নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

আমরা মহা বিপদজনক সময় অতিক্রান্ত করছি

১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:১৪

আমরা মহা বিপদজনক সময় অতিক্রান্ত করছি :

শান্তির জন্য নোবেল পুরস্কারের সুপারিশ : ডনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করলেন এক নরওয়ের রাজনীতিবিদ।

গ্যাসে দ্গ্ধ মৃত মানুষের লাশের উপর : মসজিদ নির্মান বেআইনী কিনা তার সুলুক খুজঁছি ..........

মাদক ব্যবসায়ী খুঁজতে গিয়ে : মেরিন ড্রাইভকে মৃত্যু পুরী বানায়ে ফেলছি ।

এই তিনটে দিয়ে শুরু কললাম, এবার আপনাদের পালা, পূরন করতে থাকুন , নাহলে আরও কিছু যোগ করব ।






................................... এটাকি ভৌতিক গল্পর চেয়ে কোন অংশে কম মনে হয় ??? ''''''''''''''''''''''''''''''''''''

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সন্তানকে স্কুল থেকে আনতে যাওয়া জননীকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করছি।
মসজিদের গ্যাসের সমস্যার জন্য ঘুষ চাচ্ছি।
করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে বিশ্বের দরবারে স্বদেশের সম্মান বয়ে আনছি।
কিশোর শ্রমিকদের পায়ুপথে কম্প্রেসর দিয়ে গ্যাস ঢুকিয়ে বেলুন বানাচ্ছি।
একটি দূতাবাসের ভিতরে ভিন্নমতালম্বীকে কেটে টুকরা টুকরা করা হত্যাকারীদের ক্যাপিটাল পানিশমেন্ট না দিয়ে জীবন রক্ষা করছি।
এমোনিয়াম নাইট্রেট মজুদ করে বৈরুতকে নরক বানিয়ে ফেলছি।

তালিকা আর দীর্ঘ করতে চাচ্ছি না - সহব্লগারদেরও তো অনেককিছু যোগ করার আছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ ! আপনার মন্তব্য আর সহযোগিতা দিয়ে ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমাকে বলতে হয়, আপনি ৫০ বছর পর ঘুম থেকে উঠেছেন!

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে ট্রাম্পকে করানা নীতির কারনে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবার কারনে
কেউ কেউ ফায়ারিং স্কোয়াডে পাঠাতে চায়,
সেখানে আপনাদের দেশের কিছু চাটুকার, ইহুদী এজেন্ট মানুষের দৃষ্টি
অন্যদিকে ফেরাতে বিশ্ব বিবেকের সহিত মশকরা করছে ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের নিয়ে সমবায় করতে পারবেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয়টি এই টপিকে আলোচ্য নয় ।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হে আলফ্রেড নোবেল,
তুমি কবরে এবার আত্মহত্যা করো
খুনিরা মনোনয়ন পায় শান্তির জন্যে!!
হা ইশ্বর!




১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যথার্থ বলেছেন,
আত্নার শান্তি আর খুঁজে পাচ্ছিনা ।

..................................................................................
কেন আমাদের এই আত্নদহন তা লিখুন
আশাকরি ভুতুরে গল্পকে হার মানাবে

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:২৭

জাহিদ হাসান বলেছেন: ভিন্নমতের মানুষকে হত্যা ও গুম করা হচ্ছে। দেশের মানুষ ধর্মীয় উগ্র হয়ে যাচ্ছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটা আপনার মন্তব্য কিন্ত এমন ঘটনা বলুন
.....................................................................
যা আলোচিত অপরাধ কিন্ত সমাধান হয় নাই
যা, ভুতুরে গল্পর চেয়ে আতন্কজনক !

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৪

সাগর শরীফ বলেছেন: যোগ তো বহুত করা যাবে। হাজারে হাজার! সমাধান একটারও নেই স্যার।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাগর শরীফ বলেছেন: যোগ তো বহুত করা যাবে।
.......................................................................................
সেটাই বলুন :
যা আলোচিত অপরাধ কিন্ত সমাধান হয় নাই
যা, ভুতুরে গল্পর চেয়ে আতন্কজনক !

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরকারীদল এবং বিরোধীদল গনতান্ত্রিক ভাবে পরিচালিত হলেই এই দুর্ভোগ থাকবে না।অন্যথায় এই দুর্ভোগ চলতেই থাকবে।
নাম্বার ১০০শই করেন আর ২০০শই করেন শেষ হবে না।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: পরিচালিত হলেই
.....................................................................................................................
ভাই এখন তো তাই হচ্ছে, সরকারীদল এবং বিরোধীদল গনতান্ত্রিক ভাবে পার্লামেন্ট চালাচ্ছে
তারপরও কেন একজন ওসি মানুষ হত্যার নেশায় দানব হয়ে যায় ???
তাই আপনার চোখে কোন ঘটনাটি ভয়ন্কর অথচ আজও সমাধান হয়নি ???

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: গেল ৫০ বছরে বাংলাদেশ এক ভয়াবহ অবস্থার মুখোমুখি যা আগে হয়নি কখনো ।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শাহ আজিজ বলেছেন: গেল ৫০ বছরে বাংলাদেশ এক ভয়াবহ অবস্থার মুখোমুখি
................................................................................................................
আমরা জানি ,
কিন্ত কোন কোন ঘটনার বিচারে জানি বলুন ?
তাই তো আমার লেখাটা
পূর্ণ করতে আপনার অভিজ্ঞতার একটি ঘটনা বলুন ,
ঘটনাটি ভয়ন্কর অথচ আজও সমাধান হয়নি ???

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: ট্রাম্পের সাথে মোদির নাম দিলে ব্যালেন্স হতো।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: ট্রাম্পের সাথে মোদির নাম দিলে ব্যালেন্স হতো।
........................................................................................................
মন্তব্যটা লাগসই তবে আমি চাইছি আপনার চোখে কোন ঘটনাটি
ভয়ন্কর অথচ আজও সমাধান হয়নি ???

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: হিটলার এর নাম যদি সুপারিশ হয়ে থাকে তাহলে ট্রাম্প কি দোষ করলো? ট্রাম্প তো লক্ষ লক্ষ হত্যা করে নি।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাবাশ!!! রাজীব নুর ভাই
...........................................................................
এইতো আমার মনের ক্ষোভ ব্যাথার স্হানটা ধরতে পেরেছেন,
তবে আপনার দেখা তুমুল আলোচিত সংঘটিত অপরাধ বলুন
কিন্ত সমাধান হয় নাই
যা, ভুতুরে গল্পর চেয়ে আতন্কজনক !

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:২১

নাসরিন ইসলাম বলেছেন: ভিন্নধর্মী চিন্তাভাবনা। মন কাড়ল।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নাসরিন ইসলাম বলেছেন: ভিন্নধর্মী চিন্তাভাবনা।
.........................................................................................
অনেক কথা সরাসরি বলার সুযোগ নাই,
কিন্ত প্রতিদিন আমরা প্রতারনা করি নিজ বিবেকের কাছে
তাই একটু স্পার্ক দিয়ে দেখলাম, আসলেই কি আমরা সত্যি সত্যি
বেঁচে আছি নাকি,
বিশ্বাস, ইমানকে লকআপে দিয়ে তামাশা দেখছি !!!

...........................................................................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.