নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবহেলার ব্লগ

তাফসির আহমেদ

আমি এক অসাধারন দেশের অবহেলিত লাঞ্চিত নাগরিক। এই দেশে বসে ঘোড়ার ঘাস কাটি, আর স্বপ্ন দেখি। ইচ্ছে আছে বড় হব, পথে পথে তাই ঘুরতেছি। এর বেশি বলার মত কিছু নেই আমার সম্পর্কে ।

তাফসির আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জেলাভিত্তিক ফ্রীল্যান্সিং মিটআপ এবং ট্রেনিং-২০১৩

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

ওয়েব হাল্কস এর সহযোগিতায় সারা বাংলাদেশব্যাপী প্রতিটি জেলার ফ্রীল্যান্সারদের সাথে মিট করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যই হচ্ছে আমাদের ইভেন্টের প্রধান উদ্দেশ্য। আমরা প্রতিটি জেলার ফ্রীল্যান্সারদের সাথে মিট করে কিভাবে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইসব খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব।





আমাদের ট্রেনিং টা মুলত ২ টি বিষয়ের উপর হবে। পরবর্তীতে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের ট্রেনিং এর প্রধান ২ টি বিষয় হচ্ছে



১) ফ্রীল্যান্সিং এবং

২) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন



ফ্রীল্যান্সিং এর ভিতর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবেঃ



# কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবেন ?

# ক্যারিয়ার গড়ার জন্য ফ্রীল্যান্সিং কতটা গুরুত্বপূর্ণ ?

# ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে কিভাবে নিজেকে তৈরি করবেন ?

# ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইল্যান্স সহ আরও বিভিন্ন মার্কেটপ্লেস গুলোতে নিজেকে একজন সফল ফ্রীল্যান্সিং হিসেবে দাড় করাবেন কিভাবে?

# ব্লগিং কি ? কেন করবেন ? কিভাবে করবেন ?

# ব্লগ থেকে কিভাবে আয় করবেন ?

# অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? কেন করবেন ? কিভাবে করবেন ?



সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ভিতর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবেঃ



# এস ই ও কি ? কেন এস ই ও ? এর গুরুত্ত কততুকু ?

# এস নিয়ে কিভাবে নিজের ক্যারিয়ার ডেভলপ করবেন ?

# কিভাবে এস ই ও করবেন ?

# এস ই ও এর এডভান্স টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

# একজন এস ই ও স্পেশালিষ্ট কিভাবে হবেন ?

# এস ই ও থেকে কিভাবে একজন সফল ফ্রীল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন ?



আমরা এখন জেলাভিত্তিকভাবে লিডার নিয়োগ করছি। যে জেলাতে যিনি পারফেক্ট বলে বিবেচিত হবেন আমরা তাকেই টিম লিডার হিসেবে নিয়োগ করব। যারা জেলা ভিত্তিকভাবে লেডারশিপ নিতে চান তারা নিচে পোস্ট করবেন। জেলা ভিত্তিকভাবে লেডারদের অবশ্যই সৎ এবং মিষ্টভাষী হতে হবে ।



আমাদের ইভেন্টে জয়েন করার জন্য নিচের ফর্ম টা পূরণ করুনঃ

জেলা ভিত্তিক ফ্রীল্যান্সিং মিটআপ এবং ট্রেনিং এর জয়েন ফর্ম



বিস্তারিত জানতে এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক ইভেন্টে জয়েন করুন।

ফেসবুক ইভেন্ট



এই ইভেন্টের স্পন্সর করছেনঃ



WEBHULKS, ONS Group, Outsourcing of Bangladesh Group, ApnarDeal.com



ধন্যবাদান্তে



তাফসির আহমেদ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

টু-ইমদাদ বলেছেন: ঢাকায় হলে আওয়াজ দিয়েন. . .

২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২

রিয়াজওয়ার্ল্ড বলেছেন: ঢাকায় হলে আওয়াজ দিয়েন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.