|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্বপ্নের শঙ্খচিল
স্বপ্নের শঙ্খচিল
	আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
কে বড় গর্দভ : জীবন যেখানে ! 
 
বর্ধমান জেলার এক মহকুমা শহরে একটি মামলায় সাক্ষী হিসাবে মানদা মাসির ডাক পড়েছে।বাদীপক্ষের দুঁদে উকিল বিজন মজুমদার মানদা মাসি কে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন,“আপনি আমায় চেনেন?
মানদা মাসির উত্তর : “ওমা চিনব না কেন?
তুমি বিজন।তোমায় ল্যাংটা বয়স থেকেই চিনি।পুরো বখে যাওয়া ছেলে ছিলে। 
মিথ্যা কথা বলতে।লোক ঠকানোয় ওস্তাদ ছিলে।লাগানি ভাঙানি ভালোই করতে।
আরো অনেক গুন তোমার ছিল সে সব আর বলছি না। নিজেকে মস্ত কেউকেটা ভাবতে যদিও কানাকড়ির মুরোদ ছিল না।
তোমাকে আমি ভালই চিনি”।
বিজন বাবু স্তম্ভিত হয়ে গেলেন।ভেবে পাচ্ছিলেন না কি করবেন।
কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল সন্তোষ রায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন “ওনাকে চেনেন?
মানদা মাসির উত্তর : “ওমা চিনব না কেন? 
ওতো সন্তোষ।খুব ভাল করেই চিনি।অলস অকর্মণ্য। কারো সাথে সদ্ভাব ছিল না।পাঁড় মাতাল।শহরের সবচেয়ে পিশাচ উকিল।
বৌয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছুঁড়ির সাথে ফষ্টিনষ্টি করে।তার মধ্যে একজন তোমার বৌ।ওকে ছোট থেকেই চিনি”
বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন।
এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন।
উকিলদ্বয় কাছে যাবার পর নিচু গলায় শান্তস্বরে জজ সাহেব বললেন,
“ দুই গর্দভেরএকজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কিনা তাহলে তোমাদের আমি ফাঁসি কাঠে চড়াব”।
..................................................................................................................................................................
                                                 শুধুই ফান, তবে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না ।
(সংকলিত: সুত্র্ ইন্টারনেট )
 ৫৮ টি
    	৫৮ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০০
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টার্গেটটা সঠিক জায়গায় ছিল । হা হা হা
২|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫০
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাসতে হাসতে আমি শেষ! 
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৬
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাসতে থাকুন, জীবন বড় বিচিত্র !!!
..................................................
আমি হাসতে হাসতে পেটের ব্যায়াম সেরে নিয়েছি ।
৩|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৭
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: মানূষের চেয়ে বড় গর্দভ দুনিয়াতে নাই।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১০
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অথচ, আপনার প্রিয় চাঁদগাজী গাধার পিঠে কিছু একটা চাপিয়ে 
কি বুঝাতে চাইছেন ?
৪|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৮
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, সত্যি বলেছেন জীবন সত্যি বিচিত্র। দিনে যেমন তেমন রাতে ডর লাগে।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১৫
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেদিন দিন দুপুরে ও আমার চোখের সামনে থেকে
মোবাইল ছিনতাই হলো আর
বোকা পাবলিক চেয়ে চেয়ে তামাশা / মজা পেল ।
.................................................................................
এবার নাকি পুলিশ হবে জনতার ।
৫|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৯
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৯
মেটালক্সাইড বলেছেন: আজকের দিনের পরথম মন খুইললা হাসুনি হাহ হাহহহ
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১২
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাসতে থাকুন এবং আমার মতো
চান্সে  পেটের ব্যায়াম সেরে নিন ।
৬|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১৭
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি একবার ১০০ পাউণ্ড দিয়ে লাপটপ কিনে ঘরে এনে ব্যাগ খুলে দেখি দুইটা পানির বুতল। কন চাই মনে কী কয়?
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২২
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এবার আমার হাসির পালা,
..............................................................
এমনিতেই ডাক্তার বলেছে ওজন কমাতে হবে,
আজ বোধহয় এক কেজী ওজন কমবে, হা হা হা
৭|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২৪
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার শালায় চারটা মোবাইলে কিনেছিল.... ব্যাগের ভিতর কী ছিল বলতে পারবেন?
সবাই এত বোকা বনেছিলাম, কেউ কারো মুখের দিকে তাকাতাম না।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩১
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা ! হা হা হা !হা হা হা !হা হা হা ! হা হা হা !
..........................................................................
