![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।
ধার্মিকরা জানে তাদের ঈশ্বর ক্ষমাশীল, হাজার অন্যায় করেও ক্ষমা চাইলে সে ক্ষমা করে দিবে। তাই ধার্মিকরা অন্যায় করে উঠতে বসতে। বিবেক বলতে তাদের কিছুই থাকে না।
অন্যদিকে একজন প্রকৃত নাস্তিক সব ধরনের অন্যায় থেকে বিরত থাকে একমাত্র বিবেকের তারনায়। নাস্তিকের কাছে বিবেকটাই হচ্ছে ঈশ্বর।
উদাহরণ : সিন্ডিকেট ব্যবসা করে নিত্যপন্যের দাম বাড়িয়ে থাকে ধার্মিক। ঘুষ খায় ধার্মিক। খুন করে ধার্মিক। ধর্ষন করে ধার্মিক। চুরি-ডাকাতি করে ধার্মিক। মসজিদ মন্দির ভাংগে ধার্মিক। এসিড ছুড়ে মারে ধার্মিক। প্রতারনা করে ধার্মিক। শিক্ষা, চিকিৎসা সেবাকে ব্যবসা বানিয়েছে ধার্মিক। তথা সমস্ত অপকর্ম করে থাকে ধার্মিক।
অধার্মিক তথা নাস্তিকরা এসব কিছুই করে না। তাই প্রকৃত মানুষই হচ্ছে নাস্তিকেরা। এরা সৃষ্টিতে বিশ্বাসী বিবাশে নয়। এরা সত্য ও সুন্দরের পুজারি মিথ্যা আর অন্ধকারের নয়।
২৪ শে মে, ২০১৬ দুপুর ১:০৩
অপ্রিয় সত্য বলেছেন: তাই
২| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১:১৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: নাস্তিকতা ও একটা বিশ্বাসের নাম। কেউ ই এ বিশ্বাসের বাহিরে যাইতে পারছে না!!
৩| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১:১৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: নাস্তিকতা ও একটা বিশ্বাসের নাম। কেউ ই এ বিশ্বাসের বাহিরে যাইতে পারছে না!!
৪| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যখন বিবেককে ইশ্বর ভাবলেন তো নাস্তিকতা রইল কৈ!
৫| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:১৩
কবি নজরুলের ছাত্র বলেছেন: বিচার মানি, তাল গাছ আমার।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৬ দুপুর ১:০১
বিজন রয় বলেছেন: নাস্তিক বলে কিছু নেই।