নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের শুরু থেকে আমরা এক সমীকরনের মধ্য দিয়ে চলছি।।। প্রতিটি কাজ হচ্ছে এই সমীকরণ অনুযায়ী।।। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলে এই সমীকরণ।।। এক সময় মারা যাই আমরা,,, শেষ কি হয় আমাদের এই সমীকরণ???উত্তর জানা নেই কারো।।। কারন আমরা

অসাধারন সমীকরণ

অসাধারন সমীকরণ › বিস্তারিত পোস্টঃ

কেউনাদের গল্প

১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৫

আপনার খুব মন খারাপ,,, কষ্টের মাঝে একটু আশ্রয় খুঁজছেন?
তখন সবচেয়ে বেশি আপনার যার প্রয়োজন, সে হচ্ছে একজন
কেউনা!!!
কেউনা রা এমন একজন, যারা কখনোই কারো আপন হয়ে থাকতে পারেনা,, সবাই তাদের মনে করে শুধুমাত্র প্রয়োজনের সময়।।। এই কেউনারাও সবার প্রয়োজনে এসে সাহায্য করে আবার আড়ালে চলে যায়!!!!!

এদের প্রেমিকারাও এদের কাছে আশ্রয় খোঁজে, মাথা রাখার জন্য কাঁধ খোঁজে!! আর কাঁধে মাথা রেখে বলে,,, যদি চলে যাই, ভেবোনা ভালোবাসিনি কখনো।।। এই কেউনা রা তা খুব সহজে মেনেও নেয়!!!

হ্যাঁ, আমি সেই সকল কেউনাদের কথাই বলছি, যারা তাদের একান্ত প্রয়োজনের সময়েও পাশে কাউকে পায়না!!! এমনকি তার অতি প্রিয় মানুষটাও তাকে প্রয়োজনের সময় ছেড়ে চলে যায়।।।

এই কেউনা রা এই জগতে এক্সট্রা হয়েই যেনো জন্মনেয়। এরা সবার কাছেই থার্ড পার্সন হয়ে থাকে।।। একসময় যেই মানুষটা তাকে বলতো ভালোবাসি, সময়ের ব্যবধানে সেই বলে,,, তোমার সাথে আর হচ্ছেনা,,, ভালো থেকো!!!

এই কেউনা দের সাথে স্রষ্টার ও যেনো দ্বন্দ্ব , এদের চাওয়ার সাথে যেনো তার সব-সময় অসংগতি থেকে যায়।।। একটু খুঁজলেই পেয়ে যাবেন আপনার আশে-পাশেই এই "কেউনা" দেরকে।।।

ভালো থাকুক এই জগতের কেউনারা।।। আর পাশে থেকে সাহায্য করে যাক সারাজীবন আপনাকে-আমাকে সবাইকে।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.