
কারা এই সৌভাগ্য অর্জন করেছে জানতে পারি ???
তা ভূতের সাথে সংলাপ,
এই আরকি যেমন যুদ্ধ বাধায়ে
আমেরিকা সংলাপ সংলাপ চালবাজি করে ।
...................................................................
আমার বর্তমান কবিতা বা মুভি রিভিউ না দেখে
এত পিছন থেকে আওয়াজ
ভয় ভয় লাগছে বৈকি !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.