![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষন আগেই স্বাধীনতা দিবস শেষ হলো, আজকের(গতকালের) এই ২৬শে মার্চের মাধ্যমে স্বাধীনতার ৪৫ বছর পার হলো। এই ৪৫ বছর পরও আমার মনে প্রশ্ন থেকেই যায়,, আচ্ছা আমরা কি সত্যি স্বাধীন?
গতকাল স্বাধীনতা দিবসে মিরপুর ১ থেকে মহাখালী যাওয়ার পথে শ্যামলিতে হঠাৎ দেখি ট্রাফিক পুলিশ রাস্তার সব গাড়ি সাইডে থামিয়ে রাস্তা খালি করলো,একজন ভিআইপি নামক ব্যক্তি সেই রাস্তা দিয়ে যাবে, তারই কিছু গাড়ির জানালা খুলে একজন করে লোক ডান্ডা বের করে নাড়তে নাড়তে যাচ্ছে আর কোন গাড়ি যেনো তাদের সামনে না আগায় তাই চিলাচ্ছে, অর্থাৎ সামনে এলেই লাঠি দিয়ে মারবে!!!
আমার প্রশ্ন, স্বাধীন দেশে কি আমার স্বাধীন ভাবে চলার অধিকার নেই? শুধু ভি-আইপি নামক ব্যক্তির সময়ের মূল্য আছে, আমাদের নেই? যে ছেলেটা এইসব ভি-আইপি ব্যক্তির জন্য কাজে যেতে দেরি করায় চাকুরি হারায়, তার কি চাকুরি করার স্বাধীনতা নেই?
আমরা এমন এক স্বাধীন দেশে বাস করি, যে দেশে কোন সাধারণ মানুষ স্বাধীন ভাবে চলাচল করতে পারেনা। কোন মা-বোন তাদের ইজ্জত মর্যাদা নিয়ে স্বাধীন নয়। তাই তনুর মতো হাজারো নারী ধর্ষণের শিকার হয়, তবু সুবিচার পায় না। কারন আমাদের দেশের বিচার বিভাগও স্বাধীন নয়!!!
তবে আমরা স্বাধীন কিসে???
১৯৭১ সালে যুদ্ধ করে হয়তো আমরা পাক বাহিনী থেকে স্বাধীন হয়েছি তবে একই সাথে এইসব ক্ষমতাধর ভি-আইপি ব্যক্তিদের কাছে পরাধীন হয়ে গিয়েছি।
হয়তো আরো একবার আমাদের যুদ্ধে নামতে হবে, এই দেশকে প্রকৃত অর্থে স্বাধীন করতে, যেখানে আর কোন মা-বোন তনুদের মতো নির্যাতনের শিকার হবে না, আর কোন ছেলে ভি-আইপির কোপানলে পরে ঠিক সময়ে কাজে যেতে না পেরে চাকরি হারাবে না। যেখানে আপনি-আমি সবাই প্রকৃত অর্থেই সকল কাজে স্বাধীন হবো।।।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৬
অসাধারন সমীকরণ বলেছেন: হাহাহা, পুলিশ যেই হারে চাঁন্দাবাজি করে এদের উপর, তাতে এই ভদ্রলোকরা দ্রুতই ভিআইপি হতে নাম কাটাবেন।
২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০২
বিজন রয় বলেছেন: হ্যাঁ, স্বাধীন।
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪
অসাধারন সমীকরণ বলেছেন: হাহাহা, কোন অর্থে স্বাধীন দাদা?
৩| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৭
অরন্য সামির বলেছেন: ভালো লিখছেন। শুভকামনা রইল
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
অসাধারন সমীকরণ বলেছেন: ধন্যবাদ। শুনে ভালো লাগলো।
আপনার জন্যও শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:৪২
কালীদাস বলেছেন: মন খারাপ কইরেন না। কম কষ্টে সহজে ভিআইপি হইতে চাইলে একটা মোটর সাইকেল কিনা ফালান, ঢাকা শহরে এই মালগুলার চেয়ে বড় ভিআইপি কেউ নাই