নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

করোনা ছাড়পত্র

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১০




---------------- : TO WHOM IT MAY CONCERN :---------------


করোনা মারার জাদু ........................................................ :

কালোজিরা মধু
করোনা মারার জাদু ।
গরম জলে লেবু
কোভিট হবে কাবু।
কাঁচা রসুন খেলে
ভাইরাস যাবে চলে।
নিম পাতার চা
গরম গরম খা।

সব ওষুধের দাদা
নামটি তার আদা।
তুলসিপাতা মেথি
বিশ্বজোড়া খ্যাতি ।
লবঙ্গ তেজপাতা
ফুসফুস হলে ব্যথা।

এলাচি দারচিনি
খাবে প্রতিদিনই।
বাষ্প পানির ভাপ
শুকনো কাশি মাফ।
করলে বেশি দান
শান্তি পাবে প্রাণ।


(সংকলিত )


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৮ এপ্রিল শনিবার আজকের আপডেটঃ
বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১৪৪ সুস্থ ৬৬ মৃত্যু ৮৪ !!!

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই ভালো আছেন তো ?
সামাজিক দুরত্ব বজায় রাখুন ।

...................................................................

২| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩

ওমেরা বলেছেন: বিস্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ।
আপনার কবিতা তো এগুলোর দাম বাড়িয়ে দিবে ।
আমরা সচেতন থাকলেই করোনা থেকে আমরা মুক্ত থাকবো । ইনশা আল্লাহ!

হাত পরিস্কার রাখুন, ডিসটেন্স বজায় রেখে চলুন ।

ধন্যবাদ।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠিক কথা,অনেকে তাই পালন করছে ।
তবে এ থেকে অনেকে সাধারন জ্বর, কাশি, শ্বাসকষ্ট থেকে
উপকার পাচ্ছে ।

.................................................................................
আজ আদা কিনেছি ৩২০/- কেজি দরে । লেবুর ষ্টক নাই

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো কি করে থাকি বলেন!!
দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কবলে ১০০ চিকিৎসক ও ৫৭ নার্স-
এমনটা দাবি করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
ফলে দেশের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শঙ্কায় পড়তে পারে।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টিভি সাংবাদিক করোনা আক্রান্ত, একটি চ্যানেল
একারনে সংবাদ প্রদান বন্ধ রেখেছে,

........................................................................................................................
তাই সাবধান, বাচ্চারা যখন মাফ পাচ্ছে না, লকডাউন না মানলে খবর আছে ।

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: সম্ভবত যাদু শিল্পী জুয়েল আইচ এটা লিখেছেন।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: করোনা নিয়ে আতন্কের মাঝেও ফান চলছে ।
.........................................................................
ভাবছি করোনা আতন্কের মাঝে, ভালবাসার গল্প লিখব ।

৫| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭

কালো যাদুকর বলেছেন: দারুন ছড়া। তবে এগুলো এখনও প্রুভেন না। আমার দুই বন্ধুর করোনা হয়েছে, ওরা এগুলো ট্রাই করেছে। এখন কি কারণে ওরা ভাল হচ্ছে তা আল্লাহ ভাল জানেন।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এসবের গুন আছে, কেউ কেউ বলছে উপকার আছে,
তবে বিজ্ঞান এখনো সুনির্দিষ্ট ভাবে কিছু বলছে না ।

................................................................................
সামগ্রিক ভাবে মনে করা হয়, এই ভাইরাস এ,বি, সি টাইপের এবং
৩৮০ বার চরিত্র পরবির্তন করেছে এবং বাংলাদেশে ইতালী থেকে আসা ভাইরাসের
আক্রমন শনাক্ত করা গেছে , যা এপর্যন্ত ১১বার চরিত্র পরিবর্তন করেছে ।
তাই এর সঠিক ভ্যাকসিন বের করাও কঠিন ও পরিবর্তনশীল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.