![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।
আগুন খেয়েছি আমি-
মন জ্বলছে-জ্বলছে রক্তের কণিকা,
সব পুড়ে গেছে-দলা পেকেছে
মন্ড ছাই থেকে গন্ধ উড়ছে,
.
শয়তানী হাসি-বেইমানী
দিগ দিগন্ত জুড়ে কাদছে পিশাচী
রক্তে নেশা ধরেছে ওর মনে
হৃদয়ের রক্ত নিংড়ে খাবে
.
সব শেষ যদি হয়- হবে
ঘৃনার বিষ পান করেছি গ্লাস ভরে
নিলজ্জ-নীচ বদনাম কুড়িয়েছি এ জীবনে
ভালোবাসা তুমিও কি আমার সাথে
যাবে।।।
লাশকাটা ঘরে।
২| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৪১
বিজন রয় বলেছেন: কবিতাটি পড়ে মনে যেন দাবাদহ লাগল।
++++
৩| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:০৮
কানিজ রিনা বলেছেন: কবিতা পরে যেন বাসাত লাগল দাবানলে
আরও দাউ দাউ করে জলে উঠল মোর
প্রানে।
৪| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: সব শেষ যদি হয়- হবে
ঘৃনার বিষ পান করেছি গ্লাস ভরে
নিলজ্জ-নীচ বদনাম কুড়িয়েছি এ জীবনে
ভালোবাসা তুমিও কি আমার সাথে
যাবে।।।
লাশকাটা ঘরে
অসাধারন.........।!
৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৩৯
টুথব্রাস বলেছেন:
বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।
একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধারাই বদলে দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগালি শুরু করে দিয়েছে।
প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৪০
লক্ষ্মীছেলে বলেছেন:
আগুন খেয়েছি
আমি মন জ্বলছে
সব পুড়ে গেছে
শয়তানী হাসি
সব শেষ যদি হয়
নিলজ্জ
প্রমান?
বেইমানী
দিগ দিগন্ত জুড়ে কাদছে পিশাচী
রক্তে নেশা ধরেছে ওর মনে
হৃদয়ের রক্ত নিংড়ে খাবে ______
লাশকাটা ঘরে +