নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

নববর্ষ"২০২১ : মজা করে কেক খেলাম !

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০

নববর্ষ"২০২১ : মজা করে কেক খেলাম !



বর্ষবরণের পর শুরু হয় সোহার্দ্য ও নতুন্ত্ত্বের ভাব বিনিময়,
এটা বাংলার আবহমান সংস্কৃতিতে চলছে দীর্ঘদিন যাবত ।
পূর্বে তা গ্রাম গন্জে চল্ ছিল এখন শহুরে রুপ ধারন করেছে ।
কোথাও চলছে পার্টি, দাওয়াত, গান বাজনার আসর, ক্যালেন্ডার অথবা গিফট বিতরন
বা কেক কেটে করপোরেট কালচার তৈরী ।



এমনি একটা আবহে ছিলাম গতকাল মিল্কভিটার সদর দপ্তরে ।
গ্রামীণ কর্পোরেট থেকে একটি টিম এসে হাজির , সঙ্গে ইয়ায়া.....
বড় একটি প্যাকেট, বুঝতে অসুবিধা নয় যে অনেক অনেক বড় কেক:
আগ্রহ নিয়ে আছি কেমন দেখতে,
ঐ সময় উপস্হিত ছিল , একটি কোম্পনীর ৪জন পরিচালক, একজন এমপি, আইনজীবি
আর প্রতিষ্ঠানের প্রধান, এমডি ও জিএম এজিমবৃন্দ ।
কেউ কেউ বলছিল এই করোনায় কি ভাবে কেক কাটা হবে, কেউবা বলছে এভাবে তো
খাওয়া যাবেনা !
কর্পোরেট টিমের প্রধান ছোট্ট আর ধীরে ধীরে বল্ল , আমরা আপনাদের অসুবিধার কথা
জানি আর মনের অবস্হা বুঝি, তাই দেখুন আমরা কি এনেছি ...............




আস্তে আস্তে প্যাকেটের মুখ উত্তোলন হলো, আমরা বিস্ময় নিয়ে দেখলাম ,
খুব সুন্দর করে সাজানো আর নিরাপত্তামূলক ব্যবস্হা নেয়া হয়েছে ।
সবার মুখ আনন্দে উজ্জল হয়ে উঠল, ঝটপট ছবি হলো আর খুব
মজা করে আমরা নববর্ষর কেক খেলাম ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:




ভয় পেয়েছিলাম, আপনি কবিতা লিখে ফেললেন নাকি!

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
গদ্য থেকেই কবিতার আকার ধারন করে ।
আমার কবিতা আপনি পড়েছেন , তাই ভয় পাবার সুযোগ কোথায় ?

..................................................................................................
যখন তখন কবিতা লেখার মুড আমার নেই, বিশেষ কোন মর্হুতে কবিতা
লিখতে ইচ্ছে করে, তাই আমার কবিতার সংখ্যা অনেক কম, যেহেতু
সারাদিন ব্যস্ততা কাটে, অফিস সাইট আর ভ্রমনে ।
তাই লিখতে চাই প্রতিদিনের সঞ্চিত অভিজ্ঞতা, কিন্ত পারছি কোথায় ?
সারাদিনের পর থাকি ক্লান্ত, এরপর ঘুমানো ছাড়া উপায় নাই ।

...................................................................................................
ধন্যবাদ, কবিতা লিখব আপনাকে নিয়ে, অপেক্ষা করুন !!!

২| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: হঠাৎ যে কোন কিছু প্রাপ্তি অনেক আনন্দের। আর তা যদি একরকম স্পেশাল, তাহলে তা আরও মজার।আপনারা খেলেন মজাদার কেক আর আমরা দেখলাম তার ছবি।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনারা খেলেন মজাদার কেক আর আমরা দেখলাম তার ছবি।
............................................................................................
ভাই, আগামী দিনে আপনি মজা করে খাবেন আর
আমরাও হঠাৎ মজা করে অনন্দ করব ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৬

শোভন শামস বলেছেন: আনন্দের আর সুখের সাবলিল প্রকাশ

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘটনাটি একেবারেই না কয়ে বলে হঠাৎ হাজির !
...............................................................................
করপোরেট সেক্টরের লোকজন এমনতর সারপ্রাইজ দিতে অভিজ্ঞ

৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা !
মজার কেকের মতই হোক বছরের দিনগুলো।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার আশা পূর্ণ হোক
..........................................................
করোনার থাবায় বিশ্ব যেথায় বিব্রত
সেখানে আশা আশির্বাদ হোল বেঁচে থাকার একমাত্র
অবলন্বন !
....................................................................
নিন একটি কেক আপনার জন্য, জানাবেন স্বাদ কেমন হলো !!

৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: নতুন বছর আনন্দময় হোক।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি সুরভী ভাবিকে নিয়ে আনন্দময় জীবন অতিবাহিত করুন
এই দোয়া করি ।

......................................................................................
করোনা সর্তকতা : আনন্দর মাঝে ও নিরাপত্তা বলয় রক্ষা করে চলুন ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩০

সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: ভয় পেয়েছিলাম, আপনি কবিতা লিখে ফেললেন নাকি!

হাহাহাহা........ আমিও ভাবছিলাম কবিতা। এ্যানিওয়ে, চমৎকার কেকের আইডিয়া।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাঁদগাজী বলেছেন: ভয় পেয়েছিলাম,
......................................................
তাই তার জন্য তাকে নিয়ে কবিতা লিখতেই হবে!!!

কবিতা মনে মনে প্রতিদিন ২/১ লাইন করে আসতে থাকে
অলসতা! অলসতার জন্য ফ্রেমে বন্ধী করা হয়না ।
তবে আপনাদের নিরাশ করব না, চাঁদগাজীর কবিতা হবেই ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সবাই আনন্দে আর সুখে থাকতে চায় তবে তা হয় না কখনো কখনো। শুভ কামনা

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দু :খের মাঝেও আনন্দ ও সুখ
বর্জন করা যায় না ,
তাহলে জীবন যে অচল হয়ে যাবে ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৫

কবিতা ক্থ্য বলেছেন: দেখাইয়া মুরগি
খাওয়াইলো ডাইল।

এইটা অবশ্যই বিরোধী দলের ষড়যন্ত্র।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এইটা অবশ্যই বিরোধী দলের ষড়যন্ত্র।
.................................................................
এখানে কোন রাজনীতির দল নাই !
ভাই ! কেক খে তে চাইলে চলে আসুন,
এখনো ফ্রিজে অনেক কেক মজুদ আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.