![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।
মহাশুন্যে আবির্ভূত হয়েই
নিজেকে বিশ্ব নিয়ন্ত্রক গন্যে হন্য
হয়ে রইলাম,
ছিটকে পড়ি হঠাত বিমান দুর্ঘটনার
মতো,
এ-এক পরিকল্পিত দুর্ঘটনা,
যা-আমার জেনেও থাকে অজানা,
ঠিকানা খুঁজা কৈ মাছের মতো
অজানায় উজিয়ে উঠি সুপারি
গাছের মাথায়!
জাহাজ ডুবি সমুদ্র দশা আবার,
কতো হাঙ্গড় কুমির এড়িয়ে এগুই
ঠিকানাহীন সাঁতারে,
যুদ্ধ'জঙ্গি রকেটেও যার কোল
মিলেনি আজো।
অথচ
ভুঁদৌঁড়ে দৌঁড়েই দৌঁড়াচ্ছি আমরা
মানুষ।
©somewhere in net ltd.