ভাই আর হাসতে পারবনা, বুঝলাম আমরা সবাই বোকার
র্স্বগে বাস করি, এরপর কিনতে আসলে আমার পল্টন অফিসে 
আসবেন , সব মুসকিল আহসান করে দেবো ।
৮|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৬
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
মাঝে মাঝে এমন ঘটনা ঘটে প্রথম বোকা বনলেও আজীবনের জন্য হাসির খোরাক বনে থাকে। মাইগ্গো মাই! ঠক বাটপাড় আমি ডরাই!
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪৯
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে কি প্রমাণিত হলো ?
..........................................................
কে বড় গর্দভ, আমাদের চলমান সমাজ ?
আমাদের বোকামী না অজ্ঞতা!!!
নাকি রাজনীতির বাহারী চমক ?
৯|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪৬
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪৬
করুণাধারা বলেছেন: লাফটার আজ দ্য বেস্ট মেডিসিন। আমার প্রেসার কমাতে এই পোস্ট সাহায্য করবে।  ধন্যবাদ।
 ধন্যবাদ।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৩
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাইগ্গো মাই! ঠক বাটপাড় আমি ডরাই!
..........................................................................
বুঝতে পারছেন ! আমি হাসতে হাসতে মাত্রা অতিক্রম করেছি !
আজ বোধহয় এক কেজির বেশী ওজন কমবে, হা হা হা
১০|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫১
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লোভ, মোহ, বোকামি এবং অজ্ঞতা। আমরা মনে করি আমিই বেশি বুঝি জানি। না জেনে জানার ভান করলে যা হয় আরকি!
আমাকের বিবেক বোকা বনতে শুরু করেছে।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৮
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গনতন্ত্রর সুসংহত দেশে কি এমন বড় বড় গর্দভ দেখা যায় ?
.......................................................................................
মনে হয় তার কোন অবকাশ নেই ।
১১|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৩
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাকের" আমাদের হবে।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০০
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের বিবেক এখন ঘুম পাড়ানির দেশে আছে
১২|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০০
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো লণ্ডন থাকি। গর্দভ বলতে আপনি যা বুঝাচ্ছেন ওরা কিন্তু সবদেশে আছে এবং ওরা সংখ্যায় অনেক বেশি।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৫
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবন যেখানে চলমান,
সেখানে হাসি কান্না, বোকামী থাকবে
কিন্ত ঐ গর্দভ এর সংখ্যা কমা উচিৎ নাহলে,
..............................................................................
বাংলার মানুষ সত্যিকারের স্বপ্ন দেখা ভুলে যাবে ।
১৩|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৩
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৩
নীল আকাশ বলেছেন: 
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৮
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঐ গরুর শিক্ষক কে ভাই,
তাকে আমার দরকার
................................................................
গর্দভদের শিক্ষা দিতে এমন পরিশ্রমী শিক্ষক চাই ।
১৪|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৭
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ষড়রিপু নিয়ন্ত্রণ মুখের কথা নয়। 
তবে পোস্ট মজার হয়েছে, বেটা জজ এক্কেবারে বড়টা!
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১২
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বুঝতে পারছেন ! আমি হাসতে হাসতে মাত্রা অতিক্রম করেছি !
হাসতে হাসতে পেটের ব্যায়াম সেরে নিয়েছি ।
...........................................................................................
জজ বেটা এত্ত ভীতু কেন বলুন তো ?
১৫|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১৬
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বয়সে বুড়া, ঘরে বুড়ি আছে, লটরপটর করে বারোটা বাজিয়েছে, দশটায় গরম খবর প্রচার হলে তার সাড়ে বারোটা বাজবে।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২৪
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর ঐ মানদা মাসির সাহস ! তেজদীপ্ত  হুন্কার ?
..........................................................................
ঘুমিয়ে থাকা বিবেক কি অপমানিত বোধ করে না ?
১৬|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৩০
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৩০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিবেকরহিত হলে বুদ্ধি কাজ করে না। বর্তমানে তাই হচ্ছে। সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের তারতম্য নেই। বাস্তবে কী হচ্ছে বিশ্লেষণ করা যাবে না।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৩৭
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি একমাস অষ্ট্রেলিয়া ছিলাম, যদি ও অষ্ট্রেলিয়া দাবানলে পুড়ছে
কিন্ত সেখানের সমাজ ব্যবস্হা, সততা আমার ভালো লেগেছে ।
....................................................................................
