নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের শুরু থেকে আমরা এক সমীকরনের মধ্য দিয়ে চলছি।।। প্রতিটি কাজ হচ্ছে এই সমীকরণ অনুযায়ী।।। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলে এই সমীকরণ।।। এক সময় মারা যাই আমরা,,, শেষ কি হয় আমাদের এই সমীকরণ???উত্তর জানা নেই কারো।।। কারন আমরা

অসাধারন সমীকরণ

অসাধারন সমীকরণ › বিস্তারিত পোস্টঃ

বেহায়া প্রেমিক

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫

অনেক আয়োজন করে লিখতে বসেছি আজ তোকে।
জানি, কোন চিঠি তুই খুলে পড়িস না, তবুও লিখে যাই তোকে।
তোকে চিঠি লিখার জন্য সুন্দর একটা ডায়েরি কিনেছি, ডায়রিটার একটা নামও দিয়েছি। কিছু লাল-নীল রঙের কলম কিনেছি, শুধু তোকে চিঠি লেখার জন্য এতো সব আয়োজন।

তোর কি মনে পরে শেষ বৈশাখ মেলাতে আমার কাছে লাল টুকটুকে রেশমি চুড়ি চেয়েছিলি তুই? আমি তোকে লাল,নীল, আর কলাপাতা রঙের চুড়ি কিনে দিয়েছিলাম। তুই কি সেগুলো এখনো যত্ন করে রেখে দিয়েছিস? নাকি মনের মতো চুড়ি গুলোও ভেঙে ফেলে দিয়েছিস?

জানিস, আজ তোকে অনেক ঘৃণা করতে ইচ্ছে হয়, কিন্তু জানিস তো, আমি শুধু ভালোবাসতে জানি, ঘৃণা করাটা আজো শেখা হয়নি।

তোকে ঘিরে অনেক গুলো স্বপ্ন বুনেছিলাম, অনেক যত্ন করতাম স্বপ্ন গুলোকে, তবে স্বপ্ন গুলো শাখা মেলার আগেই তুই গোড়া ধরে উপড়ে ফেললি, আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম, কিছুই বলতে পারিনি। হয়তো সেদিন তোকে অনেক কথা বলতে ইচ্ছে হয়েছিলো, কিন্তু পারিনি, কারণ তখনো বিশ্বাস হচ্ছিলো না, তুই এমনটা করতে পারিস।
এখন আমি আর স্বপ্ন দেখতে সাহস পাইনা, ভয় হয়, যদি আবার গলা টিপে ধরিস স্বপ্নটার।

অনেক আয়োজন করে লিখছি তোকে, অনেক গুলো রঙিন কলম দিয়ে সুন্দর করে লিখছি তোকে, জানি, তুই ফিরেও দেখবিনা এই লেখা গুলোর দিকে, কিভাবে দেখবি?
তোর তো এদিক তাকালেই ভুল গুলো চোখে পরে যাবে। সেই ভয়ে তাকিয়ে দেখিস না।
তবে জানিস? আমি আজো গোপনে তোর লেখা গুলো পড়ি, আজো তকে ঘৃণার মধ্যে ভালোবাসি, কারণ আমি বেহায়া প্রেমিক।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮

বিজন রয় বলেছেন: প্রেমিকদের একটু বেহায়া হওয়া ভাল।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

অসাধারন সমীকরণ বলেছেন: হাহাহা, তা তো অবশ্যই। না হলে ভালোবাসা টিকে না যে দাদা। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.