![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ভালোবাসার
মানুষটাকেও খুব বিরক্ত লাগে,,,
যাকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করা
যেতো না,
সেই তাকেই মনে হচ্ছে, না থাকলেই
ভালো হতো।।।
আসলে, যেখানে ভালো লাগার জড়
বস্তুটাও এক সময় খারাপ লাগার কারন
হয়,
সেখানে মানুষ তো খারাপ
লাগবেই।।।
কিন্তু, নিজে যখন একটু একা হবেন,
ভাবনার সময় পাবেন,
তখন দেখবেন সেই মানুষটাকেই বেশি
মনে করছেন।।।
যাকে কিছুক্ষন আগেও বিরক্ত
লাগতো,
সেই এখন ভালো লাগার কারন।।।
ভালোবাসা এমনই,,, ভালোবাসার
বস্তু/মানুষের উপরেই বেশি রাগ হয়,
বিরক্ত লাগে সবচেয়ে বেশি।।।
ভালো থাকুক সকল ভালোবাসা আর
ভালোলাগা।।।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:২৪
অসাধারন সমীকরণ বলেছেন: অভিজ্ঞাত আছে নাকি???
শুভ রাত্রি।।।
২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:২৫
রুদ্র জাহেদ বলেছেন: বাহ!দারুণ লিখেছেন
০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:২৫
অসাধারন সমীকরণ বলেছেন: ধন্যবাদ, আপনাদের প্রশংসাই অনুপ্রেরণা।।।
ভালো থাকুন, শুভ রাত্রি।
৩| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬
বিজন রয় বলেছেন: দারুন লিখেছেন।
+++++
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৫
অসাধারন সমীকরণ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।।।
ভালো থাকুন সব-সময়।।।
শুভ সকাল।।।
৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:২১
রিপি বলেছেন:
ভালোবাসা এমনই হয়। ভালো লেগেছে।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৬
অসাধারন সমীকরণ বলেছেন: ভালোবাসা কেমন হয়, তা সম্পর্কে ধারনা কম।।। তবে ভালোলাগা এমনি হয়।।।
শুভ সকাল, সুন্দর হোক আপনার দিন।।।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