ওখানে অনেক সহজ সরল মানুষ দেখেছি কিন্ত  ঐ রকম 
গর্দভ চাষের কোন ঊর্বর ভূমি দেখি নাই ।
১৭|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৪৪
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৪৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আমাকে অবাক করলেন!  দুনম্বরি সবখানে আছে। প্রেম পরকীয়া দিনের প্রহরে হয় নাকি? আজব মানুষ। এসব তো গোপনে হয়। আমি যে দেশে আছি এখানে সব হালাল হওয়া সত্ত্বেও পরকীয়া গোপনে করে ধরা খাইলে বিবাহবিচ্ছেদ। একবার খবর প্রকাশ হয়েছিল, পরকীয়া অথবা জিনার কারণ বিবাহবিচ্ছেদ বেশি হচ্ছে। আপনি কন চাই যে দেশে খুল্লাম খুল্লাম সব কিছু হয় সে দেশে িজনার কারণ বিবাহবিচ্ছেদ হবে কেমনে?
   দুনম্বরি সবখানে আছে। প্রেম পরকীয়া দিনের প্রহরে হয় নাকি? আজব মানুষ। এসব তো গোপনে হয়। আমি যে দেশে আছি এখানে সব হালাল হওয়া সত্ত্বেও পরকীয়া গোপনে করে ধরা খাইলে বিবাহবিচ্ছেদ। একবার খবর প্রকাশ হয়েছিল, পরকীয়া অথবা জিনার কারণ বিবাহবিচ্ছেদ বেশি হচ্ছে। আপনি কন চাই যে দেশে খুল্লাম খুল্লাম সব কিছু হয় সে দেশে িজনার কারণ বিবাহবিচ্ছেদ হবে কেমনে?
মাথা হ্যাং করে।
যাক, আজকের জন্য যথেষ্ট হয়েছে। ডাকের কথা আছে, পাপে বাপ ছাড়ে না।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:১২
২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঢাকা শহরে আজকাল সবচেয়ে বেশী বিবাহ বিচ্ছেদ হচ্ছে,
........................................................................
তাহলে কি এখানে গর্দভের সংখ্যা বেড়ে গেছে ?
১৮|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৪৮
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন: 
'মানদা মাসি'র কথা লিখেছেন? মানদা মাসি আপনাকে সবার চেয়ে আরো বেশী করে চিনেন; দেখিয়েন, উনি সামুতে  নিক খুললে  আপনার খবর হয়ে যাবে।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:১৪
২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 'মানদা মাসি'র সন্ধানে আছি,
তাহলে ছাত্র জীবনে আপনার কিচ্ছা কাহিনী রসালো ভাবে শুনতে পেতাম,
...................................................................................................
সব থেকে বেশী নুরু ব্লগারের উপকার হতো।
১৯|  ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৫৭
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৫৭
ভুয়া মফিজ বলেছেন:  
   
   
   ...........বন্ধ করতে পারছি না!!!!
 ...........বন্ধ করতে পারছি না!!!!
  ২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:১৬
২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিদিন যদি এভাবে হাসতে পারেন তাহলে
হার্টের ব্যামো আর থাকবে না ।
২০|  ২৪ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪১
২৪ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
হাহাপাখুগে !!!!!
ভালো যে জিজ্ঞাসা করে নাই
চাঁদগাজী কে? তাইলে হাটে
হাড়ি ভেঙ্গে দিত মানদা মাসি!!
  ২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:১৯
২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাঁদগাজী কে? তাইলে হাটে
হাড়ি ভেঙ্গে দিত মানদা মাসি!!
.....................................................................................
মনদা মাসিরে খবর পাঠাইছি, কিন্ত ফোকলা দাঁতে চাঁদগাজী নামটাই
উচ্চারন করতে পারছে না ।
২১|  ২৪ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৩
২৪ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৩
শের শায়রী বলেছেন: ভাগ্যিস মনদা মাসির ব্লগে কোন নিক নাই, থাকলে ম্যালা জনের খবর অইত  
  ২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:২২
২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনদা মাসির ঠেলায় বাঘা বাঘা উকিল কোর্ট ছেড়ে পালায়,
ব্লগে আইলে  অনেক ব্লগার পালাইব, ব্লগ সাফ হইয়া যাইব,
.............................................................................
এডা কিয়া কন আফনে ?
২২|  ২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:৪২
২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:৪২
ময়ূরী বলেছেন: মানুষজাতির দিনদিন অধঃপতন হচ্ছে।।
  ২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১১:১২
২৪ শে জানুয়ারি, ২০২০  রাত ১১:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এমন ঘটনা ঢাকায় ঘটছে অহরহ,
কি ন্ত কজনা মনদা মাসির মতো বলতে পারবে ???
