![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ডুবে যাবে পঞ্চমীর চাঁদ,
শুধু লক্ষ-কোটি তারা মিলে
তোমার অবয়ব ধারন করবে,,,
তখন জেনে নিও,,, কেউ একজন তোমার প্রয়োজনীয়তা বোধ করছে।
হয়তো তুমি তখন হাজার মাইলদূরে,
অন্য কারো বুকে সুখ খুঁজে নিচ্ছো!
কিন্তু আমি আজো একজনের অপেক্ষাতেই সহস্র নিকোটিনের কালো ধোয়ায় সুখ খুঁজে যাই।।।
জানি, সে ভুলেও এপথে ফিরবে না,
তবু কিছু মিথ্যে আশায় ঐ তারার অবয়বতে তাকে খুঁজে জেগে রই,
আর গড়ি তাকে নিয়ে কিছু যুগের শ্রেষ্ঠ মহাকাব্য,,,
যার মাঝে জ্বালিয়ে দেই তার প্রতি তীব্র ঘৃণার আগুন।।।
তাই আজ শত বর্ষের পরও তার প্রতি ভালবাসা কমেনি।।।
শুধু বেড়েছে না পাওয়ার জ্বালা!!!
***************
হতে পারি আমি নির্বাসিত,
কিংবা পাগল,,,
তবুও আমি পুরুষ,,,
তাই কষ্টের পাহাড় সমান পাথর বুকে নিয়েও কাঁদতে পারিনা।।।
কোন এক মহামানব নাকি বলেছে পুরুষদের কাঁদতে নেই।।।
তাই আমি কাঁদিনা,,,
সকল কান্নাকে এক-একটি কাব্যেরূপ দিয়েছি!!!
প্রতিটি কাব্যে লেখা রয়েছে তোমার নামে কান্না,,,
তোমার নামে হাসতে ভুলে গেছি আমি!!!
কতগুলো কাব্য লিখেছি জানিনা।।।
তাই আমি জানিনা,
কতবার আমি তোমার জন্য কেঁদেছি।।।
কে জানে?
কান্নায় বেশি সুখ,নাকি হাসিতে!!!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২১
অসাধারন সমীকরণ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।।। আপনিও সুখে থাকেন,,, সেই কামনাই করি।।।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৫
অসাধারন সমীকরণ বলেছেন: শুনে খুশি হলাম।।। আপনার জন্য শুভ কামনা।।।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: সুখ ফিরে আসুক আপনার দুয়ারে