![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটি পুরানো এবং অনেকেরই জানা আছে। একটি শিশুকে নিয়ে দুইজন মহিলা মার্তৃত্ব দাবী করছিলো। এর মধ্যে একজন গর্ভধারিনী মা, আর অন্যজন নকল মা। কেউই তাদের মার্তৃত্বের অধিকার ছাড়তে রাজী নয়। তখন বিচারক বললো, ঠিক আছে, তোমরা দুজনই যখন বাচ্চাটির মা, তাহলে আমি নির্দেশ দিচ্ছি, বাচ্চাটিকে সমান দু’ভাগে কেটে দুজনকে ভাগ করে দেয়া হোক। তখন একজন বলে, ঠিক আছে, আমি রাজী। অন্যজন বলে, না, এটি করবেন না, এটি করলে আমার বাচ্চাটি নিশ্চিত মারা যাবে। আমি আমার বাচ্চার মৃত্যু চাইনা। বাচ্চাটি উনাকে দিয়ে দিন। বাচ্চাটি বেঁচে থাক। তখন বিচারক বুঝতে পারলেন, আসলেই প্রকৃত গর্ভধারিনী মা কে ! ! তখন বিচারক দ্বিতীয় মহিলাকে বাচ্চাটি দেয়ার আদেশ দিলেন।
গল্পটি বলার উদ্দেশ্য হলো, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট দূরীকরনে, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দুই জনের মধ্যে যে সর্বোচ্চ ছাড় দিবে, আগামী নির্বাচনে জনগণ তাকেই নির্বাচিত করবে, সে যে দলই হোকনা কেন !!!
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
সেমিবস বলেছেন: এই ২ নেত্রী থেইক্কা জনগন মুক্তি চায়
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এই দুই জন আছে বলেই আমরা আজ জানতে পারছি, রাজনীতি কাহাকে বলে ? কত প্রকার কি কি উদাহরণ সহ?
সুতরাং দু্ই জন ছাড়া আর কিছু ভাবলে রাজনীতিবিদগণ কত প্রকার বেহায়া হয় তাহা জানা বড়ই কষ্ঠ দায়ক হয়ে পড়বে।
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৪
মোহাম্মদ আনোয়ার বলেছেন: হা হা হা
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
বাগসবানি বলেছেন: গল্পটাতে একটা বিশাল ফাঁক আছে । এইখানে মেয়েদেরকে মাথামোটা দেখানো হইছে। এখনকার সময়ে এইটা সম্ভব না । এখন যদি এইরকম একটা মামলা আদালতে উঠে, তাহলে এইটা হিন্দি সিরিয়ালের মতই রাবারের মত লম্বা হইতে থাকে। এমনকি ইতিহাসের ঘটনাগুলাও এর থেকে ছোট হয় ।
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫
মোহাম্মদ আনোয়ার বলেছেন: দুইজনই কিন্ত মহিলা !!!
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
লোডশেডিং বলেছেন: যে যত বেশি ছাড় দেবে সে তত বেশি বড় বাঁশ খাবে। এটা আমার মত।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
বাংলার আকাশ বলেছেন: ঐ দু্ই জন ছাড়া আর কিছু ভাবতে পারেন না ???