নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

ব্লগ-ডে অনুষ্ঠান : মাত্র একদিন বাকী,নিবন্ধন করুন

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

ডিসেম্বর ১৪: নিবন্ধনের শেষ তারিখঃ

আর মাত্র একদিন বাকী,নিবন্ধন করুন ... ... ...
ব্লগ-ডে অনুষ্ঠান উদযাপনে সহায়তা দিন । অনুষ্ঠানে কোন ব্লগার কি ভূমিকা পালন করবে জানতে পারলে ,
সব বল্গ লেখকের মাঝে আরও আকর্ষন উৎসাহ বৃদ্ধি পেত ।

নিবন্ধনের শেষ তারিখঃ ডিসেম্বর ১৪।
অনুষ্ঠান আয়োজনের সুবিধার্থে আমরা এই ডেড লাইন নির্ধারন করেছি। এই সময়ে যদি উল্লেখ্যযোগ্য সংখক ব্লগার নিবন্ধন না করেন, তাহলে সামগ্রিক অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হবে না। একটি বিষয় উল্লেখ্য যে, এটা সামহোয়্যারইন ব্লগের কোন আনুষ্ঠানিক অনুষ্ঠান নয় বরং এটা ব্লগারদের উদ্যোগে আয়োজিত ব্লগ ডে উপলক্ষে একটি অনুষ্ঠান।


কিভাবে করবেন ?

বিকাশ নাম্বারঃ ০১৭০৭০০৮২১৭
বিকাশ করার পর, নিজের নাম, ব্লগ নাম ( শতভাগ গোপনীয়তা বজায় রাখা হবে) মোবাইল নাম্বার, যে নাম্বার থেকে বিকাশ করা হবে সেই নাম্বার [email protected] ঠিকানায় মেইল করে জানাতে হবে অথবা ফোন করে নিশ্চিত করতে হবে।
এই নিশ্চিত করনের সময় আপনাকে একটি নিবন্ধন নাম্বার ও রিসিপ্ট দেয়া হবে। এটা সংরক্ষন করতে হবে।


অনুষ্ঠান সূচীতে কি থাকছে ?

২০ ডিসেম্বর, শুক্রবার ব্লগ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

অনুষ্ঠান সূচীঃ
বিকাল ৩ঃ০০ - ৪ঃ১৫
ব্লগারদের আগমন, পরিচয় পর্ব, অনুভুতি প্রকাশ।
বিকাল ৪ঃ৩০ - ৫ঃ৩০
আমন্ত্রিত অতিথীদের নিয়ে আলোচনা সভা ও ম্যাগাজিন মোড়ক উম্মোচন
বিকালঃ ৫ঃ৩০ - ৬ঃ০০
চা বিরতি, হালকা নাস্তা।
সন্ধ্যা ৬ঃ০০ - ৭ঃ৩০
সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্ধ্যা ৭ঃ৩০
রাতের খাবার পরিবেশন।
রাতঃ ৮ টায়
পুরুষ্কার বিতরনী এবং সমাপনী বক্তব্য।

কিভাবে যাবেন , স্হান পরিচিতি :



.................................... স্থানঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ ......................................

ম্যাপে দেখুন : Sangskriti Bikash Kendra Bhaban,1, E/1 Poribagh Rd Number 2, Dhaka 1000.

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: দারুন আনন্দময় একটা অনুষ্ঠান হবে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আশা করছি, তবে কে কি ভূমিকায় থাকবে আভাষ পেলে উৎসাহ বাড়ত।
......................................................................................................
আপনার অবস্হান কি ???

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপ্নাকে আবার মনে করিয়ে দেবার জন্য।
দেশে ফিরেছেন? আমি আসছি। দেখা হবে নিশ্চয়!

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জমজমাট আর আকর্ষনীয় হওয়া দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.