২৩|  ২৫ শে জানুয়ারি, ২০২০  রাত ১:০৪
২৫ শে জানুয়ারি, ২০২০  রাত ১:০৪
নীল আকাশ বলেছেন: ব্লগে এখনই তো সুযোগ মানদা মাসির নামে একটা নিক খুলে যাকে যাকে টার্গেট....
রেফারি নাই কিন্তু
  ২৫ শে জানুয়ারি, ২০২০  রাত ৩:৫৯
২৫ শে জানুয়ারি, ২০২০  রাত ৩:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানদা মাসির টনটনে জ্ঞান আর অকুতোভয় শক্তি সাহস কার আছে,
এই বাংলায়;
দেখার অপেক্ষায় থাকলাম ।
২৪|  ২৫ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:১১
২৫ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অথচ, আপনার প্রিয় চাঁদগাজী গাধার পিঠে কিছু একটা চাপিয়ে
কি বুঝাতে চাইছেন ? 
শ্রদ্ধেয় চাদগাজী সজ্জন ব্যাক্তি। অনেক জানেন, বুঝেন।
  ২৫ শে জানুয়ারি, ২০২০  সকাল ১১:৫৮
২৫ শে জানুয়ারি, ২০২০  সকাল ১১:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তারপরও সবাই উদগ্রীব,
মানদা মাসি ব্লগে নিক খুলে সভায় যোগ দিলে অনেকের মুখোশ খুলে যাবে ।
......................................................................................................
বিশেষ ভাবে  চাঁদগাজী সাহেবের ছাত্রজীবন জানার আগ্রহ অনেকের ।
২৫|  ২৫ শে জানুয়ারি, ২০২০  সকাল ১১:৪৯
২৫ শে জানুয়ারি, ২০২০  সকাল ১১:৪৯
ফয়সাল রকি বলেছেন: জর্জ সাহেব  তো শিক্ষা নিলেন  
  ২৫ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:০৬
২৫ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেটাই তো মজার বিষয়,
একজন মানদা  মাসির সাহস ! তেজদীপ্ত হুন্কার শুনে জর্জ সাহেব কাত
তাহলে এই বাংলায় প্রতি জেলায়  একজন করে মানদা মাসি থাকলে
আর দুদকের  কোন কাজ থাকতনা ।
.....................................................................................................
সত্যিকার অর্থে "আমার সোনার বাংলা" হতো ।
২৬|  ২৫ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:১৯
২৫ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
লেখক বলেছেন: সেটাই তো মজার বিষয়, একজন মানদা মাসির সাহস 
সাহস নয়. উপস্থিত বুদ্ধি আর নিজের প্রতি আত্মবিশ্বাস !!
  ২৫ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৬
২৫ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:@ সাহস নয়. উপস্থিত বুদ্ধি আর নিজের প্রতি আত্মবিশ্বাস !!
.........................................................................................................................
আপনি আমাকে আরও অনুপ্রানিত করলেন তাহলে,
মানদা মাসি ব্লগে নিক খুলে সভায় যোগ দিলে অনেকের মুখোশ খুলে যাবে ।
২৭|  ২৬ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৭
২৬ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৭
ফয়সাল রকি বলেছেন: মানদা মাসিদের গল্পেই পাবেন, বাস্তবে পাবেন না   ফলে দুদক  বাবাজীদের লাগবেই।
 ফলে দুদক  বাবাজীদের লাগবেই।
  ২৬ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:২০
২৬ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরে আরে আরে আপনি বলেন কি ? আপনি তো লেখক
আপনার জীবনি শক্তি অনেক শক্তিশালী হতে হবে,
........................................................................................
বাস্তবে এমন লোক আছে, প্রতিকুল পরিবেশের কারনে কথা বলছেন না,
পুলিশের ডান্ডাবাড়ি অনেকে সহ্য করতে পারেনা ।
২৮|  ২৬ শে জানুয়ারি, ২০২০  দুপুর ২:১৪
২৬ শে জানুয়ারি, ২০২০  দুপুর ২:১৪
ফয়সাল রকি বলেছেন: ভাই, আমিও তো ডান্ডাবাড়ি ডরাই...  
  ২৭ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:৫৭
২৭ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আসুন তাহলে তিতুমীরের বাঁশের কেল্লা দেখতে যাই ।
...............................................................................
ওখানেও বীরত্ব গাঁথা আছে ।
২৯|  ২৭ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:৪৯
২৭ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:৪৯
মিরোরডডল বলেছেন: খুবই মজার : -)
  ২৭ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৩২
২৭ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাস্তবতার সৌন্দর্য চমৎকার, হৃদয় হরন করে ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫০
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা, জানের মায়া যেমন তেমন ইজ্জতের মায়া বেশি! বেটা বজ্জাত!
