নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবধর্ম

অ‌প্রিয় সত্য

ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।

অ‌প্রিয় সত্য › বিস্তারিত পোস্টঃ

সখিনার ছেঁড়া যোনী

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১

পরাজিত পাকস্তলীর করুন আর্তনাদে-
ভাঙা দেহখানার ঠোঁটে কড়া লাল লিপিস্টক
চেহারায় ছিটে দেয় সস্তা পাউডার
অতঃপর
ভাসমান হৃদয়ের কাঁচা দেহে
রাতভর চলে লিঙ্গের চাষাবাদ।
সাম্রাজ্যবাদ,গনতন্ত্র,পুঁজি,সম
াজ বিজ্ঞানের গবেষণায় গোবর ঢালতে ঢালতে ঐ দিকে সখিনার যোনীটা ছিঁড়ে ফালা ফালা হয়ে যায়!
অবোধ পাকস্তলী বোঝেনি ছেঁড়া যোনীর যন্ত্রনা
সমব্যথার স্বজন পেয়েছে
একখান উপাধি,"দালাল"।
সখিনার অন্নের জ্বালা মেটাতে
বেহায়া রাস্ট্রে আর ফিরে আসেনি সমাজতন্ত্র

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: বৃদ্ধা পতিতারা বলছি
আমরা গন্ধ পাই জীভ ও যৌনতার
তোমার বাবা-ভাই-প্রেমিকের ভারী চামড়ার ঘামে
প্রতিবার বাড়ি ফেরাবার আগে
আমরাই শুকি
পোড়া ঘাম খাই ও চাখি
আমরা বৃদ্ধা পতিতারা বলছি-

২| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিজন রয় বলেছেন: বেহায়া রাস্ট্রে আর ফিরে আসেনি সমাজতন্ত্র[/s
++++

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৭

অ‌প্রিয় সত্য বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৮

অ‌প্রিয় সত্য বলেছেন: হুম,তাই

৫| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২

রায়হানুল এফ রাজ বলেছেন: সখিনার অন্নের জ্বালা মেটাতে
বেহায়া রাস্ট্রে আর ফিরে আসেনি সমাজতন্ত্র

কখনই ফিরে আসে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.