![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।
লক্ষীপুরের তাহের পুত্র খ্যাত বিপ্লব নামের খুনিটারে যেভাবে ধাপে ধাপে মাপ করা শুরু হইছে, কয়দিন পরে বিপ্লবরে এতদিন জেলে রাখার কারনে না আমাদের বড় বড় নেতারা উল্টা তার কাছে গিয়া মাপ চাওয়া শুরু করে!
এই তামাশার দুনিয়ায় সবই সম্ভব।
তবে নেতানেত্রীরা একটা কথা মনে রাইখেন।
আজকে আপনি যেসব নিহত মানুষের হক নষ্ট করে একটা খুনিকে তার শাস্তি থেকে বাঁচিয়ে দিচ্ছেন,
একদিন এই জিনিস আপনার উপর ফিরে আসবে। যে পিতা হারা সন্তান, স্বামীহারা স্ত্রীকে আপনি প্রাপ্য বিচার থেকে বঞ্চিত করবেন, তাঁদের দীর্ঘশ্বাস একদিন ফিরে আসবে।
আজ না হোক কাল, কাল না হোক পরশু-আপনার উত্তর পুরুষরাও কোথাও না কোথাও একই বঞ্চনার শিকার হবে। হোয়াট গোজ এরাউন্ড কামস এরাউন্ড।
অন্যায় করেছে কিন্তু দাম চুকায়নি, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে এমন দেখা যায় না। নিজে না হোক, পুতে-নাতিতে এই দাম চুকাবে, চুকাবেই। সুতরাং, সাধু সাবধান! বিবেক চাপা দিয়ে কাজকর্ম করা থেকে সাবধান!
২| ২১ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৮
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সহমত ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৬ রাত ১২:০৬
কল্লোল পথিক বলেছেন:
শতভাগ সহমত।